![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ এ গলি, কাল ও'গলি-
কত খুঁজলাম মাকে।
কেউতো বলেনা কিছু
জিজ্ঞেস করি আমি যাকে!
সব হারিয়ে যাওয়ার পরে
শুধু যে ছিল মা।
এখন আমি পথের শিশু,
পথই আমার -
আপন ঠিকানা!
পথে পথে আজ কত জন দেখি,
মায়ের মত মুখ।
দূর থেকে দেখি, তাতেই তৃপ্তি
তাতেই আমার সুখ।।
পথের শিশু
২| ১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:১৫
একটি পেন্সিল বলেছেন: ধন্যবাদ ভাই।
৩| ১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০২
রক্তিম দিগন্ত বলেছেন:
ভাল কিন্তু অতটা ফুঁটে উঠেনি কবিতায়।
৪| ১১ ই অক্টোবর, ২০১৬ ভোর ৬:০৭
একটি পেন্সিল বলেছেন: রক্তিম দিগন্ত ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১১
মিঃ বলদ বলেছেন: হুম। ওদের শেষ গন্তব্য পথই।