| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ম কারণ হচ্ছে, ভারতে নেহেরু ও ইন্দিরার মতো রাজনীতিবিদ ছিলেন; এবং ভারতের মানুষ ইংরেজদের থেকে ইউরোপিয়ান রাজনীতি শেখার সুযোগ নিয়েছে কলোনীর শেষ ৩০ বছরে। কলোনীর শেষ ৩০ বছরে, ভারতের হিন্দুরা মুসলমানদের তুলনায় ১০গুণ বেশী শিক্ষিত ছিলো ও প্রশাসনে ছিলো, তারা ইংরেজী জানতো। বৃটিশ সেনাবাহিনীতে ( ভারতে) হিন্দুরা উঁচুপদে ছিলো।
২য় কারণ হচ্ছে, ভারতীয় রাজনীতিবিদরা বিশ্ব রাজনীতি বুঝতেন; তারা পরিস্কারভাবে বুঝতেন যে, ন্যাটো ও ওয়ার্শ-প্যাক্ট ভয়নাক অস্ত্র প্রতিযোগীতার মাঝে ছিলো ও তাদের মাথাপিছু সম্পদের পরিমাণ ভারতের চেয়ে অনেক বেশী। যেকোন জোটে গেলে, তাদেরকে অস্ত্রখাতে বাজেট বাড়াতে হবে; প্রতিযোগীর বাইরে থাকার জন্য ভারত নিজকে জোট-নিরপেক্ষ হিসেবে ঘোষণা করে। পাকিস্তান ও চীন অনেক সমস্যার সৃষ্টি করলেও ভারত তার প্রতিরক্ষায় ব্যয় সংকোচ নীতি অবলম্বন করে।
নেহরু ও ইন্দিরা নিজেদের আভ্যন্তরীণ সমস্যার সমাধানে মনোযোগ দেন, নিজ দেশের কৃষি, শিল্প ও শিক্ষায় বিনিয়োগ শুরু করেন। তাঁরা আরবদেশ সমুহে, আফ্রিকায় ও পুর্ব এশিয়ায় আমেরিকা ক্যু'এর হিড়িক দেখে সতর্ক হয়ে যান ও মিলিটারী অফিসারদের বিদেশে ট্রেনিং'এ বিশ্বাস করতেন না।
বৃটিশ সরকার ১৯২০ সালে ১ম বার গণতান্ত্রিক নিয়মে নির্বাচন করে, এতে হিন্দুরা সক্রীয়ভাবে অংশ গ্রহন করে ও গণতন্ত্রের সুফল সম্পর্কে অবগত হওয়ার সুযোগ পায়। মুসলমানেরা গণতান্ত্রিক নির্বাচনসমুহে পেছনের সারিতে ছিলো ও অসহযোগ মনোভাব পোষণ করছিলো। মুসলমানেরা মুসলিম সাম্রাজ্য দখলের জন্য ইংরেজদের দায়ী করতো ও সম্ভবমতো অসযোগীতা করতো।
ভারতীয় নেতারা কখনো সোভিয়েত ব্লক কিংবা ন্যাটো থেকে কোন ধরণের ক্যাশ অনুদান গ্রহন করেনি। ফলে, আমেরিকান কিংবা সোভিয়েত "এডভাইজারেরা" ভারতে অফিস করতে পারতো না।
১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
যামিনী সুধা বলেছেন:
উহা হারায়নি; তবে, উহা থেকে সকল ক্ষমতা কেড়ে নিয়েছে।
২|
১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
এ পথের পথিক বলেছেন: দাদু আপনি ব্লগে এসেছেন দেখে খুশি হলাম দিল্লির দাসী খুনি হাসুর পক্ষ থেকে আমের মুকুলের শুভেচ্ছা ।
শুধুমাত্র শুভেচ্ছা জানাতে এসেছিলাম, আপনার আইডিতে অনেক বার এসেছিলাম একটা পোস্টে কমেন্ট করব বলে ।
যাইহোক যামিনী সুধার নামের গল্প/ইতিহাস লিখবেন আশা করছি ।
১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
যামিনী সুধা বলেছেন:
আপনারা অশিক্ষার দাস।
৩|
১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৪
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আবার নতুন আইডি? চেঙ্গিস খান কি সম্পূর্ণভাবে চলে গেল?
১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
যামিনী সুধা বলেছেন:
উহা এখনো আছে, উহার সকল ক্ষমতা কেড়ে নিয়েছে।
৪|
১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনি একজন নারী ব্লগার ও জুলভার্ন সা
হেবের পোস্ট নিয়ে বেশি ব্যস্ত না হয়ে যারা আপনার ব্লগে থাকার পক্ষে তাদের সমালোচনা করেন। বেশি বেশি আমার সমালোচনা করেন। কারণ ব্লগে কোন পক্ষই তেমন আমাকে দেখতে পারে বলে মনে হয় না। ![]()
রেস্ট ইন পিস চেংগিস খান!
১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭
যামিনী সুধা বলেছেন:
আমি ৮ম শ্রেনীতে থাকার সময়, আমাদের অন্ছলের শিক্ষিত হিন্দু পরিবারের মেয়ে ( কলকাতায় পড়ালেখা করতো ) দেশে এসেছিলো; বর্ষার কারণে দেরী হওয়ায়, সে মাঝরাতে আমাদের গ্রাম পার হচ্ছিলো; আমাকে মাঝরাতে রাস্তায় দেখে সে হতবাক! সে কলকাতা থেকে আনা মিষ্টি খুলে নিজ হাতে আমাকে দিয়েছিলো; নাম ছিলো যামিনী সুধা রায়।
৫|
১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:১০
সৈয়দ কুতুব বলেছেন: যামিনী রায় নিয়ে লেখাটা পড়লাম। ![]()
১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:১৮
যামিনী সুধা বলেছেন:
কোথায় পড়েছেন?
৬|
১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:২৮
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার ব্লগিং-এ গভীর মনোযোগ ও পাঠকের প্রতি আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। প্রায় প্রতিটি লেখাই আপনি অত্যন্ত যত্ন সহকারে পড়েন এবং গঠনমূলক মতামত দেন। তবে কখনো কখনো সমালোচনার সীমা অতিক্রম করে ব্যক্তিগত পর্যায়ে চলে যাওয়ায় কিছু পাঠক আহত বোধ করেন। এতে আপনার মূল্যবান মতামতের গ্রহণযোগ্যতা কিছুটা ক্ষুণ্ন হয়।
আপনার বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি ব্লগিং কমিউনিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—আশা করি, সমালোচনাকে আরও নির্মাণমূলক ও প্রাসঙ্গিক রাখার ক্ষেত্রে সচেতন থাকবেন। ধন্যবাদ!
১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৫২
যামিনী সুধা বলেছেন:
আমাদের ৯০ ভাগ ব্লগার গার্বেজ লেখেন ব্লগে; অন্য জাতির ৮ম শ্রেণীর বাচ্চারা আমাদের মা্ষ্টার্সদের চেয়ে উন্নত মানের লেখা দেয় মিডিয়াতে।
৭|
১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
রাইস কুকার ব্যতীত আপনি কখনো সাধারণ চুলাতে ভাত রান্না করেছেন? মাটির চুলা, কেরোসিনের চুলা, গ্যাসের চুলা ?
১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৫
যামিনী সুধা বলেছেন:
গ্যাসের চুলায় এখনো ভাত রান্না করি; তবে, আপনার প্রশ্নের থিমটা ধরার বাইরে রয়ে গেছে!
৮|
১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৪
ঠাকুরমাহমুদ বলেছেন:
ভাত রান্না করলে পাতিলের সব ভাত টিপে দেখেনা কেউ। যারা রান্না জানেন তারা পাতিলের ভাত না ধরেও জানেন ভাত হয়েছে। তারপরও কেউ কেউ চামচে দুই চারটি ভাত নিয়ে দেখেন হয়েছে কিনা? ঠিক তেমনই বাংলাদেশি হয়ে বাংলাদেশের মানুষ চেনার জন্য বারংবার বলার প্রয়োজন আছে কি জাতি হিসেবে এই জাতি কেমন?
১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:০২
যামিনী সুধা বলেছেন:
জাতির প্রোফাইল জানা হয়েছে ইতিমধ্যে; কিন্তু শিক্ষিতদের মাথায় যখন টং দোকনের রাজনীতি দেখি, তখন মন খারাপ হয়।
৯|
১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
দেশের শিক্ষিত মানুষের প্রোফাইল থেকে অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মানুষের প্রোফাইল অনেক অনেক ভালো। দেশের অধিকাংশ শিক্ষিত মানুষ চাটুকারি করে, সহজ কথায় চামচা। চামচামি বিহীন এদের জীবন বৃথা। ফেসবুকে বাংলাদেশিদের লক্ষ লক্ষ ফেসবুক গ্রুপ আছে সেইখানে প্রচুর লেখালেখি হয় যার মূল উপাদান হচ্ছে = চামচামি।
১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১:২৬
যামিনী সুধা বলেছেন:
জাতি বিশ্ব মানের শিক্ষা পায়নি; শিক্ষিতদের সঠিক কোন প্রফেশান নেই; রাজনীতি ও অর্থনীতিতে ১ পয়সার জ্ঞান নেই; বুয়েটের ইডিয়টরা হাদিসের ব্যাখ্যা করে; গত ২০ বছর সবাই প্রশ্নফাঁস করে সার্টিফিকেট পেয়েছে।
১০|
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: যামিনী সুধা আজ এখন কোথায় আছেন? কেমন আছেন? আপনার সাথে যোগাযোগ আছে?
১১|
২১ শে এপ্রিল, ২০২৫ রাত ২:৩৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনি ফেসবুকে আসুন।
আপনার পাঠকের কোন অভাব হবে না।
১২|
২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:৩৩
রানার ব্লগ বলেছেন: এই ব্লগ ধিরে ধিরে তার নিজেস্বতা হারাচ্ছে। আমি ক্ষুদ্র পাঠক। আমারি অস্থির লাগে আপনি তো বেশ পপুলার লেখক। আপনি যে এখনো টিকে আছেন এই অনেক।
ভারতীয়রা তারা তাদের রাস্ট্রিয় উন্নয়নে যেমন মনোযোগী ঠিক একই ভাবে তারা আন্তর্জাতিক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি তিক্ষ নজর রাখে। একটু যদি নজর বুলান বিশ্বের সকল শক্তিধর রাস্ট্রের সিধান্ত মেকিং এর জায়গায় কোন না কোন ভারতীয় থাকবেই। এটাই পার্থক্য ওদের সাথে আমাদের।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
আঁধারের যুবরাজ বলেছেন: অন্য নিকটিকি আবারো হারালেন ?