নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যামিনী সুধা

যামিনী সুধা › বিস্তারিত পোস্টঃ

মুসলিম বিজয় নিয়ে ভুল ধারণা, বাস্তবতা থেকে মুসলমানদের দুরে নিয়ে গেছে।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪০



বাংলাদেশ ও পাকিস্তানে অন্যের জমি দখল করা একটি জাতীয় সংস্কৃতিতে পরিণত হয়েছে; কারণ মানুষের সততা ও জমির অভাব। রাশিয়ায় এত জমি পড়ে আছে যে, জমি চাষ করার জন্য দরকারী পরিমাণ মানুষ নেই। আমাদের জনসংখ্যা ১৯ কোটী, রাশিয়ার জনসংখ্যা ১৪ কোটী।

**** আয়তনের দিক দিয়ে রাশিয়া বাংলাদেশ থেকে ১১৫ গুণ বড়। *****

আব্রাহামিক ধর্মগুলো মরুভুমিতে জন্ম নেয়ায়, অন্য ধর্মীয়দের পরাজিত করার ও তাদেরকে বিনাশ করার একটা রুপকথা ইহাতে যোগ হয়েছে। এই ভাবনা ও ধারণা ছিলো আদি মরুবাসীদের জীবনের লক্ষ্য; কারণ, মরুভুমিতে সম্পদের অভাব ছিলো, বেঁচে থাকা কষ্টকর ছিলো ও বসবাস করার মতো যায়গার অভাব ছিলো; মানবতা বলে তেমন কিছু ছিলো না।

আজকের বিশ্বে খৃষ্টান জাতিগুলোর দেশগুলো ভালো আছে, বৌদ্ধ অধ্যুসিত এলাকাগুলো ভালো আছে, হিন্দুরা ভালো আছে; সমস্যা হচ্ছে মুসলিম এলাকায়; মুসলমানেরা খৃষ্টান জাতিগুলোর দিকে সরছে ভালো থাকার জন্য। এশিয়া ও আফ্রিকা থেকে মুসলামেরা ইউরোপ ও আমেরিকায় যাচ্ছে ভালো জীবনের সন্ধানে, যা নিজেদের দেশে নেই!

মুসলমানেরা নিজেদের দেশে ভালো কিছু করছে না; কারণ, মুসলিম জাতি সময়ের সাথে সমসাময়িক জ্ঞান অর্জন করতে ব্যর্থ হয়েছে। মুসলমানেরা নিজেদের ব্যর্থতার জন্য অন্য ধর্মের মানুষদের দোষারোপ করছে ও ১দিন তাদেরকে পরাজিত করে তাদের সম্পদ দখল করে ভালো থাকার অমুলক ধারণাকে নিজেদের ভবিষ্যত হিসেবে ভেবে শাত্বনা পাচ্ছে।

মন্তব্য ৩৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: মুসলিম বিশ্ব ইমাম মাহ মাহদীর জন্য অপেক্ষা করছে।

২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১৫

যামিনী সুধা বলেছেন:




বিশ্বে রূপকথার স্হান কি আর অবশিষ্ট আছে?

২| ২২ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১১

শূন্য সারমর্ম বলেছেন:


১৮০ কোটি মানুষ বাস্তবতার বাইরে?সম্ভব? বিশ্বের কতভাগ মানুষ সঠিকভাবে ভাবে?

২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮

যামিনী সুধা বলেছেন:




মুসলিম বিশ্বের ৫/৭ ভাগ সঠিক জ্ঞান রাখেন, সঠিকভাবে ভাবতে পারেন; খৃষ্টান এলাকায় ৮০ ভাগ মানুষের সঠিক জ্ঞান ও ধারণা আছে। বৌদ্ধ এলাকায় ৮০ ভাগ মানুষ দক্ষ; কিন্তু জীবন নিয়ে সঠিক ধারণার মানুষ শতকরা ৬০ ভাগের কম। হিন্দু এলাকায় ৫০ ভাগ মানুষ দক্ষ; কিন্তু জীবন সম্পর্কে পজিটিভ ধারণার মানুষ ৩০ ভাগের মতো।

৩| ২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার পোষ্টটা পড়েছি তবে খুব একটা বুঝতে পারিনি।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৬

যামিনী সুধা বলেছেন:



ব্লগের সব ইসলামিক স্কলার বলছে, সময় আসবে যখন মুসলমানেরা বিজয়ী হবে। সেটা বলে এরা কি বুঝাচ্ছেন? এখন তো খৃষ্টান ও হিন্দুরা বিজয়ী নয়, ওরা ভালো করছে, ভালো থাকছে।

৪| ২২ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি হয়ত মুসলিম পরিবারের সন্তান, তবে আপনা ঘোষণা অনুযায়ীিআপনি মুসলিম না। তো মুসলিমদের বিষয়ে অমুসলিমরা কি বলে সেটা মুসলিমদের বিবেচ্য বিষয় না। অনেকেই অনেক কথা বলে। সবার সব কথা মনযোগ দেওয়ার মত না।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৯

যামিনী সুধা বলেছেন:



মুসলমানদের বর্তমান প্রোফাইল হলো: বড় অংশ অশিক্ষি্ত ও দরিদ্র, পুরো সম্প্রদায় বিবিধ ভাগে বিভক্ত হয়ে নিজেদের মাঝে যুদ্ধে লিপ্ত; ফলে, সন্ত্রাস তাদের জীবনের অংশ; শিক্ষা দীক্ষা নীচু মানের।

৫| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২২

কামাল১৮ বলেছেন: যতদিন তারা মুসলিম বিশ্ব বিশ্ব করবে ততদিন তারা দাঁড়াতে পারবে না।মানুষের বিশ্ব কে তারা মুসলিম বিশ্ব বানাতে চায়।মানুষ তেকে তারা আলাদা হয়ে গেছে।তার আর মানুষের পর্যায়ে নেই,তারা হয়ে গেছে মুসলমান।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৬

যামিনী সুধা বলেছেন:



আজকের সমাজ হচ্ছে জ্ঞানভিত্তিক সমাজ, কোন ধর্মই থাকবে না; তবে, মুসলমানেরা ধর্মের রূপকথার জীবনের আশায় থেকে অনেক ভুগবে।

৬| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২২

সৈয়দ কুতুব বলেছেন: @মহাজাগতিক চিন্তা মুসলিম বলতে আপনি কি বুঝেন? যদি খালি রিচুয়াল পালন করাই ইসলাম হয় তাহলে এত বড়ো কুরআনের দরকার ছিলো না। যামিনী সুধা যদি সৎ হোন, মানুষের হক না মেরে খায়, সমাজে ফিতনা ফ্যাসাদ না করে তবে উনি কি সমাজের জন্য ক্ষতিকর ?

মুসলমানরা কেন দোয়ায় অন্য ধর্মের মানুষের ধ্বংস কামনা করে ? কারণ ইয়াহুদি, নাসারা মুসলিম মারছে তাই ? সিরিয়াতে কেন তুরস্ক এবং ইরান মুসলিম হয়ে মুসলিম মেরেছে ? আফগানিস্তানে কেন তালেবান মুসলিম রা আইএস-খোরাসান দের মারছে/মরছে? চরমপন্থী সংগঠন গুলো ইসলাম খাতরে মে হ্যায় এই ইস্যু কাজে লাগিয়ে সমাজে সবসময় বিধর্মী- মুসলিম যুদ্ধ জারী রাখে। এদের আর কোনো উদ্দেশ্য নাই। হামাস নতুন করে ত্রিশ হাজার নিয়োগ দিয়েছে ? এদের ভরণ পোষণ আসে কই থেকে ?

৭| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: @ সৈয়দ কুতুব যামিনী সুধা ধর্মের কথাকে রূপ কথা বলেন। এতে পরিস্কার বুঝা যাচ্ছে তিনি ধর্মে বিশ্বাসী নন। আর ধর্ম বিশ্বাসের ভিত্তিতেই গড়ে উঠে। সুতরাং যামিনী সুধাকে কোন ধর্মের সদস্য বলা যায় না। তবে আমার মনে হয় তিনি মুসলিম পরিবারের সদস্য। কিন্তু মুসলিম পরিবারের সদস্য হলেও ইসলামে ঈমান না থাকলে কেউ মুসলিম হয় না।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৯

যামিনী সুধা বলেছেন:




আমি মুসলিম সমাজের মানুষ।

মুসলমানেরা নিজ পায়ে কুড়াল মারছে, দোষ দিচ্ছে অন্যদের।

৮| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: @ সৈয়দ কুতুব! আপনার নাম সৈয়দ কুতুব বলেই আপনাকে মুসলিম মানা জরুরী নয়। ইসলামে ঈমান না থাকলে আপনাকেও মুসলিম মানা যাবে না।

৯| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: মুসলমানদের বর্তমান প্রোফাইল হলো: বড় অংশ অশিক্ষি্ত ও দরিদ্র, পুরো সম্প্রদায় বিবিধ ভাগে বিভক্ত হয়ে নিজেদের মাঝে যুদ্ধে লিপ্ত; ফলে, সন্ত্রাস তাদের জীবনের অংশ; শিক্ষা দীক্ষা নীচু মানের। এর মানে এ নয় যে তাদেরকে শেষ করে ফেলা যাবে। কারণ মুসলিমদের ঘুরে দাঁড়ানোর সমৃদ্ধ ইতিহাস আছে। কোন জাতির দূর্দির আসতেই পারে, তাই বলে তখন তাদেরকে হেলা-ফেলা করা ঠিক না। আর আপনার চিন্তা-চেতনাও খুব একটা উন্নত না। বেশীর ভাগ ব্লগার আপনার কথা বুঝে না।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪২

যামিনী সুধা বলেছেন:




ইউরোপ ও আমেরিকার সাধারণ মানুষ বরাবরই মুসলমানদের সাহায্য করে যাচ্ছে! কোন মুসলিম জাতি ইউরোপ ও আমরিকার খারাপ সময়ে পাশে দাঁড়ায়নি।

১০| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: মহাজাগতিক চিন্তা@আপনি ফতুয়া দিলেই কেউ অমুসলিম হবে না। আপনার নাম মহাজাগতিক চিন্তা রাখলেই যে চিন্তাভাবনা মহাজাগতিক হবে এমন নয়। যামিনী সুধাকে যেভাবে আপনি অমুসলিম বলেছেন উহা আপনার ভাবনার ভুল। যামিনী সুধা যদি কারো হক না মেরে খান, সৎ ব্যক্তি হোন, মানুষের উপকার করেন, মানুষকে মন্দ ভাষায় গালি না দেন, মানুষের সাথে জুলুমবাজি না করেন সেক্ষেত্রে ইসলামের অনেক বিধিবিধান তিনি মেনে চলছেন বলে ধরে নেয়া যায়। ইসলামে এসব কাজ খুবই প্রশংসনীয় !

১১| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: @ সৈয়দ কুতুব! ধর্মের সব ভালো কাজ করার পরেও ধর্মের বিশ্বাস না থাকলে কেউ কোন ধর্মের সদস্য হয় না। আল্লাহ ও রাসূলে বিশ্বাস না থাকলে কোন ব্যক্তিকে মুসলিম বলা যাবে না।

১২| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি মুসলিম সমাজের মানুষ। মুসলিমের বিশ্বাসকে রূপকথা বলে আপনি মুসলিম সমাজের কি করে হন? মুসলিম তো ঈমান নির্ভর। ঈমান না থাকলে কেউ মুসলিম হয় এটা আমি প্রথম শুনলাম।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৪৩

যামিনী সুধা বলেছেন:


ইমান থাকতে হবে, এটাও রূপকথা। মানব সমাজের বিবর্তনের বিবিধ লেভেলে বেশ কিছু সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে; তার ১টি মুসলিম সম্প্রদায়।

১৩| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৯

এ পথের পথিক বলেছেন: গাজি ও কুতুব সাহেব এই পোস্টে আমি অনেক আলোচনা করতে পারব আপনাদের সাথে, কিন্তু একডেমিক চাপে আছি সময় ও সুযোগ যদি হয়ে ওঠে আমি লিখব ।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৩

যামিনী সুধা বলেছেন:



একাডেমীতে কি কাজ আপনার?

১৪| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:২৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ইমান থাকতে হবে, এটাও রূপকথা। আপনার এ কথা একটি ভয়াবহ রূপ কথা। ঈমান ছাড়া কেউ মুসলিম হয় না।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৪

যামিনী সুধা বলেছেন:



এই কথা কি আপনি শুনে বলছেন, নাকি নিজের জ্ঞানের উপলব্ধি?

১৫| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:০০

সৈয়দ কুতুব বলেছেন: অবিশ্বাসী ব্যক্তিরও যদি সে সৎকর্মে বিশ্বাসী হয়, এবং মানবিক ও নৈতিকভাবে সৎ থাকে, তবে তার কাজও পরম করুণাময় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে।

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২০

যামিনী সুধা বলেছেন:



আল্লাহ কারো জন্য কোনদিন কিছু করেনি; কিছু আদি মানুষ এসব রূপকথার রচয়িতা।
সক্রেট, নিউটন, আইনষ্টাইন মানুষের জন্য আধুনিক জ্ঞানের দ্বার খুলেছেন।

১৬| ২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:২৭

সৈয়দ কুতুব বলেছেন: আপনি দ্বান্দিক বস্তুবাদে বিশ্বাসী ? এসব নিয়ে লিখেছেন কখনো ?

২২ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৫২

যামিনী সুধা বলেছেন:



আমি মেটেরিয়েলিজম বুঝি; এই ব্লগে সেব নিয়ে লিখলে, বুজার মতো লোক খুঁজে পাওয়া যাবে না।

১৭| ২৩ শে এপ্রিল, ২০২৫ ভোর ৪:২১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




ভালোভাবে বেঁচে থাকার জন্য মুসলিম হওয়া কি খুব বেশী জরুরী?

২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৮

যামিনী সুধা বলেছেন:



মানুষ মুসলিম এলাকা থেকে কেন ইউরোপ ও আমেরিকা চলে যাচ্ছে?

১৮| ২৩ শে এপ্রিল, ২০২৫ ভোর ৪:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

আপনাকে একটা ক থা বলি।
গ্রেনেড হত্যার কোন বিচার এই দেশে হয়নি।
তাই এখন যে সব গায়েবী মামলা হচ্ছে এগুলোও হারিয়ে যাবে।

২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৩৯

যামিনী সুধা বলেছেন:




গ্রেনেড হত্যা করায়েছিলো জামাত ও বিএনপি।

১৯| ২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১৪

রাজীব নুর বলেছেন: মুসলিমদের সমস্যা হলো- তারা গর্ববোধ করে তারা ''মুসলিম''। সমস্যা তারা আজও ''মানুষ'' হতে পারেনি।

২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪১

যামিনী সুধা বলেছেন:




ইসলাম সামন্তবাদে আরবদের রাজত্ব গঠনে সাহায্য করেছিলো; এই আধুনিক যুগে উহার ভুমিকা ঋণাত্মক।

২০| ২৩ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:২৩

নূর আলম হিরণ বলেছেন: অনেকদিন হলো ব্লগে আসিনা, আপনাকে খুঁজতেছিলাম, যাক দেখে ভালো লাগলো।

২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪২

যামিনী সুধা বলেছেন:



ধন্যবাদ, লিখুন।

২১| ০১ লা মে, ২০২৫ রাত ৯:৪৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:




জান্নাত কি পৃথিবীতেই হবে নাকি অন্য কোন গ্রহে?
এই বিষয়ে আপনার ধারণাটা জানা দরকার।

জান্নাতে মোট ৩ টি নদী থাকবে।
১। শরাবের নদী।
২। মধুর নদী।
৩। দুধের নদী।

লক্ষ্য করে দেখুন- সুপেয় পানির কোন নদী সেখানে থাকবে না। আপনি চাইলেও সুপেয়/ফ্রেস পানি পান করতে পারবেন না। আপনাকে পান করতে হবে মধু, দুধ কিংবা হারাম পানীয় মদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.