নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যামিনী সুধা

যামিনী সুধা › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মাঝে, কোন দেশ বেশী ভালো করেছে?

২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৪



বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মাঝে, কোন দেশ বেশী ভালো করছে? বাংলাদেশ কেমন করছে?

বেশীরভাগ ব্লগার আইয়ুব খান, জেনারেল জিয়া, এরশাদ ও এবারের আমেরিকান ক্যু'কে সঠিকভাবে বুঝতে পারেন না, ক্যু'গুলোর ইতিহাস জানেন না; ফলে, অনেক ব্লগারের রাজনৈতিক পোষ্টগুলো আসলে গার্বেজ ছাড়া কিছু নয়।

দেশ ব্লগারেরা চালান না; দেশ চালায় সরকার! ব্লগারেরা সরকারের ভুলভ্রান্তি ধরেন, আশা করেন যে, সরকারগুলো দেশকে ভালোভাবে চালাবে। আজকের বাংলাদেশ যারা চালাচ্ছে, তারা পাকিস্তান ও ভারতের সরকারের মতো নির্বাচিত নন, তারা নিযুক্তি পেয়েছেন কিছু সংস্হা থেকে। ফলে, তারা সংস্হার প্ল্যান কার্যকরী করে চলেছে।

ব্লগারেরা কি সঠিকভাবে জানেন, আসলে কারা এই "অন্তর্বর্তীকালীন সরকারকে" নিয়োগ করেছে?

কিছু কিছু ব্লগার বলছেন দেশে "বিপ্লব" হয়েছে, "গণ-আন্দোলন" হয়েছে; দেশে যদি বিপ্লব হয়ে থাকে, বিপ্লবীরা সরকার গঠন করতে পারেনি কেন?

আসলে কোন বিপ্লব হয়নি, গণ-আন্দোলনও হয়নি; হয়েছে আমেরিকান ক্যু; সেজন্য জন্য আমেরিকা ড: ইউনুসকে নিযুক্তি দিয়েছে। ইহা যদি আপনারা সঠিভাবে বুঝেন, শুধু মাত্র তখনি আপনারা দেশের ভালোর জন্য সঠিক সমাধান বের করার জন্য ভাবতে পারবেন। ক্যু'কে বিপ্লব ভাবার কারণে পাকিস্তান ও বাংলাদেশ ডুবে গেছে। রাজনীতি কঠিন সাবজেক্ট।

মন্তব্য ২১ টি রেটিং +৩/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৩

সৈয়দ কুতুব বলেছেন: আমরা চীনের মতো হতে হবে। ভারত-পাকিস্তান আমাদের রাজনীতিতে আর প্রভাব রাখতে না পারে সে ব্যবস্থা করতে হবে। সমস্যা হচ্ছে চীনের মতো শাসন ব্যবস্থা চাইলে আমেরিকা বন্দুকের নল তাক করে রাখবে বাংলাদেশের দিকে। তারা চরমপন্থীদের মদদ দিয়ে দেশের বারোটা বাজায় দিবে আফগানিস্তানের মতো। সেজন্য দুইটা দল একই মনোভাবের লাগবে। যারা ছদ্ম গণতন্ত্রের আড়ালে চীনের মতো পলিসি গঠন করবে।

সমস্যা হচ্ছে চীনের লোন থেকে কিভাবে মুক্ত হবো ? ড . ইউনূস টেকা টুকা আনতে না পেরে শেখ হাসিনার মতো চীনের টাকার দিকে ঝুকছেন।

চীন ও রাশিয়া ভালো দেশ না। কোন রাষ্ট্র যতই মানবাধিকার লঙ্ঘন করুক তারা লোন দেয়, সামরিক সহায়তা দেয়।



২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৩

যামিনী সুধা বলেছেন:



আপনি কি ভারত ও পাকিস্তানের প্রভাবের ফলে আমেরিকান ক্যু'কে "বিপ্লব" বলছিলেন?

পাকিস্তান জামাত-শিবির ও বিএনপি'কে অবৈধভাবে সাহায্য করেছে জাতির ক্ষতি করার জন্য; ভারত ও চীনের সাাথে বাংলাদেশ ব্যবসা করেছে, কারণ বাংলাদেশ আমেরিকান ও ইউরোপ থেকে ইমপোর্ট করার মতো শক্তিশালী অর্থনীতি নয়।

২| ২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২৭

সৈয়দ কুতুব বলেছেন: আমি কোনদিন বিপ্লব বলিনি। আমি অভ্যুত্থান বলেছি। আমেরিকার প্রভাব ছিল সেটা আগে থেকেই জানতাম। পাকিস্তানের ইমরান খান ডোনাল্ড লু কে দায়ী করেছিল তার পতনের পিছে। যখন বাংলাদেশে আসে ডোনাল্ড লু তখনই ধারণা করেছিলাম। আমেরিকা ভালো কাজ করেছে। লুটেরা দের পতন ঘটিয়ে। ২০১৮ সালেই এই কাজ করা উচিত ছিলো।

২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪২

যামিনী সুধা বলেছেন:




ইহা অভ্যুত্থানও ছিলো না; ইহা পুরোটাই ক্যু' জামাত-শিবির ভাড়া খেটেছে, ড: ইউনুস ইহাতে ছিলো; দেশে যা হচ্ছে, তাতে বাংগালীদের হাত নেই।

আমেরিকা শেখকে সরায়েছিলো, তাতে ১৯৭৫ সাল থেকেই বাংগালী উপকৃত হয়ে আষছে।

৩| ২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২৯

সৈয়দ কুতুব বলেছেন: ভারত পাকিস্তান আমাদের রাজনীতিতে একটা ফ্যাক্টর ! ভারত ঘেষা দলের পতন হয়েছে কিন্তু সে জায়গায় পাকিস্তান ঘেষা রাজনৈতিক দলগুলো মাথাচাড়া দিচ্ছে। কিন্তু শেখ হাসিনার পতন জরুরি ছিলো দেশের নিজ স্বার্থে !

২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৩

যামিনী সুধা বলেছেন:



আমাদের রাজনীতিতে ভারত কোনদিনও ফ্যাক্টর ছিলো না; ১০০ ভাগ বাংগালী ভারত-বিরোধী; ৫০ ভাগ বাংগালী পাকিস্তান-সাপোর্টার।

২৩ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৪

যামিনী সুধা বলেছেন:



ব্লগে আপনি ১ জন ভারত সাপোর্টার খুঁজে পাবেন?

৪| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৩৫

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: ব্লগে আপনি ১ জন ভারত সাপোর্টার খুঁজে পাবেন?

- রাজীব নূর ভারত সাপোর্টার। আপনি একজন চেয়েছিলেন , তাই একজনের নামই দিলাম। আর না হলে আওয়ামীলীগের যত সমর্থক আছেন তাদের অধিকাংশই ভারতের সমর্থক।

২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১:১০

যামিনী সুধা বলেছেন:



আমি জানি না, রাজিব কি কোনভাবে ভারতকে সাপোরত করেন কিনা; উনাকে আমি দেখছি, তিনি ভারতের সাথে প্রটিবেশী হিসেবে ভালো সম্পর্কের কথা বলেন।

ভারতের সুনাম আমি করি, কিন্তু আমি কোনভাবে ভারতের কোন কিছু সাপোর্ট করি না।

৫| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১:২৫

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আমি জানি না, রাজিব কি কোনভাবে ভারতকে সাপোরত করেন কিনা

- ভারতের যা প্রশংসনীয় ,আমি তার প্রশংসা করি। ভারতের অনেকের সাথে আমি কাজ করেছি। রাজীব নূর ভারতের খারাপ ভালো সব কিছুতেই ভালো খুঁজে পাই এবং তা নিয়ে মন্তব্য করে। তার মন্তব্য বা পোস্ট আমি নিয়মিতই পড়ি ,তাই আমি জানি উনি ভারতের কেমন সমর্থক।

ভারতের প্রায় সব মিডিয়া যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যে প্রোপাগান্ডা চালাচ্ছে এবং সেখানে তাদের অধিকাংশ মন্তব্য যে ভাষায় আমাদের দেশের বিরুদ্ধে লিখতেছে যা অকল্পনীয়। আমার এখন হাসি পায় ,ওদের এই মিথ্যাচার দেখে।

২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১:৫৭

যামিনী সুধা বলেছেন:




ভারতের মিডিয়া আমেরিকা থেকে বার্মা; সংবাদ থেকে শুরু করে মহাকাশ অভিযান সবকিছু নিয়ে লিখে। সেখানে প্রতিবেশী হিসেবে বাংলাদেশ, চীন ও পাকিস্তান থাকার কথা। চীনারা ভারতীয় মিডিয়া নিয়ে কোথায়ও আপত্তি করে কিনা আমার চোখে পড়েনি।

বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্কে "রিপোর্টিং" করলে ও সংবাদ বিশ্লেষণ করলে "ভালো কিছু থাকার কথা নয়"।

৬| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ২:১৮

আঁধারের যুবরাজ বলেছেন: ভারত যেমন মহাকাশ নিয়ে লেখে ,তেমনি গোমূত্র পান করলে কি কি উপকার তা নিয়েও লেখে। "শরবত জিহাদ " নাম দিয়ে বিজ্ঞাপন করে। ভারত পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যে প্রোপাগান্ডা প্রচার করে এটা পশ্চিমের সংবাদেও এসেছে। আপনি প্রমান চাইলে জানাবেন আমি দেখতে পারবো। আর চাইনা সম্পর্কে আমি মনে করি না আপনি খুব ভালো ধারণা রাখেন , দুঃখিত।

গঠনমূলক সমালোচনা অবশ্যই গ্রহণযোগ্য ,আমি বলেছিলাম মিথ্যে প্রচার। আপনি সত্য এবং মিথ্যেটা গুলিয়ে ফেলেছেন। আপনি এর আগে বলেছিলেন চায়নার চিকিৎসা ব্যবস্থা নিন্মমানের , আমি বলেছিলাম বিশ্বমানের এবং একই সাথে ভারতের চিকিৎসারও প্রশংসা করেছিলাম। গাজীভাই আপনি আওয়ামীলীগের আবেগের চশমা দিয়ে দেখেন এই সব , আমি দেখি বাস্তবতার নিরিখে।

২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:০২

যামিনী সুধা বলেছেন:




আমাদের রাজনৈতিক ভাবনার সাথে জড়িত ছিলো আমাদের জাতীয়তাবাদ; জাতীয়তাবাদের নেতারা হচ্ছেন: শেরে বাংলা, মওলানা ও শেখ; আর দল ছিলো আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগে "সুস্হ রাজনীতির অভাব" সম্পর্কে আমার ধারণা ছিলো সব সময়।
শেখকে হতয়া করার পর, আওয়ামী লীগের দৈন্যতা সবার কাছে ধরা পড়ে। শেখের অভাব আওয়ামী লীগ কাটিয়ে উঠতে পারেনি।

২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:২৩

যামিনী সুধা বলেছেন:



ভারতের সাধারণ মানুষের কালচার অনেকটা আমাদের মতো; তবে, ভারতে মানসম্পন্ন শিক্ষিতের পরিমাণ বিপুল পরিমাণ; ফলে, ভারত আমাদের সমস্যাকে আমাদের মানুষদের চেয়ে সঠিকভাবে বুঝতে পারছে।

৭| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:৫২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



বাংলাদেশের ভালো করার সুযোগ ছিল।
তবে সে বার বার হোচট খায়।

২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:০৫

যামিনী সুধা বলেছেন:


ভালো করতো, যদি শেখ জীবিত থাকতো। ক্রিমিনাল জল্লাদেরা জাতীর নেতাকে হত্যা করেছে।

৮| ২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:২৭

কামাল১৮ বলেছেন: এই তিন দেশের মধ্যে ভারত ভালো আছে।খারাপ আছে পাকিস্তান ও বাংলাদেশ।
কাশ্মিরে জংঙ্গী হামলা নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ কি অবশ্যম্ভাবী।আমেরিকা রাশিয়া কি ভারতের পক্ষে থাকবে।আপনার কি মনে হয়।

২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:৪২

যামিনী সুধা বলেছেন:



মনে হয়, যুদ্ধ হবে না; জংগীরা মনে হচ্ছে কাশ্মীরেরই লোকজন।

৯| ২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১১

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের লোকজন পাগলের মতো পাকিস্তান যাচ্ছে। টিকিট পাওয়া এখন কষ্টকর।
যেন ইউনুস সরকার বর্ডার খুলে দিয়েছেন।

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৭

যামিনী সুধা বলেছেন:




খারাপ নয়, যদি জামাতী ও শিবিরদের ওখানে হজ্ব করতে আজীবনের পাঠানো যায় খারাপ হবে না।

১০| ২৪ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:১২

রাজীব নুর বলেছেন: ভারত আমাদের প্রতিবেশি। এবং ৭১ ইন্দিরা গান্ধী আমাদের জন্য অনেক করেছেন। এই দুটা কারণে ভারতকে বন্ধু ভাবা অন্যায় হবে না।

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৮

যামিনী সুধা বলেছেন:



বাংগালীরা পারলে ভারতকে ওখান থেকে সরায়ে দিতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.