| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আওয়ামী লীগের ৩০০ এমপি'র মাঝে ১ জন ব্যতিত বাকীরা পালিয়ে গেছে; সামান্য কয়েকজন ধরা পড়েছে। যারা পালিয়ে গেছে, তারা এমপি হওয়ার মতো যোগ্য ছিলো না; যোগ্য হয়ে থাকলে পালিয়ে গেলো কেন?
আগামীতে ভোট হলে, কোন না কোনভাবে ৩০০ জন এমপি হবে; কিন্তু পুরোদেশে কোন দলে এমপি হওয়ার মতো যোগ্য কোন লোক নেই। আপনারা মনে রাখুন, আগামীতে যারা এমপি হবে, এরা সবাই পলাতক আওয়ামীদের মতো মানুষ হবে, কিংবা ওদের চেয়ে অধম লোকজন এমপি হবে।
আমাদের ৩০ জন ব্লগারের মাঝে কেহ জানেন কিনা, ১ জন এমপি'র দা্যিত্ব কি?
১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০০
যামিনী সুধা বলেছেন:
লিখুন।
বাকশাল নিয়ে লিখতে হলে, স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক অস্হা সম্পর্কে সম্যাক ধারণা থাকার দরকার।
২|
১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩৫
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: বাংলাদেশের সংবিধান অনুযায়ী একজন এমপির মূল দায়িত্ব হলো আইন প্রণয়ন, সরকারের কাজে তদারকি, জনগণের স্বার্থ রক্ষা এবং সংবিধানের প্রতি আনুগত্য বজায় রাখা। সংসদীয় গণতন্ত্রে এমপিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, এমপি হওয়ার জন্য বড় দলগুলোর নেতৃত্বের অভাব নেই—বরং নেতার সংখ্যা বেশি হওয়ায় প্রতিযোগিতাও তীব্র। নমিনেশন টিকিট পাওয়ার জন্য কত ধরনের লড়াই হয়, তা আমরা মাঝে মধ্যেই সংবাদমাধ্যমে দেখতে পাই। ভবিষ্যতে হয়তো টিকেট বিক্রির খবরও আরও স্পষ্টভাবে জানা যাবে।
১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
যামিনী সুধা বলেছেন:
কোন দলের লোক কিংবা বাংলাদেশের কোন নাগরিককে আপনি জানেন, যিনি এমপি হওয়ার যোগ্য? গত ৫৫ বছরে কোন এমপি, দরকারী ১টি বিল আনতে পেরেছিলো কিনা?
৩|
১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৩
এ পথের পথিক বলেছেন: দারুন লিখেছেন । ব্লগে আসার পর এই প্রথম আপনার কোন পোস্টের সাথে আমি সহমত পোষন করলাম । ধন্যবাদ ।
১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২১
যামিনী সুধা বলেছেন:
আমার পোষ্ট পড়লে আপনি ১ জন আধুনিক নাগরিকে পরিণত হওয়ার সম্ভাবনা আছে।
৪|
১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
সৈয়দ কুতুব বলেছেন: এ পথের পথিকের কথায় খুশি হইয়েন না। তিনি খিলাফত পন্থী ।
১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২৩
যামিনী সুধা বলেছেন:
সামন্তবাদী রাজা/সুলতানরা দেশ চালাতো নিজের মণ মতো; সেগুলোকে মুসলমানরা নাম দিয়েছিলো খিলাফত; সেই সময়ের অবসান হয়েছে।
৫|
১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭
এ পথের পথিক বলেছেন: কুতুব বাঈ শুধু আপনিই বুঝলেন আর কেউ বুঝলনা সবাই জামাত জামাত বলে গালি দেয়, অথচ জামাত গণতন্ত্রের গোলামী করে । শুধু জামাত না খেলাফত মজলিস, চরমনাই, ইনসাফ পার্টি বা এমন অনেক দল ।
১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২৫
যামিনী সুধা বলেছেন:
আধুনিক মানুষ গণতন্ত্র কিংবা সমাজতন্ত্রের অনুসারী; সামান্য পরিমাণ সীমিত রাজতন্ত্র এখনো আছে বিশ্বে।
৬|
১৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭
সৈয়দ কুতুব বলেছেন: এ পথের পথিক@আপনার পছন্দের কোনো দল আছে ? আপনার কি খিলাফত লাগবে নাকি ইরানের মতো হলেও চলবে?
৭|
১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:১১
এ পথের পথিক বলেছেন: মুক্তির এক ইসলামী খেলাফত । ইরান তো শিয়া মতবাদ, ভ্রান্ত ।
১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২৬
যামিনী সুধা বলেছেন:
অন্ধমানবতার ১ পথ, রাজতন্ত্র ও খিলাফত।
৮|
১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২৪
কামাল১৮ বলেছেন: আমাদের সামাজিক অবস্থা খুবই খারাপ।হাজার বছরের ইতিহাসে শেখ মুজিব আমাদের স্বাধীনতার স্বাদ দিয়েছেন।আমরা তাকে হত্যা করেছি।সেই জাতির লোক এমপি হওয়ার যোগ্য হয় কি করে।সেই হত্যার দিন রাজকিয় ভাবে জন্মদিন পালন করি।এর থেকে খারাপ কাজ কোন জাতি করে না।
১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২৯
যামিনী সুধা বলেছেন:
শেখকে আমরা হত্যা করিনি, উনাকে হত্যা করেছে আমেরিকা; এই কাজে তারা আমাদের সেনাবাহিনী ও স্বাধীনতা-বিরোধীদের ব্যবহার করেছিলো। বেগম জিয়ার মগজ ছিলো না।
৯|
১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৫০
সৈয়দ কুতুব বলেছেন: বাকশাল গঠনে ভারত হ্যাপী ছিলো ? তারা কি চিন্তিত ছিলো না তাদের নকশাল নিয়ে ? সোভিয়েত ব্লকে চলে গিয়ে যদি উন্নতি করতে পারতো তাহলে ভারতের রাজ্যগুলোর উপর এর প্রভাব পড়তো না ? শেখ আস্তে আস্তে ভারত ঘেষা পররাষ্ট্রনীতি থেকে বের হয় স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণে আগ্রহ দেখাচ্ছিলো বিধায় ভারত হয়তো খুশি ছিলো না মনে মনে ? শেখের মৃত্যুর পর তাই ভারত বেশি উচ্চবাক্য করেনি । কারণ তাদের লাভ ছিলো এতে। শেখ হাসিনা কে ট্রেনিং দিয়ে পাঠিয়েছে দেশে যাতে ক্ষমতায় গিয়ে ভারত ঘেষা পররাষ্ট্রনীতি তিনি প্রণয়ন করেন। এবারের পতনের আগেও সেইম ঘটনা দেখলাম৷ বেশি ভারতঘেষা তাই চীনে গিয়ে অপমানিত হলো।
এই ষড়যন্ত্র তত্ত্ব কেমন ফিট খায়? ![]()
১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২২
যামিনী সুধা বলেছেন:
আপনি শুনে শুনে অনেক কিছু লিখার চেষ্টা করছেন; ফলে বলছেন যে, শেখের পররাষ্টনীতি ভারতমুখী ছিলো। তখন বাংলাদেশ এত দরিদ্র ছিলো যে, পররাষ্ট্রনীতি ছিলো সবাইকে সালাম জানিয়ে কিছু অনুদান চাওয়া।
শেখ সাহেব যেই ধরণের সীমি্ত সোস্যালিষ্ট অর্থনীতির কথা বলছিলেন, ইন্দিরা সেটাকে পছন্দ করতেন। ইণ্দিরার সাথে সোভিয়েতের ভালো সম্পর্ক ছিলো। পশ্চিম বাংলা ও ক্যারালায় সোভি্যেত ধরণের সোস্যালিষ্টরা ছিলো। ইন্দিরা ভীত ছিলেন চীনপন্হীদের নিয়ে; নক্সাল ছিলো চীনপন্হিদের একাংশ।
১০|
১৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: শুনে শুনে না পড়ে পড়ে ! এসব ভিতরের কথা আমার জেনারেশন তো বাদ দেন আরো সিনিয়র জেনারেশনও জানে না। আপনার বলা ঘটনার সাথে ভেরিফাই করলাম।
শেখ হত্যার পরদিন যখন জানাজানি হলো ভারতের কি রিয়াকশন ছিলো ?
ধন্যবাদ উত্তর দেয়ার জন্য। নেহেরু সোশ্যালিস্ট মানসিকতার ছিলো ইহা পড়েছি। ৭৫-২৪ যদি বাকশালীয় কায়দায় চলতো আমার কেন জানি মনে হচ্ছে ভারত পছন্দ করতো না। আমি ইহাকে অতীত-বর্তমানের সাথে ফিট করানোর চেষ্টা করছি। আমাদের খুব উন্নতি হউক ভারত ইহা চায় বলে মনে হচ্ছে না। ইন্দিরা পলিটিশিয়ান ছিলেন । শেখ হাসিনা কে বিনা কারণে ভারত আগেও আশ্রয় দেয়নি এখনো কারণ আছে নিশ্চয়ই ! খালি ইন্দিরার সম্মানে মনে হচ্ছে না। ![]()
২০ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:১৫
যামিনী সুধা বলেছেন:
ইন্দিরা শেখ হাসিনাকে ট্রেনিং দিয়েছিলো মুলত বাংলাদেশেকে মিলিটারীদের খপ্পর থেকে মুক্ত করার জন্য; সাথে সাথে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করার জন্য।
ইন্দিরা বা ভারত উন্নত বাংলাদেশ দেখতে চাহে না, এটা আপনার ভুল ধারণা; আপনি ইন্দিরাকে দেখেৈ, উনার বক্তব্য শোনেননি; ১ জন ভারতীয় ও বাংলীর মাঝে অনক পার্থক্য আছে।
১১|
২০ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:০৫
আঁধারের যুবরাজ বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: শেখ হাসিনা কে ট্রেনিং দিয়ে পাঠিয়েছে দেশে যাতে ক্ষমতায় গিয়ে ভারত ঘেষা পররাষ্ট্রনীতি তিনি প্রণয়ন করেন। এবারের পতনের আগেও সেইম ঘটনা দেখলাম৷ ![]()
২০ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:১৮
যামিনী সুধা বলেছেন:
ইন্দিরা সম্পর্কে বাংগালীদের ধারণা বাংগালী মননের মতো; উনি আসলে বাংগালীদের মতো মানুষ ছিলেন না। আমি আগরতলায় (১৯৭১ ) উনার বক্তব্য শুনেছিলাম; বাংলাদেশে এই রকম মহৎ মানুষজন কখনো ছিলো না।
১২|
২০ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:২৪
সৈয়দ কুতুব বলেছেন: ভারতের আচরণ সবসময় বড়ো দাদা সুলভ ! আসলে সে আমলে টাইম ট্রাভেল করে চলে যেতে পারলে ভালো হতো। ইন্দিরা পলিটিসিয়ান। ভারতের বিরুদ্ধে ক্ষোভ এক পাশে রেখে নিরপেক্ষভাবে চিন্তা করলেও বাংলাদেশ স্বাধীন হলে ভারতেরই লাভ বেশি ছিলো । দুই পাশে খতরনাক প্রতিবেশি কেহ চায় না। সেটা বাদ দিলাম।
শেখ হাসিনাকে ট্রেনিং দেয়া হয়েছিলো যাতে ধর্মীয় চরমপন্থীদের প্রতিরোধ করতে। মিলিটারির ব্যাপারে হয়তো ভেবেছিলো যে পাকিদের মতো হয়ে যায় কিনা !
শেখের মৃত্যুর পরেরদিন ভারত কি কি করেছিলো মিত্র হিসাবে ?
২০ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:৩৫
যামিনী সুধা বলেছেন:
আমার ধারণা, আপনার ভাবনাশক্তি সমস্যা আছে; আপনি ইন্দিরা সম্পর্কে যেই ধরণের কথা বলছেন, আপনি কোনকিছু সঠিকভাবে ভাবতে পারেন বলে আমার মনে হচ্ছে না।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৯
সৈয়দ কুতুব বলেছেন: আমার খুব ইচ্ছা বাকশাল- ভারত- চীন- আম্রিকা নিয়ে একটা ষড়যন্ত্র তত্ত্ব লেখা। সত্যমিথ্যা তো জানি না তবে লিখলে অনেকের হিউজ মেজাজ খারাপ হবে। লেখা পড়ার পর আমার সমালোচনা করে একটা পোস্ট দিয়েন। সবাই খুব খুশি হবে আপনার উপর!