নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ঘুরতে ভাল লাগে। ভাল লাগে প্রকৃতি বিজ্ঞান নিয়ে ভাবতে। ভাল লাগে নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলতে।

একটি পেন্সিল

একটি পেন্সিল › বিস্তারিত পোস্টঃ

জেনে নিন সামু ব্লগে কোন পোস্টগুলো বেশি হিট হয়|||

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৫৬

মাত্র তিন চারটা সপ্তাহ হতে যাচ্ছে সামুতে যোগ দিয়েছি, ব্লগের অভিজ্ঞতা যে আগে একেবারেই ছিল না, তা কিন্তু নয়। এর আগেও একটু আধটু লেখালেখি করতাম অন্য একটা ব্লগে। সেটা ছেড়ে আমার মনের মত ব্লগ সামুতে চলে এসেছি। বেশ ভালই লাগছে, আশা করি এই ভালোলাগা অব্যাহত থাকবে বহুদিন।
যাইহোক, সামুতেতো আমি একেবারেই নতুন, যারা অনেক বছর ধরে সামুতে আছেন, তাদের কাছেতো আমি চুনো পুটি! শিরোনাম দেখে অনেকেরই মনে হবে-হাতি ঘোড়া গেল তল, পীঁপড়া বলে কত জল! আসলেই তাই, আমার মোটা মাথা চিকন হতে কয়েক বছর সময় লাগবে। তখন হয়ত একটু ভাবতে পারব। যাইহোক, এটাকে আপনি মোটা মাথার সয়তানি মার্কা গবেষনাও বলতে পারেন; সেই সাথে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে থাকতে পারেন, যদি কোথাও ভুল করে ফেলি। সামু ব্লগে এই কয়েকটা দিন এসে আমার সামান্য কিছু অভিজ্ঞতা হয়েছে। তার উপর ভিত্তি করেই এই লেখা। আমি বিশ্বাস করি, এখানে যারা লেখালেখি করেন, তারা সব সময় মানসম্মত ও সুন্দর কোন কিছু লেখাকে প্রধান্য দেন; লেখা হিট হওয়ার আশা করে কেউ লেখা লেখি করেন না, তবে ব্যতিক্রম যে কিছু থাকবেই, তাতো অস্বাভাবিক কিছু নয়!
তারপরেও যেহেতু ব্লগ ব্যবহার করছি, সেহেতু ব্লগের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেক কিছু জানা থাকলে ভাল। ব্লগ ব্যাবহার শুরু করার পর থেকে (বিশেষ করে সামু) একটা বিষয় লক্ষ্য করলাম, নেতিবাচক শিরোনামের লেখাগুলোই পাঠক বেশি পড়ে। দেখাগেল অনেক পরিশ্রম করে দুই তিন দিন সময় নিয়ে কেউ একটা ভাল লেখা লিখল, অথচ একটা কাক পক্ষিও লেখাটা পড়ে দেখেনা। অথচ দুই তিন লাইনেত্ম্র একটা লেখা কোন পরিশ্রম ছাড়া নেতিবাচক শিরোনাম দিয়ে ছেড়ে দেয়া হোক, সেটার পাঠক সংখ্যা হু হু করে বেড়ে যাবে; শুরু হয়ে যাবে আলোচনা সমালোচনা, সামুর আলোচিত পাতায় চলে আসবে লেখাটা। এ থেকেই বোঝা যায় নেতিবাচক কোন কিছুর প্রতি মানুষের আকর্ষন বেশি। মানুষ চাইলে নেতিবাচক অনেক কিছু এড়িয়ে যেতে পারে, কিন্তু আমরা মানুষ জাতী অতটা সভ্য এখনো হয়ে পারিনি যে সমাজে টিকে থাকতে হলে নেতিবাচক বিষয়গুলো না জানলেই হবে। এখন দেখা যাক, কোন লেখাগুলো বেশি হিট হয়। প্রথমেই ধর্ম।
ধর্মঃ আমি যখন থেকে ইন্টারনেট ব্যবহার শুরু করি, তখন থেকেই দেখে আসছি, ভার্চুয়াল জগতে ধর্ম বিষয়টা মানুষের কাছে বেশি সেন্সিটিভ। নিজের ধর্মের প্রতি নেতিবাচক উক্তি কেউই সহ্য করতে পারেনা। তবে, ভিন্ন ধর্মীদের চেয়ে সবচেয়ে বেশি দ্বন্দ্ব সৃষ্টি হয় আস্তিকতা আর নাস্তিকতা নিয়ে। তবে আমাদের সমাজে আস্তিকদের তুলনায় নাস্তিকের সংখ্যা কম হওয়ায়, এবং নাস্তিকতা আমাদের সমাজে নেতিবাচক দিক হিসেবে বেশি বিবেচিত হওয়ায়, নাস্তিকতা বিষয়ের লেখা বেশি হিট হয়ে থাকে ব্লগে। অপর দিকে আস্তিকতা বিষয়ক পোস্ট ততটা হিট হয় না, যদি সেই পোস্ট পড়ার মত যথেষ্ট নাস্তিক ব্লগে উপস্থিত না থাকেন। আমরা গত কোরবানীর ঈদের পোস্টগুলো পর্যালোচনা করলেই স্পষ্ট ধারনা পেতে পারি।
রাজনীতিঃ সামু ব্লগে সম্ভবত অনেকেই রাজনীতির সাথে জড়িত। কেউ সক্রিয় রাজনীতি করেন, আবার কেউ নিষ্ক্রিয়। কেউ আওয়ামীলীগ, কেউ বি এন পি, আবার কেউ কেউ জামাত শিবির বা অন্য কোন দল। রাজনীতি করেন না এমনও হয়ত অনেক আছেন। যাইহোক, কেউ কোন দলকে সাপোর্ট করে, কিংবা কেউ কোন দলের বিপক্ষে কোন মন্তব্য করে লেখা পোস্ট করলে সেটাও ভাল হিট হয়।
ফান পোস্টঃ ফান পোস্ট দুই ভাবে করা হয়, ছবি সহ আর ছবি ছাড়া। তবে ছবিসহ ফান পোস্ট গুলো বেশি হিট হয়ে থাকে।
রম্য বা কৌতুকঃ আমরা বাঙ্গালীরা কৌতুক প্রিয় মানুষ, হাসি তামাসা আমাদের খুব বেশি পছন্দ, আর তা যদি হয় কারো কষ্টের কারন, তবুও ছেড়ে দিনা। আর কৌতুক প্রিয় মানুষ হওয়ার কারনেই ইন্ডিয়ান কমেডি ছবিগুলো আমাদের দেশে ভালই মার্কেট পায়। যাইহোক, কেউ যদি কৌতুক টাইপের কিছু পোষ্ট করে, সেটাও ভাল হিট হয়।
ঈষৎ যৌন সংকেত বিষয়ক পোস্টঃ সামাজিক যোগাযোগ সাইটে বা ব্লগে অশ্লীল বা খারাপ কোন লেখা বা ছবি সরাসরি প্রকাশ করা যায় না। কিন্তু অনেক লেখা বা ছবি আছে যেগুলোকে অশ্লীল হিসেবে ধরা যায় না, কিন্তু ঈষৎ যৌনতার ছোয়া আছে, সেগুলোও খুব সহজে হিট হয়ে যায়। যেমন কেউ যদি মেয়েদের সংক্ষিপ্ত পোষাকের কথা নিয়ে কোন লেখা পোস্ট করে, সেটা সহজেই হিট হয়ে যেতে পারে। কেউ যদি কোন প্রেমের কবিতা লিখে তার সাথে আবেগীয় কোন ছবি জুড়ে দেয়, সেটাও হিট হয়ে যেতে পারে; কেননা, প্রেম ভালবাসার প্রতি আকর্ষন মানুষের চিরদিনের!
আবার কিছু কিছু পোস্ট আছে যেগুলো কখন হিট হবে বা কখন হবেনা- তা আগাম বলা যায় না। এগুলো হল কৌতূহল উদ্দীপক পোস্ট। যেমন জানা অজানা বা অবাকা করা জাতীয় কোন পোস্ট। এ জাতীয় পোস্ট গড়ে ভালই জনপ্রিয় হয়।
ভ্রমন কাহিনীঃ ভ্রমন কাহিনীর পোস্টগুলোও কৌতূহল উদ্দীপক পোস্টের অনুরূপ- কখন হিট হয়ে যায় বলা যায় না।
ছবি ব্লগ অনেকেই পাঠকদের আকর্ষনীয় হয়, এমন ছবি তুলতে বা সংগ্রহ করতে পারেন; সে ক্ষেত্রে কখন যে আপনার ছবি ব্লগ হিট হবে বলা যায় না।
জ্বীন ভূত পেত্নিঃ অনেকে ভূত প্রেত বিষয়ক ভাল পোস্ট দিয়ে থাকে, সেগুলোও হিট হয়ে যায় অনেক ক্ষেত্রে।
আবার সাহিত্যের অনেক লেখা ভাল কিংবা মোটামুটি হিট হতে দেখা যায়- কিন্তু সেটা কিশের বিবেচনায় হিট হবে তা আগাম কেউ বলতে পারেনা।
[তাছাড়া, বিজ্ঞান, সাহিত্য, দর্শন, সাম্প্রতিক, তথ্যমূলক ইত্যাদি বিষয়ে যারা খুব ভাল লিখতে পারেন, যাদের লেখার মান ভাল, তাদের লেখাগুলোতে নেতিবাচক কোন সংকেত যুক্ত না হওয়ার পরেও হিট হয়ে যায়; কেননা কোন ভাল লেখা যখন পাঠক পড়ে, তখন তাকে তারা চিনে রাখে আর পরবর্তী লেখার প্রতি সহজে আকৃষ্ট হয় - যদিও সেটা সময়ের ব্যাপার]
..........
বিঃদ্রঃ পোস্টটির কোন অংশকে নেগেটিভ হিসেবে না নেয়ার জন্য অনুরোধ করা হল

মন্তব্য ৩৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:০২

সাদা মনের মানুষ বলেছেন: নেতিবাচক শিরোনামটা কিছুটা আকৃষ্ট করে আর কিছুটা আছে কতোটা নেতিবাচক লিখা সেটা দেখার জন্যও আমরা ঐ পোষ্টে ঢুকে থাকি, আস্তিক-নাস্তিক বা ধর্ম নিয়ে বিতর্কটা আমার পছন্দ নয় বলে সযতনে এড়িয়ে চলি......আপনার পর্যবেক্ষণ মোটামুটি সঠিকই বলতে হয়।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:২৩

একটি পেন্সিল বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

নীলপরি বলেছেন: অনেকটাই ঠিক বলেছেন । তবে সাহিত্যধর্মী লেখাও পোষ্ট হয় এবং অনেকে পড়েন। আর একটু পর্যবেক্ষণ করলে পারতেন ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৭

একটি পেন্সিল বলেছেন: একমন! তবে দেখা যায়, অনেক সময় নেতিবাচক পোস্টের কারনে ভাল সাহিত্য পোস্ট অনেকে পড়েনা বা খেয়াল করেনা। ধন্যবাদ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:২৬

প্রামানিক বলেছেন: আপনার লেখা অনেকটাই ঠিক বলা যায়। ব্লগে অনেক সময় ভালো লেখায় পাঠক পাওয়া যায় না, আবার ফালতু লেখায় পাঠক হুমিড় খেয়ে পড়ে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪১

একটি পেন্সিল বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই। শুভ কামনা

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: এই পোস্টও একি উদ্দেশ্যে দেওয়া।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৪৩

একটি পেন্সিল বলেছেন: ....
হুম।।। দেখেতো সেটাই মনে হচ্ছে......

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: মোটামুটি সহমত।

ধন্যবাদ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৪

একটি পেন্সিল বলেছেন: আমিও আমার সাথে পুরোপুরি সহমত না। ধন্যবাদ ভাই মন্তব্যের জন্য।

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৫

দিগন্ত জর্জ বলেছেন: হমম.. কথা সত্য। তবে, ভালো লেখার মূল্য সবসময়ই আছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬

একটি পেন্সিল বলেছেন: হ্যা ভাল লেখার মূল্য সবসময় আছে, থাকবে। খারাপের স্থায়িত্ব ক্ষনিকের। শুভ কামনা।

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪১

রক্তিম দিগন্ত বলেছেন:
সবগুলোর সাথে মত দিতে পারছি না। তবে, হ্যাঁ - ধর্ম, রাজনীতি, ফান পোস্ট - এইসবে পাঠক একটু বেশি থাকে। এখানেও একটা প্রকারভেদ আছে। মানুষরা সাধারণত এইসব ক্ষেত্রে খুব ভাল লেখা গুলোকে বেশি মূল্য দেন বা খুব খারাপ লেখা গুলোকে বেশি কটাক্ষ করে থাকেন। পজিটিভি-নেগেটিভ দুইভাবেই হিটটা হয়। আর, এই হিটটা আসে - পোস্ট করার পর নির্দিষ্ট একটা সময়ের মাঝেই। কয়েকদিন পেরিয়ে গেলেই সেই পোস্টের কোন মূল্য আর থাকেনা।

এছাড়া, সাহিত্য বিষয়ক পোস্ট যেমন - গল্প, কবিতা, উপন্যাস - এগুলোর হিট খুবই কম আসে। কারণ হিসেবে বলা যায় - মূলত এগুলো ঠান্ডা মাথায় পড়ার মত লেখা। অনেকের কাছেই অতটা সময় থাকে না যে ঠান্ডা মাথায় লেখাটা পড়ে মন্তব্য করবে। সে জন্য এইসব পোস্ট গুলো তাৎক্ষণিক হিট পায় না। তবে, এই লেখাগুলো মানুষ দীর্ঘদিন পরেও পড়ে। এই লেখাগুলোও হিট হয় এবং দীর্ঘদিন পর্যন্ত এগুলোর আকর্ষণ থাকে। তবে, তাৎক্ষণিক ভাবে কিছুই হয় না।

আর, বেশির ভাগ ক্ষেত্রে হিট হয় ব্লগে মিথস্ক্রিয়ায় সক্রিয় ভাবে থাকা ব্লগারদের লিখা। তারা যাই লেখুক - সেটা হিট হয়ই। এটাকে আসলে হিট না বলে, তাদের সক্রিয়তার প্রতি সম্মানও বলা যায়। তারা সবসময় ব্লগে থাকে এবং সবসময়ই অন্যদের সাথেও যুক্ত থাকে, কারো সাথে মজা করে আবার নতুনদেরকে কীভাবে ভালভাবে ব্লগিং করার সেটার জন্য অনুপ্রেরণা, উৎসাহ্, উপদেশ দেয়। এসব মানুষদের লেখায় হিট সবসময়ই ভাল থাকে। এবং লেখার প্রকারভেদ অনুযায়ী দীর্ঘদিন পর্যন্ত লেখাগুলোর আকর্ষণও থাকে।

আপনি যেহেতু নতুন এসেছেন - তাই থাকুন ব্লগে। নিজের যতটা মুক্ত সময় আছে - সেটা ব্লগে দিন, সবার সাথে ব্লগীয় মিথস্ক্রিয়ায় সক্রিয় থাকুন। আপনার পোস্ট সবসময়ই হিট হবে। সাথে সাথে লেখাও ভালভাবে শিখে ফেলতে পারবেন। মূলত পোস্ট হিট করার জন্য ডেস্পেরেট থাকলে ভালভাবে পোস্ট করা যায় না।

শুভকামনা ব্লগিং-এর প্রতি।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩

একটি পেন্সিল বলেছেন: [ sb] এছাড়া, সাহিত্য বিষয়ক পোস্ট যেমন - গল্প, কবিতা, উপন্যাস - এগুলোর হিট খুবই কম আসে। কারণ হিসেবে বলা যায় - মূলত এগুলো ঠান্ডা মাথায় পড়ার মত লেখা। অনেকের কাছেই অতটা সময় থাকে না যে ঠান্ডা মাথায় লেখাটা পড়ে মন্তব্য করবে। সে জন্য এইসব পোস্ট গুলো তাৎক্ষণিক হিট পায় না। তবে, এই লেখাগুলো মানুষ দীর্ঘদিন পরেও পড়ে। এই লেখাগুলোও হিট হয় এবং দীর্ঘদিন পর্যন্ত এগুলোর আকর্ষণ থাকে। তবে, তাৎক্ষণিক ভাবে কিছুই হয় না। অনেক সুন্দর আর গঠনমূলক মন্তব্য। আমি সম্পূর্ন এক মত আপনার সাথে। আসলে এবিষয়ে আমার চিন্তা আপনার চিন্তাভাবনার সাথে মিলে যায়। কিন্তু আমি সেটা পোস্টে গুছিয়ে লিখতে পারিনি যা আপনি কমেন্টের মাধ্যমে সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরতে পেরেছেন। নেগিটিভ লেখাগুলো হয়ত তাৎক্ষনিক হিট হয়, কিন্তু পজিটিভ লেখাগুলোর মূল্য (আসলে এখানে হিট বলা ঠিক নয়) থাকবে সবসময়। এত সুন্দর অনুপ্রেনার একটি মন্তব্যের জন্য শুধু ধন্যবাদ বললে ছোট হয়ে যাবে, তাই অনেক অনেক কৃতজ্ঞতা আর শুভেচ্ছা ।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:২৫

জনৈক অচম ভুত বলেছেন: হিট একখান মাথা খারাপ করা জিনিস। এ সম্পর্কে যত কম চিন্তা করা যায়, ততই মঙ্গল। :#)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৪

একটি পেন্সিল বলেছেন: আসলেই এই চিন্তাটা মাথায় আনলে ভাল কিছু আশা করা যায় না। ধন্যবাদ।

৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪০

সুমন কর বলেছেন: এবার আপনি ঐসব মেনে পোস্ট দিন.....হিট পাবেন !!!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৯

একটি পেন্সিল বলেছেন: আমার প্রয়োজন নেই। আপনার দরকার হলে ট্রাই করে দেখতে পারেন।

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৬

হাতুড়ে লেখক বলেছেন: কোন পুষ্ট হিট হয় না সেইটা জানবার চাই? :#)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

একটি পেন্সিল বলেছেন: জানবার কি আছে, দেখলেতো বোঝা যায়, অনেক সময় ভালো কোন লেখাও হিট হয়না। ধন্যবাদ।

১১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১০

অঞ্জন ঝনঝন বলেছেন: আমার তো মনে হয় সব পোস্টই হিট হওয়া উচিৎ কেউ ভাল লিখলে সবাই প্রশংসা করবে। আর খারাপ লিখলে সমালোচনা। আর হিট হইছে কিনা এর চেয়ে বড় বিষয় হচ্ছে। প্রতিক্রিয়া কোন ধরণের পাচ্ছেন। ইতিবাচক না নেতিবাচক?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২০

একটি পেন্সিল বলেছেন: আমরা যদি ভালো বিষয়কে অনুপ্রেনার চোখে দেখি, তাহলে ভালটাই সামনে উঠে আসবে। ধন্যবাদ।

১২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১১

অঞ্জন ঝনঝন বলেছেন: আমার তো মনে হয় সব পোস্টই হিট হওয়া উচিৎ কেউ ভাল লিখলে সবাই প্রশংসা করবে। আর খারাপ লিখলে সমালোচনা। আর হিট হইছে কিনা এর চেয়ে বড় বিষয় হচ্ছে। প্রতিক্রিয়া কোন ধরণের পাচ্ছেন। ইতিবাচক না নেতিবাচক?

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৩

রুদ্র জাহেদ বলেছেন: ভালো পর্যবেক্ষণ করেছেন।৭ নং কমেন্টে প্লাস।
এভাবে শিরোনামের মতো হিটের দৌড়ে থাকলে আসল উদ্দেশ্যটাই কিন্তু ব্যাহত হবে বলে মনে হয়

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৮

একটি পেন্সিল বলেছেন: ঠিক ধরেছেন ৭ নং ++++++..... ধন্যবাদ।

১৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

আবু ইশমাম বলেছেন: আপনারটাও হিট খাইয়া গেল

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৬

একটি পেন্সিল বলেছেন: এই পোস্টটাকে একটি নেগিটিভ পোস্ট হিসেবে ধরা যায়। তাই পোস্টের প্রকৃত ক্রেডিটও হবে নেগিটিভ। ধন্যবাদ।

১৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: ভাল লিখলে অবশ্যই হিট হয়। আমিই তার প্রমাণ।
আমার প্রত্যেকটি কবিতাতেই আমি ১০০ এই উপর মন্তব্য পাই।
অতএব ভাল লেখার কোন বিকল্প নেই।

সস্তা কোন কিছু করে ব্লগে কেন জীবনে কোথাও বেশি দিন টেকা যায় না।

ধন্যবাদ আর শুভকামনা রইল।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫

একটি পেন্সিল বলেছেন: ভালো পাঠকেরা আপনার লেখা চিনে ফেলেছে, তাই আপনার পোস্ট মূল্য পাবে। এরকম সব ভালো লেখায়ই পাঠক বেশি থাকা উচিৎ কিন্তু বাস্তবে সেরকম হয়না। ধন্যবাদ আপনাকে। আপনার লেখাগুলো ভালো লাগে।

১৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

লেখা পাগলা বলেছেন: ঠিক বলেছেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

একটি পেন্সিল বলেছেন: আপনাকে ধন্যবাদ।

১৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

খায়রুল আহসান বলেছেন: লেখাটা ততটা গোছানো হয়নি, তবে মূল বক্তব্য বোঝা গেছে। আপনার লেখার উপর ভিত্তি করে অত্যন্ত গোছানো একটা মূল্যায়ন বা সার সংক্ষেপ করেছেন রক্তিম দিগন্ত ৭ নং মন্তব্যে। তার এ মন্তব্যে 'লাইক' বা আপনার কথায় 'হিট' দিলাম।
বিজন রয় এর মন্তব্যটাও (১৫ নং) ভাল লেগেছে। +

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১০

একটি পেন্সিল বলেছেন: যেহুতু নতুন, সেহেতু গুছিয়ে লিখতে না পারারই কথা। আর হ্যা, আমারও ৭ নং এবং ১৫ বেশি পছন্দ হয়েছে। একমত আপনার সাথে। ধন্যবাদ।

১৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

অপু তানভীর বলেছেন: সামুর ৯০% পোস্ট হিট ব্লগ পো্স্ট দেখে নয় বরং পোস্ট দাতা দেখে ।
কি পোস্ট করা হল, তার থেকেও বেশি দেখা হয় কে পোস্টটা করেছে, এই জিনিসটা বেশি কাজ করে পোস্ট হিট হওয়ার পেছনে !

আপনি যদি অন্যের পোস্ট বেশি মন্তব্য করেন, তাদের পোস্টে গিয়ে ভাল/মন্দ ভাল কথা বলেন তবেই আপনার পোস্ট হিট হবে তা আপনি যাই লেখেন না কেন এবং যেমন করেই লেখেন না কেন !

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৫

একটি পেন্সিল বলেছেন: আপনার এই কথাটার সাথে সহমত বা ভিন্নমত হওয়ার মত পর্যাপ্ত অভিজ্ঞতা এখনও হয়ে ওঠেনি। যদি আপনার কথা সঠিকই হয়, তবে আমি বলব বিষয়টা আসলেই খারাপ-আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি। আমি মনে করি, আমাদের ব্লগারদের সব সময়ই ভাল লেখাকে প্রধান্য দেয়া উচিৎ, কে লিখেছে সেটা না দেখে

১৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৪

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: পড়ে ভালো লাগল।

২০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:০৩

এডওয়ার্ড মায়া বলেছেন: অপু ভাই হাছা কথা কৈছে ।
ইয়ে আপনি যা লিখেছেন তা কিন্তু হিট পাইছে :)

২১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুমন দা'র হিট দরকার। হাঃ হাঃ হাঃ। ভালো বলছেন। আসলেই দরকার। একটা অনুরোধ, তার ব্লগে একবার ঢুঁ দিয়ে আসেন।

২২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: সুমন দা'র হিট দরকার। হাঃ হাঃ হাঃ। ভালো বলছেন। আসলেই দরকার। একটা অনুরোধ, তার ব্লগে একবার ঢুঁ দিয়ে আসেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.