নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যামিনী সুধা

যামিনী সুধা › বিস্তারিত পোস্টঃ

সবচেয়ে প্রগ্রেসিভ পোপের মৃত্যু

২২ শে এপ্রিল, ২০২৫ ভোর ৪:৩৪



আজ সকালে ক্যাথলিক ধর্মগুরু, ২৬৬'তম পোপ, পোপ ফ্রান্সিস (১৯৩৬-২০২৫ ) ভ্যাটিকানে মৃত্যুবরণ করেছেন। তিনি আর্জেন্টিনার নাগরিক ছিলেন, এবং সবচেয়ে আধুনিক মনের মানুষ ছিলেন।

এই পোপটি খুবই সাধারণ পরিবার থেকে এসেছিলেন, আর্জেন্টিনার গরীব মানুষদের কষ্ট দেখেছিলেন; সব সময় চেষ্টা করেছেন গরীবদের পাশে দাঁড়ানোর। মনেপ্রানে যুদ্ধবিরোধী ও পরিবেশবাদী ছিলেন। ২০১৭ সালে, ট্রাম্প "গ্লোবেল ওয়ার্মিং" ফান্ডে ডলার দেয়া বন্ধ করার পর, পোপ ট্রাম্পের সমালোচনা করায়, ট্রাম্প পোপকে সাক্ষাতে কটু কথা বলেছিলো।

ইউক্রেন, ফিলিস্তিন ও সুদানের যুদ্ধ বন্ধ করার জন্য ইউরোপিয়ান রাজনীতিবিদদের সাথে কাজ করেছেন। পোপ হয়ে ভ্যাটিকানে পোপের জন্য সংরক্ষিত ঘরে কখনো বাস করেননি তিনি; কারণ, এই ঘর সম্পর্কে কিছু ধর্মীয় রূপকথা চালু আছে ক্যাথোলিকদের মাঝে। তিনি শুরু থেকেই বিশ্বের বিবিধ দেশের বিশপদের নিজ নিজ দেশের রাজনীতিতে প্রভাব রাখার জন্য নির্দেশ দেন। কিন্তু তিনি রাজনীতিতে ধর্মীয় নিয়মকানুন যোগ করার বিপক্ষে ছিলেন।

পোপ ফ্রানসিসের আগে, কোন দেশের সরকার প্রধান ভ্যাটিকানে এলে, তাদেরকে ভ্যটিকানের তরফ থেকে বাইবেল উপহার দেয়া হতো; তিনি সেই নিয়মটি তুলে দেন। তিনি ধর্মকে মানুষের জীবনে শৃংখলা আনার ১টি মাধ্যম হিসেব দেখতেন।




মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





রাজনীতিকে ধর্মের সাথে মিলাচ্ছেন।

ভালো। আপনার বয়স হয়েছে বুঝা গেলো।

২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪০

যামিনী সুধা বলেছেন:



আমি সব সময়ই ভাবতাম যে, আপনার মাঝে সততার চিহ্নও নেই।

২| ২২ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





রাতে নিশ্চয় দাঁত মেজে ঘুমিয়েছেন?

২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৩

যামিনী সুধা বলেছেন:



আপনি ভয়ংকর কিছুর সাথে যুক্ত আছেন; মনে হয়, মানুষ ও সাজন্য ক্ষতিকর কিছু কাজের সাথে জড়িত।

৩| ২২ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:০৯

সৈয়দ কুতুব বলেছেন: একজন ধর্মগুরু এমনই হওয়া উচিত ।

২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪৪

যামিনী সুধা বলেছেন:



এজন্য ক্যাথলিকরা মানব সমাজের জন্য ও নিজেদের জন্য অনেক দরকারী কাজ করতে পারছে।

৪| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ফ্রান্সিস এর মত পোপ আরো হোক।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৮

যামিনী সুধা বলেছেন:



মনে হয়, উনি ১টি উদাহরণ সৃষ্টি করে গেছেন।

৫| ২২ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




খোদা পবিত্র কোরআনে বলেছেন যে, ভালোদের জন্যে তিনি ফেরেশতা, এবং, খারাপদের জন্যে শয়তান নিযুক্ত করে দেন।

আপনি ভালো হয়ে চললে, আমি আপনার কাছে ফেরেশতা হবো।

আর, যেভাবে চলছেন, সেইভাবে চললে, আমি আপনার কাছে খোদার পাঠানো শয়তান।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৪

যামিনী সুধা বলেছেন:




আপনি ভয়ংকর কিছু করে টাকা আয় করছেন বলে আমার মনে হচ্ছে। আপনি সৌদীতে গিয়েছিলেন ভয়ংকর কোন কাজে।

৬| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:০০

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: পোপ ফ্রান্সিসের প্রকৃত নাম ছিল **হোর্হে মারিও বের্গোলিও** (Jorge Mario Bergoglio)। তিনি আর্জেন্টিনার বুয়েনোস আইরেসে ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের পোপ নির্বাচিত হন। তিনি প্রথম লাতিন আমেরিকান ও প্রথম যিশু সমাজ (Jesuit) সদস্য হিসেবে পোপের দায়িত্ব গ্রহণ করেন।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২৬

যামিনী সুধা বলেছেন:




সবচেয়ে ভালো ধর্মগুরু ও পোপ ছিলেন।

৭| ২৩ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৪৩

আঁধারের যুবরাজ বলেছেন: @সত্যপথিক শাইয়্যান আপনি ইদানিং কিছু ব্লগারের পোস্টে বা প্রতিউত্তরে দৃষ্টিকটু আচরণ করছেন। এটাই যদি আপনার প্রকৃত স্বভাব হয় ,তাহলে কিছু বলার নেই। কিন্তু যদি মানসিক কোনো অস্থিরতার জন্যও করে থাকেন খুবই দুঃখজনক।

৮| ২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


পোপ ২য় জন পল বাংলাদেশে একাধিকবার সফর করেছেন।

৯| ২৭ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:২১

কথামৃত বলেছেন: আপনি খৃষ্টান হয়ে যান। ভালো পোপ হতে পারবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.