| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারণ, আমেরিকা ও দেশের সেনাবাহিনী দেশের মিডিয়াগুলোকে কিনে নিয়ে, প্রচার করে যে, দেশে জাতীয়তাবাদী গণতান্ত্রিক বিপ্লব হয়েছে, জাতিকে ভারতের হাত থেকে উদ্ধার করা হয়েছে।
২য় বিশ্বযুদ্ধের পর, ৩য় বিশ্বের অনেক দেশে সামরিক ক্যু হয়েছে আমেরিকার ইচ্ছায়; কিন্তু বেশীরভাগ দেশের মানুষ রাজননৈতিক জ্ঞানের অভাবে ইহাকে বুঝতে সক্ষম হয়নি; অধিকন্তু, প্রায় সবদেশের মিলিটারী ক্যু'গুলোকে "বিপ্লব" বলে চালিয়ে দিয়েছে আমেরিকা।
পাকিস্তানে ১ম ক্যু হয়েছিলো ১৯৫৮ সালে; সেই ক্যু'এর হোতা ছিলো আমেরিকা; আমেরিকা দেশের সেনাপ্রধান, আইয়ুবকে দিয়ে ক্যু'ঘটায়; ক্যু'এর আগে কিছু সময়ের জন্য মিডিয়াতে দেশের কেন্দ্রীয় ও ২ প্রাদেশিক সরকারের প্রশাসনে ভয়ানক বিশৃখলার খবর বের হচ্ছিলো; একই সময় প্রচার করছিলো যে, ভারত আজাদ কাশ্মীর দখলের জন্য সৈন্য জড়ো করেছে সীমান্ত; পাকিস্তানের সরকার ইহার জন্য প্রস্তত নয় কোনভাবে।
আসলে, ঘটনা ছিলো: কেন্দ্রে ও প্রাদেশিক সরকারে মুসলিম লীগ সুবিধা করতে পারছিলো না। মুসলিম লীগের তরফ থেকে বালা হচ্ছিল যে, জাতির এই খারাপ সময়ে, একামত্র মিলিটারী জাতিকে রক্ষা করতে পারবে। আসলে, জাতির সমস্যা ছিলো দারিদ্রতা।
এইসব প্রচারের ২/১ সপ্তাহের মাঝেই দেশে "বিপ্লব" হলো; দেশে সামরিক আইন জারী করলো আইয়ুব খান ও জাতির উদ্দেশ্য বক্তব্য রাখলো রেডিওতে, দেশে ন্যায় ও গণতন্ত্র প্রটিষ্ঠার জন্য দেশ-প্রেমিক জোয়ানরা দেশ চালনার ভার নিয়েছে, জোয়ানরা ভারতকে উচিত শিক্ষা দিবে।
তখন রেডিও ছিলো চট্টগ্রামে ফজলুল কাদের চৌধুরীর বাড়িতে ও খুলনাতে সবুর খানের বাড়ীতে; ফলে দেশবাসী ২ সপ্তাহ অবধি খবরও পায়নি; কিন্তু গাড়ীতে গাড়ীতে মিলিটারী এসে শহরে, গন্জে মানুষকে নিয়মশৃংখলা শিখাতে লাগলো; মানুষকে লাঠি দিয়ে গুতা টুতাও দিচ্ছিলো; মানুষ ইহাতে বেজার হয়নি, বরং আনন্দিত হচ্ছিলো।
পরপর কয়েকদিন পত্রিকায় আইয়ুব খানে ছবি এলো; জেনারেলের ছবি দেখে পুর্ব পাকিস্তানের ৬০ ভাগ মানুষ জেনারেলের ভক্ত হয়ে গেলো; সবাই হাঁফ ছেড়ে বাঁছলেন যে, ভারত কোনভাবেই আর কাশ্মীর দখলের সাহস দেখাবে না; কাশ্মীরের ভাইয়েরা নিরাপদ।
১৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:০৫
যামিনী সুধা বলেছেন:
আমার কিশোর বেলায়, আমাদের অন্চলের ১টি মেয়ে, নাম যামিনী সুধা রায়, কলকাতায় পড়ালেখা করতো; এক বর্ষায় সে দেশে এসেছিলো; তাকে পালকিতে করে নেয়া হচ্ছিল; তখন মাঝ রাত, আমি রাস্তায় হাঁটতে বের হয়েছিলাম গ্রাম্য রাস্তায়; মাঝ রাতে সে আমাকে একা হাঁটতে দেখে অবাক হয়েছিলো। তার সাথে মিষ্টি ছিলো; সে আমাকে মিষ্টি দিয়েছিলো অনেকগুলো। তার নামটি আমার কাছে খুবই সুন্দর মনে হয়।
২|
১৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫২
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: বাংলাদেশের ইতিহাসে "বিপ্লব" ও "অভ্যুত্থান" শব্দদুটিকে প্রায়ই গুলিয়ে ফেলা হয়, বা রাজনৈতিক স্বার্থে ইচ্ছাকৃতভাবে অপব্যবহার করা হয়। বিপ্লব হলো গণআন্দোলনের মাধ্যমে ব্যবস্থার মৌলিক পরিবর্তন, যেমন ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান, বা ’৭১-এর মুক্তিযুদ্ধ। অন্যদিকে, অভ্যুত্থান হলো ক্ষমতাসীন গোষ্ঠীর হঠাৎ ক্ষমতা দখল—যেমন ’৭৫-এর ১৫ আগস্টের রক্তাক্ত পটপরিবর্তন, যা কখনোই বিপ্লব নয়।
২০২৪-এর আন্দোলনে যদি শেখ হাসিনার পতন হয়, সেটি বিপ্লব হবে কিনা তা নির্ভর করবে পরিবর্তনের গভীরতা ও জনসমর্থনের ওপর। শুধু সরকারের পতন বা নেতার পলায়নকে বিপ্লব বলা যাবে না, যদি না তা সমাজ-রাষ্ট্রের কাঠামোগত রূপান্তর আনে। দুঃখজনকভাবে, বাংলাদেশে ক্ষমতাধররা প্রায়ই "ক্যু" বা "অভ্যুত্থান"কে "বিপ্লব" বলে চালিয়ে দেন—এটি ইতিহাসের বিকৃতি এবং জনগণের রাজনৈতিক সচেতনতাকে ধোঁকা দেওয়ার কৌশল মাত্র।
১৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৮:১২
যামিনী সুধা বলেছেন:
শেখ হাসিনা'র সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আমােরিকান দুতাবাস আমাদের সেনাবাহিনীর দ্বারা সামরিক ক্যু করায়েছে; মাঠ দখলের জন্য দুতাবাস শিবিরকে ভাড়াটে হিসেবে খাটায়েছে। মনে হয়, আমেরিকা ও ড: ইউনুস একসাথে ইহা চেয়েছিলো। ইহা বেশ বর্নাঢ্য ডিজাইন করে করা হয়েছিলো।
৩|
১৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:২১
নতুন নকিব বলেছেন:
মানুষের সাথে অপ্রয়োজনীয় ঝগড়া বিবাদ করে একের পর এক আইডিগুলো হারালেন। খুবই দুঃখজনক।
১৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৩৬
যামিনী সুধা বলেছেন:
আপনাদের ভাবনাচিন্তা সঠিক নয়।
৪|
১৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫২
নতুন নকিব বলেছেন:
আপনার ভাবনা সঠিক তো? কাউকেই আপনি সম্মান দেওয়ার প্রয়োজন মনে করেন না। সাধারণ ব্লগারদের কথা তো বলাই বাহুল্য, এমনকি আপনি ব্লগ মডারেটরের সাথে পর্যন্তু বাগাড়াম্বরে লিপ্ত হয়েছেন।
জলে নেমে কুমিরের সাথে লড়াই করা বোকামি। লুকিয়ে লুকিয়ে কত আইডি বানাবেন? মডারেটরের চোখ ফাঁকি দিয়ে ব্লগিং করা যায় না - এটাও বুঝতে পারেন না?
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৫
যামিনী সুধা বলেছেন:
আমি ব্লগার, ব্লগিং করছি; আপনি ব্লগার নন।
৫|
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৭
রাজীব নুর বলেছেন: আপনাকে স্বাগতম। সাথে পাছি। জয় বাংলা।
৬|
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৪
যামিনী সুধা বলেছেন:
ধন্যবাদ।
ব্লগে স্বাধীনতাকামীদের পক্ষের লোকজন নেই বললেই চলে।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫১
এ পথের পথিক বলেছেন: যাইহোক ক্যু গুলো যে আপনি উপলব্ধি করেছেন এবং আমাদের মাঝে তার বিবরন বিলাচ্ছে এর জন্য শুভেচ্ছা ।
আপনার কি মনে হয় আমারা পাকিস্তানের পুর্বের হিস্যা আদায় করতে পারব ?
যামিনী সুধা এ নামের বিশেষত্ব কি ?