নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যামিনী সুধা

যামিনী সুধা › বিস্তারিত পোস্টঃ

ব্লগে নারীর অধিকার নিয়ে যখন পোষ্ট আসে

২১ শে এপ্রিল, ২০২৫ ভোর ৫:০৪



তখন ৮০ ভাগ ব্লগার ইসলামিক স্কলারে পরিণত হয়ে যান। নারীর অধিকার নিয়েে আলোচনার সময় এরা আমাদের সংবিধানকে টানে না, ইসলামকে টানে।

ছবির এই নারী সমাজ থেকে কি কি নারী-অধিকার চেয়েছিলেন?

আপনি আপনার খালা, ফুফু, চাচীকে সুখী নারী হিসেবে দেখেছেন, নাকি আপনার এসব আত্মীয়কে কষ্টকর জীবন যাপন করতে দেখেছেন? আমার গ্রামের কোন নারীকে আমি ঠিক সুখী হতে দেখিনি।

মুসলিম সমাজে নারী সবচেয়ে সুখী হওয়ার কথা; কারণ, ইসলাম নাকি নারীকে সবচেয়ে বেশী সন্মান দিয়েছে! ইসলামের জন্মস্হান কোথায়? আরবে! আরবে, আজকে নারীদের অবস্হা কি? কতগুলো দেশ আরবে নারী-শ্রমিক পাঠানো বন্ধ করেছে: কেন বন্ধ করেছে? কারণ, অনেক জাতি এখন ইসলামের দেয়া "বেশী সন্মান" চাহে না।

বাংলাদেশে নাগরিকের অধিকার কোন বইতে লেখা হয়েছে রাষ্ট্রীয়ভাবে? নিশ্চয় সংবিধানে! তা'হলে নারীর অধিকারের কথা উঠলে ইসলাম'এর কথা আসে কেন? নারী কি নাগরিক নন? নারী ও পুরুস, উভয়েই নাগরিক; ফলে, উভয়ের অধিকার সমান। ইসলামের দেয়া "সর্বাধিক সন্মানের" কোন দরকার আছে কি? বাংলাদেশের নারীকে যাতে আরবে শ্রমিক হিসেবে যেতে না'হয়; ইহা হলো নারীদের জন্য ইসলামের সবয়েছে সন্মানিত অধিকার।






মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:৫৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


এই সমাজে নারীকে মানুষ হিসাবে না দেখে নারী হিসাবে দেখা হয়।

২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫১

যামিনী সুধা বলেছেন:



আরব ও মধ্য এশিয়ায় নারী সব সময় সাংসারিক সম্পদ।

২| ২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:২২

অগ্নিবাবা বলেছেন: এই ব্লগ এখন ইসলামী জলসায় পরিনত হয়েছে, একটা সময় আসবে এই নারীরাই সবার আগে ইসলাম ছাড়বে।

২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৩

যামিনী সুধা বলেছেন:



নারীদের ধর্ম হচ্ছে নারীত্ব, নারী মানব সভ্যতাকে জীবিত ও চলমান রেখেছে; তাদেরকে সমস্যায় ফেললে মানব জাতি মুছে যাবে।

৩| ২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:১০

কামাল১৮ বলেছেন: নারীকে যতদিন সমাজ স্ববালম্বী করে গড়ে তুলছে তার আগে সে তার অধিকার ফিরে পাবে না।অর্থনৈতিক মুক্তি ছাড়া সকল মুক্তিই অর্থহীন।ইসলামে নারীর অর্নৈতিক মুক্তির সকল পথ বন্ধ।
নারী শ্রমিকদের সাথে তারা যা করে ইসলাম মেনেই করে।

২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৫

যামিনী সুধা বলেছেন:



ইসলামের উদ্ভব হয়েছে মরুভুমিতে, যেখানে সভ্যতার আলোক এখনো পৌঁছেনি।

৪| ২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৩

সৈয়দ কুতুব বলেছেন: নারীকে দোষ দিয় সবাই নিজের অপকর্ম ঢাকার চেষ্টা করে।

২১ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:৫৭

যামিনী সুধা বলেছেন:



নারীরা মানব জাতির মাতা। ওদের কিছু ঘটলে গ্রহটি মানবশুন্য হয়ে যাবে।

৫| ২১ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:০৮

রাজীব নুর বলেছেন: ধর্ম নারীদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। কিন্তু নারীরা সেটাও বুঝে না।

২১ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১৮

যামিনী সুধা বলেছেন:



নারীরা মাতা, সজনী, বোন; নারীদের শরীর থেকে বের হয় ইসলামিক স্কলারেরা; এসব স্কলারেরা তাদের মাতাদেরকে ক্রীতদাসী বানানোর সুত্র দেয়।

৬| ২১ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৯

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: বাংলাদেশ থেকে নারীদের আরব দেশগুলোতে গৃহকর্মী হিসেবে পাঠানো বন্ধ করা উচিত। সেখানে তারা প্রায়শই শারীরিক, মানসিক এবং এমনকি যৌন নির্যাতনের শিকার হয়। যে সামান্য অর্থ তারা উপার্জন করে, তার চেয়ে বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করাটা অনেক বেশি সম্মানজনক ও নিরাপদ। গার্মেন্টস সেক্টরে নারীরা আইনি সুরক্ষা পায়, ন্যায্য মজুরি পায় এবং কর্মক্ষেত্রে তাদের অধিকার রক্ষিত হয়। কিন্তু আরব দেশগুলোতে তারা এসব সুবিধা থেকে বঞ্চিত হয়। অনেক ক্ষেত্রে তারা যখন দেশে ফেরে, তখন শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় থাকে। এই অবস্থার অবসান ঘটানো জরুরি।

২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১১

যামিনী সুধা বলেছেন:



সেখানে নারীদের নিয়ে যাবার পেছনে জামাত ও হেফাজত।

৭| ২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





নারীরা আরব দেশে অসম্মানে আছে, এটা মিথ্যা।

আমি আরব দেশে থেকে এসেছি। প্রায় ২ মাস বিভিন্ন ডিসট্রিক্ট ঘুরেছি। কোথাও নারীদের অসম্মানের কোন চিহ্ন পাই নাই।

২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১২

যামিনী সুধা বলেছেন:




আপনার আইডিয়া, পর্যবেক্ষণ ও অভিজ্ঞতাগুলো সমস্যাপুর্ণ; আপনার লেখা ও মতামত গ্রহযোগ্য নয়।

৮| ২১ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সমস্যা থাকবেই।

আমি নিজেকে খোদার নবী দাবী করি নাই।

২১ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৪

যামিনী সুধা বলেছেন:



আপনি নিজের সম্পর্কে যা বলেছিলেন, যেসব ব্যবসার কথা বলেছিলেন; মনে হয়, এগুলোতে সমস্যা আছে।

৯| ২১ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন:



নারী অধিকারের বিষয়ে ব্লগের নারী ব্লগারগণ কতোটুকু কি জানেন বলে মনে করেন ?

১০| ২২ শে এপ্রিল, ২০২৫ ভোর ৪:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



নারীদের জন্য জাতীয় সংসদের নাকি ৩০০টি আসস সংরক্ষিত রাখা হবে।
আমার মতে. এটা সঠিক কাজ নয়।
সংরক্ষিত যদি রাখতেই হয় তাহলে সেটা দলের ভেতর রাখা হোক।
দল যেন ১৫০ জন পুরুষ আর ১৫০ জন নারীকে মনোনয়ন দেয়া হোক।

১১| ২২ শে এপ্রিল, ২০২৫ ভোর ৪:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


নারীদের জন্য জাতীয় সংসদের ৩০০টি আসন নাকি সংরক্ষিত রাখা হবে।
আমার মতে, এটা কোন সঠিক কাজ নয়।
আসন সংরক্ষিত যদি রাখতেই হয় তাহলে সেটা দলের ভেতরই রাখা হোক।
দল যেন ১৫০ জন পুরুষ আর ১৫০ জন নারীকে মনোনয়ন দেয় সেটা করা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.