নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ঘুরতে ভাল লাগে। ভাল লাগে প্রকৃতি বিজ্ঞান নিয়ে ভাবতে। ভাল লাগে নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলতে।

একটি পেন্সিল

একটি পেন্সিল › বিস্তারিত পোস্টঃ

ছায়া, কাক এবং গরু ও মেঘ (!) (?)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩



(১)ছায়াঃ কালো একটা ছায়া আমার সামনে এসে দাড়ালো। তার নড়াচড়ার ভংগি দেখলে কখনও মৃত আবার কখনও জীবিত মনে হবে। যখন ছায়াটা নড়ে, তখন তাকে জীবিত বলে মনে হয়, কিন্তু না নড়লে সেটা মনে হয় না। এখন অনেক রাত, আমি একা, আমার সাহস নেই ছায়াটা কিভাবে এখানে আসল, আর কেনই বা নড়াচড়া করছে আবার থেমে যাচ্ছে, তার রহস্য উদঘাটন করা। আমার কন্ঠ কে যেন রোধ করে রেখেছে, আমাকে কে যেন বিছানার সাথে চেপে ধরে বসে আছে। সকাল পর্যন্ত এই ছায়াটা আমাকে ঘুমাতে দেবেন।
২।কাকঃ নদীর পারে একা একা বসে আছি, আপন মনে কিছু একটা নিয়ে ভাবছি। অনেকগুলো কাক কা কা করে উড়ছে। সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি ফিরতে হবে। কাকেরাও তাদের নীড়ে ফিরবে। তারা উড়ে যেতে লাগল নিজেদের নীড়ের দিকে। সবাই চলে গেল। আমিও চলে যাচ্ছি, কিন্তু খেয়াল করলাম, একটা কাক নদীর মাঝে সবার উলটো দিকে উড়তে শুরু করেছে। কাকটা চোখের পলকে নদীর দিকে কোথায় হারিয়ে গেল! অনেক বড় নদী, কোন কুল কিনারা দেখা যায় না, শুধু ঢেউ আর ঢেউ। আমি বাসায় আসলাম, কিন্তু আমার মনে একটা রহস্য জট বেধে থাকল, কোথায় গেল কাকটা।
৩। গরু ও মেঘঃ ভর দুপুর। কোথাও কোন মানুষ নেই। আমি একা, আমার মত হাটছি। আকাশ দেখতে দেখতে হাটছি। চমৎকার আকাশ, কোথাও কোন মেঘ নেই, একেবারে স্বচ্ছ, নীল, কাচের মত চকচকে। মাঠের দিকে তাকালাম, অনেকগুলো গরু মহিষ ঘাস খাচ্ছে। হঠাৎ করে একটা কালো গরু কোথা থেকে এসে সবগুলো গরু মহিষকে তাড়াতে শুরু করল। ভয় পেয়ে আকাশের দিকে তাকিয়ে হাটতে শুরু করলাম। দেখলাম এক খন্ড কালো মেঘ! মনে মনে ভাবলাম, এলো কোথা থেকে মেঘ খন্ড, একটু আগেতো দেখলাম...............!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

জনৈক অচম ভুত বলেছেন: ছায়া বেচারা একা একা ভয় পায় বোধহয়, তাই আরকি! ;)
সবাই স্রোতে গা ভাসায় না। যেমন এই কাক মহাশয়। :)
গরু ও মেঘ, অলৌকিক ব্যাপার-স্যাপার! :-&

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.