![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
থাবা_বাবা ~বাক স্বাধীনতা~রাজনীতির গন্ধ।
থাবা_বাবা নিহত তাই শোকাহত, কিন্তু আসলে উনাকে মারার আসল কারনটা কি শাহবাগের আন্দোলন নাকি অন্য কিছু তা পরিস্কার করার আসল কাজটি করতে হবে প্রশাসনকে। আমরা উনার হত্যার বিচার চাই আর সাহসী তরুনদের আহবান জানাই বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠুক, কিন্তু উনার হত্যা নিয়ে যদি ভিন্ন রাজনীতি চলে সেটাও অগ্রহনীয় আর এটাই স্বাভাবিক।থাবা_বাবা ১০ টি ব্লগ লিখেছেন http://www.somewhereinblog.net/blog/thaba_baba
তে আর একটাতেও শাহবাগের আন্দোলনের ঝ্বাল নেই, আর কোথায় উনি ব্লগ লেখেছেন আর সেটা কোন ধরনের সেটা দেশের মিডিয়া ভাল জানে।শাহবাগের আন্দোলন বা রাজাকার বিরোধী আন্দোলনের সাথে্ জড়িতের কারনে যদি উনাকে হত্যা করা হ্য় তবে হত্যাকারীদের বিচার হতে হবে রাজাকারদের মতই। আহবান জানাই সকল স্তরের বিচার বিভাগ কে আসল কারন খুজে খুনিদের কঠোর বিচার করা হউক। কিন্তু রাজনীতি যেন না হয় এটাই কামনা,
এইতো রোমন০০৭ লিখেছেন
খবর কনফার্ম--ব্লগার থাবা বাবাকে (আহমেদ রাজীব হায়দার) নৃশংসভাবে জবাই করে হত্যা Click This Link
শিরোনাম থাবা বাবার হত্যার আর ব্লগটিতে নানা তথ্য দেয়া হয়েছে যাহা রাজনীতির ঘ্রান বহন করে, ব্লগটির ভিতরে লিখা হয়েছে
আপডেট ১৬-০২-২০১৩
একটি আনন্দ সংবাদঃ
মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে সোনার বাংলা ব্লগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)
আজ শনিবার দুপুর ১২টার দিকে শাহবাগের প্রজন্ম চত্বরের মূল মঞ্চ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় জনতা করতালি দিয়ে সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানায়।
সূত্রঃ প্রথম আলো
এখন প্রশ্ন হচ্ছে মারার খবর দিতে গিয়ে আনন্দ সংবাদ কেন আসে??এটাকি রাজনীতির গন্ধ না?? আর প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে সোনার বাংলা ব্লগ বন্ধ করে দিয়ে সরকার যে শাহবাগের আগে পিছে রাজনীতি করছেন না সেটাও কি অবিস্বাশ্য??সোনার বাংলা ব্লগে কি রাজাকারদের বিচারের দাবিতে ব্লগাররা লড়ছেন না?? আন্দোলনকারীদের কেহু কি সোনার বাংলা ব্লগের সাথে জড়িত নেই? তাহলে কেন এমন দাবী সোনার বাংলা ব্লগ বন্ধ করার??বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার??আর প্রজন্ম চত্বরের আন্দোলনকারীদের মূল দাবী হল যুদ্ধঅপরাধীদের ফাসি সরকার যদি রাজনীতি না করে তাহলে তাদের দাবী মেনে আসামীদের ফাসি দিতে পারেন আর দাবী পূরনের পথে হাটতে পারেন, মিছিল মিটিং করিয়ে কি ফাসি দিবেন নাকি এই মিছিল মিটিং হচ্ছে বিরোধী দলীয় আন্দোলন থেকে মানুষের চোখ ফেরানো??আমি আগের ব্লগে লিখেছিলাম $$ শাহবাগের আন্দোলনের সাথে যুক্ত ভাই ও বোনেরা, আন্দোলনটা যেন কারো পেট ভরার জন্য না হয়$$
Click This Link
আজ সোনার বাংলা ব্লগ বন্ধ, কাল somewhereinblog পরশু আরেকটা রাজনীতিরই গন্ধ বহন করে। আমরা হুজুগে বাংলাদেশীরা চিলের পিছে ভাগি কিন্তু কানটাকে খুজি না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩০
এম এস টি জালাল বলেছেন: সোনায় জামাত-শিবিরের পোলাপান ল্যাদাইতো কিন্তু যারা আওয়ামী বা বাম রাজনীতির সাথে তারাও ছিল আর প্রতিবাদ করতো,আজ সোনা কাল অন্যটা বন্ধ হলে আপনার আর আমার মতো অনেক ব্লগারের অনেক মূল্যবান লেখার যে লোকশান হবে সেটা ভাবাওতো দরকার। ধন্যবাদ আপনাকে।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
সজিব তৌহিদ বলেছেন: সোনা বাদ দিয়া রুপাতে আসেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৯
এম এস টি জালাল বলেছেন: রুপাতেতো আছি আর স্বাধীন মতামত তুলে ধরতে চেস্টা করছি আর কোনদিন যদি সে রুপাও বন্ধ হয়ে যায় তাহলে আরও কস্ট হবে তাই যেকোন সরকার বাক স্বাধীনতার বিরুদ্ধে গেলে আমাদের প্রতিবাদ করা ছাড়া উপায় নেই।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮
জালিমের দুশমন বলেছেন: সোনা ছিল ছাগুদের সুবর্ণভূমি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩
এম এস টি জালাল বলেছেন: তাই বলে পুরো ব্লগ সেন্টার বন্ধ করে শত লেখকের মূল্যবান লিখা নস্ট করবে যে কোন সরকার? আজ সোনা কাল রুপা>>>
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০২
মৃত্যুঞ্জয় বলেছেন: ব্লগ বন্ধ করে কি আসলে কোন লাভ হল, সামু তেও ভুরি ভুরি ছাগু আছে, ব্লগ একটা বন্ধ হলে আর একটাতে গিয়ে আইডি খুলবে, আজ সোনা বন্ধ হইছে কাল যে সামু বন্ধ হবেনা তার কি গ্যারান্টি, ব্লগ বন্ধ কি আসল সমাধান??
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭
এম এস টি জালাল বলেছেন: এটাই তো এখন প্রশ্ন
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২
মাস্টার বলেছেন: আসল কথা কি? সোনা কেনো বন্ধ হইলো!! চিলে কান নেয় নাই, সোনা নিয়া ভাগছে। বাক-স্বাধীনতা নিয়া কিছু হয়নাই, সোনার স্বাধীনতাঊ হস্তক্ষেপ করা হইছে কারন সোনায় জামাত-শিবিরের পোলাপান ল্যাদাইতো