| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি কি শেরে বাংলা, মওলানা, শেখ, মতিয়া চৌধুরীর মতো বাংগালী হতে চান, নাকি গোলাম আজম, নিজামী, ফজলুল কাদের চৌধুরীর মতো হতে চান? জিয়া বা এরশাদের মতো হলে কেমন হয়? আপনি কি বাংগালী হয়ে থাকতে চান, নাকি ইংরেজ, আমেরিকান কিংবা আরবদের মতো হতে চান?
বাংলাদেশে জন্ম নিয়েছেন, সুন্দর বাংগালী হোন; নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, সুন্দর ভাবনা ভাবুন; জাতির জন্য কাজ করুন। দেখেন বিশ্বের অন্য জাতিগুলো কিভাবে সুন্দর আছে, ভালো করছে! নরওয়ে, কানাডা নিজেরা ভালো আছে ও অন্য জাতিকে ভালো থাকতে সাহায্য করছে।
আপনারা নিশ্চয় হুতির মতো, বা হামাসের মতো বুদ্ধিমান হতে চান না! বাংগালীরা কোন দিক থেকে ওদের মতো নয়; আমরা পাকিস্তানীদের মতোও নই; আমরা আমাদের মতো। আপনি জাতীয় ঐক্যে বিশ্বাস করেন, নাকি জাতির একাংশকে ঘৃণা করেন? যদি জাতিকে ভালোবাসেন, আপনি সুখী হবেন, জাতির মানুষকে ঘৃণা করলে ও জাতির ক্ষতি করলে, আপনার ও জাতির অবস্হা পাকিস্তান, ইয়েমেনর মতো হয়ে যাবে।
যারা জ্ঞানী জাতি, তারা ভালো আছে ও অন্যদের সাহায্য করছে; ইয়েমেন ভালো নেই, অন্যদের সাহায্য করছে না। ইয়েমেন লোকেরা নিজেদের বাচ্চাদের জন্য ঔষধ বানাতে জানে না; কিন্তু রকেট বানাতে পারে। ওগুলো দুষ্ট জাতি। আমাদেরক মনে রাখতে হবে যে, আমরা বাংগালী, আমাদেরকে শেরে বাংলার মতো হতে হবে, আমরা ওসমার কেহ নই।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৬
যামিনী সুধা বলেছেন:
আপনি কি উনার সম্পর্কে সঠিকভাবে জানেন? উনি আসলে ব্রাদারহুদের তাত্বিক; মিশরের জ্ঞানী মানু,ষ গামায়েল নাসেরের পতন মুলে উনার অবদান আছে; উনার কারণেই মিশর মিলিটারীর হাতে চলে গেছে।
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৯
যামিনী সুধা বলেছেন:
সাংস্কৃতিকভাবে তো আপনি আরব নন; আরবরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলাতে পারছে না জ্ঞানের অভাবে; ওরা ধর্মকে শাসনতন্ত্রের স্হানে নিয়ে এসেছে।
১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৪
যামিনী সুধা বলেছেন:
আপনি কি চান যে, কুরান আমাদের শাসনতন্ত্র হোক?
২|
১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:২৫
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার জন্য মানুষের যুদ্ধ করতে হয়। ছোট দেশ। মানুষ বেশি। মানুষ গুলো ভালো শিক্ষা পায় না। পরিবেশ পায় না। অভাবী দুঃখী।
১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
যামিনী সুধা বলেছেন:
১৯৭২ সালে এসবের সমাধান শুরু করলে, আজকে এই অবস্হা হতো না।
জিয়া এসে জাতিকে পাকিস্তান বানিয়ে দিয়ে গেছে; আমরা পাকিস্তানীদের মতোই আছি।
৩|
১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:২৭
রাজীব নুর বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আমি সৈয়দ কুতুবের মতো হতে চাই !
সৈয়দ কুতুবকে ধর্মীয় কারণে হত্যা করা হয়।
ধর্মীয় গোঁড়ামি মানুষের জন্য ক্ষতিকর।
১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩১
যামিনী সুধা বলেছেন:
উনি মুসলিম ব্রাদাহুড, গামায়েল নাসের ও মিশরের সেনাবাহিনীর ব্যাপারে পরিস্কার নন, মনে হয়
৪|
১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩১
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের মতো নানা মতের দেশে গণতন্ত্র ঠিক ছিলো। কিন্তু আমার ব্যক্তিগত ভাবে মনে হচ্ছে চায়নার মতো ওয়ান পার্টি সিস্টেম থাকা উচিত। আমরা হুজুগে বাঙালি ! মিডিয়া ও সোশ্যাল প্লাটফর্ম অবাধে ব্যবহার আমাদের দেশে চালু থাকা উচিত নয়। আরো ভালো হতো নিজেদের প্রযুক্তি ব্যবহার করতে পারলে। বাংলাদেশের মানুষ ঠিক গণতান্ত্রিক ব্যবস্থা বুঝে বলে মনে হয় না।
তবে শেখ হাসিনার মতো বাকশাল ২.০ চালু হউক তা চাই না।
১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৩
যামিনী সুধা বলেছেন:
চীনাদের থেকে ভালো করার জন্য চেষ্টা শুরু করেছিলেন শেখ সাহেব, "বাকশাল" করেছিলেন সেজন্য; কিন্তু আমেরিকা উনাকে হত্যা করলো।
৫|
১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩২
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের ছেলেমেয়ে গুলো মহান মানুষদের মতো হতে চায় না। তারা চায় ইন্ডিয়ান নায়ক নায়িকাদের মতো হতে। এই প্রজন্ম ইন্ডিয়ান নায়ক নায়িকাদের মতো জামা কাপড় পরে। হাটা চলা করে। নিজস্ব স্বকিয়তা নেই। ব্যাক্তিত্ব নেই। এই প্রজন্মের সব কিছুই ধার করা।
১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৫
যামিনী সুধা বলেছেন:
অশিক্ষা ও জ্ঞানহীনতা আমাদের তরুণদের অপদার্থে পরিণত করেছে
৬|
১৮ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
সৈয়দ কুতুব বলেছেন: রাজীব নুর@আপনাকে আমার শেখ হাসিনার গোয়েবলস মনে হয়। আপনি শেখ হাসিনার খারাপ কাজকেও এমন পজেটিভ ভাবে বর্ণনা করেন যেন মনে হয় খারাপ কাজের পিছনে ভালো উদ্দেশ্য ছিলো।
সৈয়দ কুতুব কে ছিলেন ভালোভাবে জানি। সেজন্য তাকে নিয়ে লেখার প্রয়োজন অনুভব করি না।
৭|
১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:১৪
এ পথের পথিক বলেছেন: লেখক বলেছেন: আপনি কি চান যে, কুরান আমাদের শাসনতন্ত্র হোক?
পোস্টকারী কুতুব সাহেব কে প্রশ্ন করেছে, আশা করছি উত্তর দিবেন আমার ও জানার ইচ্ছা ।
১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৪০
যামিনী সুধা বলেছেন:
কোরান ধর্মীয় পুস্তক, শাসনতন্ত্র হচ্ছে আইনের রূপরেখা
৮|
১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:১৭
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: জাতিগত প্রোফাইল শক্তিশালী করার পাশাপাশি আত্মমর্যাদাবোধ জাগ্রত করা জরুরি—শুরুটা হোক নিজের চিন্তা ও আচরণে।
১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:০০
যামিনী সুধা বলেছেন:
এবারের ক্যু আমাদের জাতীয় প্রোফাইলকে আরোনীচে নিয়ে গেছে; লাইন অব ক্রেডিট থাকার পরও কিস্তির ঋণ পাচ্ছে না।
৯|
১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:২৩
কামাল১৮ বলেছেন: আমি মানুষের মতো মানুষ হতে চাই।জাতিয় বা ধর্মীয় পরিচয় আমার কাছে আসল না।তথ্য প্রমান যুক্তি দিয়ে চিন্তা করতে চাই।অন্ধ বিশ্বাস আমার কাছে মুল্যহীন।
গ্রেট ক্যালকাটা কিলিংয়ে শেরে বাংলার অংশগ্রহন ছিলো।তিনি তখন কলকাতার মেয়র ছিলেন।
১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:০৮
যামিনী সুধা বলেছেন:
সব জাতীর কিছু জ্ঞানী মানুষ সুন্দর জীবনের উদাহরণ হিসেবে থাকেন; সেইদিক থেকে শেরে বাংলা, মওলানা, শেখ, প্রমুখ উল্লাখযোগ্য।
১০|
১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: এ পথের পথিক@এই উত্তর তো আমার লেখা পড়েই বোঝার কথা। সরাসরি ব্যাখ্যা করে কেন বলতে হবে?
১১|
১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ৯:০৬
এ পথের পথিক বলেছেন: কুতুব সাহেব জিজ্ঞেস করেছি কারন সরাসরি না বললে ধারনা করে কিছু লিখতে চাচ্ছিলাম না তাই।
উল্লেখিত সংযুক্ত লিঙ্কটা পড়ে দেখবেন, বিশেষ করে ৪,৫ নাম্বার পয়েন্ট ঈমান বিধ্বংসী দশটি কারণ ।
এক মুসলিম ভাই হিশেবে আপনাকে সামান্য কিছু ইসলামের বানী পৌছে দিলাম এই আরকি ।
অন্য কথা বলার ইচ্ছা নাই ।
১২|
১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১০:৫৭
এ পথের পথিক বলেছেন: লেখক আমার মন্তব্যের উত্তরে লিখেছেনঃ "কোরান ধর্মীয় পুস্তক, শাসনতন্ত্র হচ্ছে আইনের রূপরেখা" ।
আপনার কথার প্রমান দিন কুরআনের কোন আয়াত দিয়ে অথবা মুতাওয়াতির পর্যায়ের কোন হাদিস থেকে যে কুরআন ধর্মীয় পুস্তক ।
১৮ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:০৫
যামিনী সুধা বলেছেন:
কোরানের সুরাহগুলো ধর্মীয় বাণী, ধর্মের অংশ; হাদিস হচ্ছে ( যদি আসলে থাকে ) নবীর কথা। কোরানের কোন সুরাহ আইন নয়, বা আইনের রূপরেখা নয়।
১৩|
১৯ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:৩২
এ পথের পথিক বলেছেন: পোস্টকারী আমার মন্তব্যের উত্তর দিয়েছেনঃ "কোরানের সুরাহগুলো ধর্মীয় বাণী, ধর্মের অংশ; হাদিস হচ্ছে ( যদি আসলে থাকে ) নবীর কথা। কোরানের কোন সুরাহ আইন নয়, বা আইনের রূপরেখা নয়।" আপনাকে আবারও বলছি আপনার কথার প্রেক্ষিতে দলিল পেশ করুন, অন্যথায় ইসলাম সম্পর্কে লেখালেখি বাদ দিয়ে ইসলাম নিয়ে পড়াশোনায় ব্যস্ত থাকুন ।
বস্তাপচা অচল গণতন্ত্রের গোলামী করে এখনকার মানুষজন ভবে ইসলাম শুধু ধর্ম, অথচ ইসলামি খেলাফত ১৯২৪ সাল পর্যন্ত চালু ছিল সেই রাসুল সাঃ এর যুগ থেকে নিয়ে । আর খেলাফত ব্যবস্থা চলে কুরআনের আইন দিয়ে (শাসক নিয়ে বিতর্ক আছে ) । তন্ত্র মন্ত্র নব্য আবিস্কার যার অতীত নাই ভবিষ্যৎ ও যার মুল উদ্দেশ্য হল পৃথিবীতে খুনোখুনি, যুদ্ধ বাধিয়ে রাখা ।
পড়ার জন্য একটি খুবই ছোট বইয়ের লিঙ্ক দিলাম জানি পড়বেন না তারপরও দিয়ে রাখলাম যদি বোধদয় হয় পড়ে দেখবেনঃ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বযবস্থা
১৯ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫০
যামিনী সুধা বলেছেন:
খেলাফত ও অন্যান্য সামন্তবাদী শাসন এখন অচল; এখন মানুষের লব্ধ জ্ঞানের লেভেল অনেক উঁচু।
১৪|
১৯ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:৪৪
এ পথের পথিক বলেছেন: ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট থেকে লিঙ্ক নিয়ে আসলে এই একটা সমস্যা লিঙ্ক সামুতে যুক্ত করার পর কাজ করে না, আপনি 'ইসলাম পুর্নাঙ্গ জীবন ব্যবস্থা' লিখে সার্চ করে আর্টিকেল বা পিডিএফ পড়তে পারেন । এ সম্পর্কে আরো পড়তে মাকতাবা শামেলা ওয়েব সাইটে যেতে পারেন ।
১৯ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫৮
যামিনী সুধা বলেছেন:
ইসলাম ও অন্য সকল ধর্মই পুর্ণাংগ জীবন ব্যবস্হা; কিন্তু আজকের জন্য নয়, মধ্য ও আদিযুগের মানুষের জন্য।
১৫|
১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
নিমো বলেছেন: লেখক বলেছেন:ইসলাম ও অন্য সকল ধর্মই পুর্ণাংগ জীবন ব্যবস্হা; কিন্তু আজকের জন্য নয়, মধ্য ও আদিযুগের মানুষের জন্য।
হা!-হা!
এভাবে সত্য বলতে হয় না।
১৬|
১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৭
কামাল১৮ বলেছেন: ধর্মই মানুষকে অমানুষ বানিয়েছে এবং ধর্মের কারনেই পৃথিবীতে মানুষ নিহিত হথেছে বেশি।ধর্মের আফিম খেয়ে মানুষ অমানুষে পরিনত হয়।ধর্মই মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে।এক জন আরেক জনকে ঘৃনা করতে শিখায়।
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: আনি সৈয়দ কুতুবের মতো হতে চাই !