![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালেখির অভ্যাসটা আমার সেই ছোট বেলা থেকেই। তবে লেখক বলতে যা বুঝায় আমি তা নই। লিখে লিখে এ পর্যন্ত কলমের কালিই ফুরিয়েছি কেবল, সৃষ্টিশীল কোন কিছু হয়নি আমাকে দিয়ে।
বলেছিলাম এই ব্লগে আর আসবো না। তার পরও ফিরে এলাম। আমি কি তবে বেহায়া? কি জানি! কেন এলাম? সে অনেক কাহিনী। কেন গিয়েছিলাম? মনের দূঃখে। জানতে চাইলে এখানে ক্লিক করুন।
পোষ্টের কথায় ফিরে আসি; এক অর্থে এটা আমার প্রথম পোষ্টও বলা যায়।
নীড়ে ফেরা ঐ পাখীটির মতই উড়ে গিয়েছিলাম দেশের মাটিতে।
গ্রামের বাড়িতে যাওয়ার একটা সুযোগ হয়েছিল তখন। এতগুলো মাস হয়ে গেল তার রেশ যেন লেগে আছে এখনো সারা মনে।
সূরে সূরে তাই
এখনো গাই
"আমারো দেশেরো মাটিরো গন্ধে
ভরে আছে সারা মন ............ //
আমার বাংলা মায়ের কিছু ছবি তুলেছিলাম তখন। আজ সেগুলোই আপনাদের দেখাবো।
আমি কোন আলোকচিত্রী নই। শুধু মন যেখানে উতলা হয়েছে সেখানেই ক্লিক করেছি ক্যামেরা।
এ আমার বাংলা মায়ের রূপ। খাঁদ নেই যেখানে কোন।
১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
জামাল হোসেন (সেলিম) বলেছেন: সত্যি বলছেন? আমার খুব ভালো লাগছে। এ যে আমার দেশের ছবি। ধন্যবাদ আপনাকে।
২| ১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: চমৎকার ছবির এই সিরিজ চলতে থাকুক, আছি সাথে।
১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫
জামাল হোসেন (সেলিম) বলেছেন: ধন্যবাদ সাদা মনের মানুষ। আপনার মন্তব্যে অনুপ্রানিত হলাম।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
আমাবর্ষার চাঁদ বলেছেন: অতুলনীয়.......... ছবি গুলো সুন্দর..