![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ইচ্ছে করে বর্ষাকে নিয়ে কবিতা লিখতে,
কারন বর্ষাই আমার চোঁখের জলের সাথে মিশে যেতে পারে।
আর আমি পারি দুঃখকে লুকিয়ে রাখতে!
আমার ইচ্ছে করে বর্ষাকে নিয়ে কবিতা লিখতে,
কারন বর্ষাই আমার হৃদয়ের রক্তক্ষরন ধুয়ে ফেলে
একটি বেদনাহীন সমুদ্র রচনা করতে পারে।
আমার ইচ্ছে করে বর্ষাকে নিয়ে কবিতা লিখতে
কারন আমি বর্ষার টুপটাপ ছন্দে গান গাইতে পারি।
আর আমার কষ্টগুলো যেন ধুয়ে চলে যেতে পারে
দুরের কোন এক নদীর জলে।
আমার ইচ্ছে করে বর্ষাকে নিয়ে কবিতা লিখতে
কারন আমি বর্ষার মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চাই।
যাতে দুনিয়ার কোন বুক ফাটা খড়া
আমার বুকে কাঁপন ধরাতে না পারে।
আমার ইচ্ছে করে বর্ষাকে নিয়ে কবিতা লিখতে
কারন আমি মরুভুমিকে ভয় পাই।
আর মরুভুমিতো চোঁখের জল আর বুকের রক্ত-
দুটোই চুষে খেয়ে ফেলতে পারে,
কিন্ত নিজের পাষন্ড দেহ কখনই তৃষ্না মেটাতে পারেনা।।
০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:০৯
একটি পেন্সিল বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে ভুল ধরিয়ে দেয়ার জন্য।
২| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৩
চাঁদগাজী বলেছেন:
লিখেই ফেলেন, আমরা পড়ি; আশাকরি, রাংগামাটির কেহ নেই ব্লগে
০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৯:২৯
একটি পেন্সিল বলেছেন: আমিও ভাবছি লিখেই ফেলবো । পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৩| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২২
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: তৃষ্না< তৃষ্ণা হবে।
কবিতা ভাল লেগেছে।।।
০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৯
একটি পেন্সিল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লেগেছে জেনে ভালো লাগল।
৪| ০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১০:২২
চাঁদগাজী বলেছেন:
এদিকে ঢাকা ডুবে গেছে, রাংগামাটিতে ভুমি ধ্বস; একটু হালকা বর্ষা নিয়ে লিখুন, বেশী বর্ষা হলে ঢাকার লোকেরা ক্ষেপবে
০৭ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০২
একটি পেন্সিল বলেছেন: বৃষ্টির প্রয়োজন আছে বর্ষাকালে। কিন্তু ভারী বর্ষার কারনে অনেক ক্ষয় ক্ষতি হয়ে থাকে অনেকের। তাদের জন্য সমবেদনা।
৫| ০৭ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৫০
নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো । একটু টাইপো দেখে নেবেন ।
০৭ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২১
একটি পেন্সিল বলেছেন: টাইপ করতে গিয়ে কিছু সমস্যায় পরতে হয় কম্পিউটার থেকে। আর একারনেই বানানে ভুল হচ্ছে। আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৫৭
খায়রুল আহসান বলেছেন: আমার ইচ্ছে করে বর্ষাকে নিয়ে কবিতা লিখতে,
কারন বর্ষাই আমার চোঁখের জলের সাথে মিশে যেতে পারে - কবিতার শুরুটা চমৎকার হয়েছে।
বানান ভুলঃ
চোঁখের -- চোখের হবে।