নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যামিনী সুধা

যামিনী সুধা › বিস্তারিত পোস্টঃ

আমাদের জনসংখ্যার পংগু অংশ সব সময় বিশ্বাসঘাতকতা করেছে!

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:২০



১৯৭১ সালে, জাতি যখন মুক্তিযুদ্ধ করছে পাকী বাহিনীর বিপক্ষে, তখন দেশের ২০ ভাগ মানুষ পাকী বাহিনীকে সাপোর্ট করছে; জাতিকে ইহার জন্য চরম মুল্য দিতে হয়েছে। যুদ্ধে পাকিস্তান রক্ষার জন্য তাদের নিজস্ব বাহিনী ছিলো: রাজাকার, আলবদর ও শান্তিকমিটি।

আপনার মতে, এই লোকগুলো কি সুস্হ লোকজন ছিলো? মুক্তিযোদ্ধরা যদি পরাজিত হতো, এদের "বীর" হতো রাজাকরেরা; এদের বীরদের নাম হতো গোলাম আজম, নিজামী, মুজাহিদ, সাকা, মাকা ...

ব্লগে মুক্তিযোদ্ধাদের নামে কয়েক লাখ পোষ্ট এসেছিলো; কোন জামাতী কিংবা শিবির তাদের "বীরদের" বীরত্ব নিয়ে সামুতে পোষ্ট দিয়েছিলো? পংগুদের বীরত্বের কাহিনী থাকে?

কিন্তু অনেক জামাতী ও শিবির জিয়াকে বীর হিসেবে নিয়ে আজও পোষ্ট দেয়; আমার প্রশ্ন, "মুক্তিযোদ্ধা জিয়া কি করে রাজাকারদের উত্তরসুরীদের বীরে পরিণত হলো; বিশ্বাঘাতকরা মুক্তিযুদ্ধের বীরকে কি জন্য তাদের বীরে পরিণত করলো? ইহা বিশ্বাসঘাতকদের আরেক ধরণের বিশ্বাসঘাতকতা।


মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪৭

সৈয়দ কুতুব বলেছেন: ১- মুক্তিযুদ্ধে কতজন শহীদ হয়েছিলেন?
২- কতজন সনাতনী দেশ ছেড়েছিলেন, যুদ্ধে শহীদ হয়েছিলেন?
৩ - রাজাকারদের আনুমানিক সংখ্যা কত ?
৪- বামেরা পক্ষে না বিপক্ষে ছিলো?
৫- দেশে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা কত ১৯৯০ সাল পর্যন্ত.?
৬- ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে দেশের আন্দোলন সংগ্রাম কি করে হবে?

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০৩

যামিনী সুধা বলেছেন:


১) ৭ হাজার মুক্তিযোদ্ধা শহীদ ( যারা যুদ্ধের জন্য অস্ত্র ধরেছিলেন ) হয়েছিলেন।
২) ৯৫/৯৬ লাখের মতো মতো সনাতনী দেশ ছেড়ে ছিলেন; অনেকে যুদ্ধ করেছেন; কতজন শীদ হয়েছেন, আমার জানা নেই।
৩) ৫৫ হাজার রাজাকার
৪) বামাদের সামান্য অংশ যুদ্ধ করেছে, বড় অংশ যুদ্ধ করেনি
৫) আনুমানিক ১ লাখ ২০ হাজার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন; এখন ৫০/৫১ হাজার জীবিত থাকতে পারেন।
৬) ছাত্র জীবনে ৯০ ভাগ ছেলেমেয়ে পড়ালেখাই পারে না; এসব ইডিয়টরা রাজনীতির কি বুঝে!

২| ২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১৪

সৈয়দ কুতুব বলেছেন: তাহলে রাজনীতি করার উপযুক্ত সময় কোনটা? ছাত্র রাজনীতি কিভাবে বন্ধ করা যায়? অবস্থা খারাপের দিকে যাচ্ছে দিন দিন। ছাত্রদের চাপের মুখে ভিসি পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। বেশি লাই দেয়া হচ্ছে কিনা না খতিয়ে দেখা দরকার। এগুলো কিভাবে বন্ধ করা যায়। এরপর শিক্ষকেরা নীল দল সাদা দল গ্রুপিং করে। এসব গ্রুপিং কেমনে বন্ধ করবেন?

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২৮

যামিনী সুধা বলেছেন:




রাজনীতি ( ৩য় বিশ্বের জন্য ) করার সময় হলো কমপক্ষে ব্যাচেলর কিংবা মাষ্টার্স'এর পরে।

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩০

যামিনী সুধা বলেছেন:



সব ক্লাশ কিছু সময়ের জন্য বন্ধ রেখে, বাড়ীতে পড়তে দিয়ে পরীক্ষা নেয়ার শুরু করলে এসব মাফিয়ারা কিছুটা থামবে। সব সমন্বয়ককে ও শিবিরদের দেশের বাইরে পাঠায়ে দিতে হবে।

৩| ২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১৫

সৈয়দ কুতুব বলেছেন: ত্রিশ লাখ শহীদ ও দুইলাখ নারী নির্যাতন কি শেখ সাহেব বলেছিলেন?

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩১

যামিনী সুধা বলেছেন:



শেখ বলেছিলেন। যদি তা ভুল হয়ে থাকে, তাতে কারো ক্ষতি হয়নি।

২৪ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩২

যামিনী সুধা বলেছেন:



৩০ লাখের মাঝে সবাই আছে, সব ধরণের মানুষ; এদের প্রাণ গেছে জাতি স্বাধীনতা চাওয়ায়।

৪| ২৪ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৬

কামাল১৮ বলেছেন: যারা স্বাধীনতার বিপক্ষে ছিলো তারা মানবতার বিপক্ষে ছিলো।তারা ধর্মীয় যোশে আচ্ছন্ন ছিলো।কোন হিন্দুকে স্বাধীনতার বিপক্ষে দেখিনি।
বামরা তখন ভাসানীর ছত্রছায়ায় ছিলো। স্বাধীনতার বিপক্ষে কেউ ছিলো না।তারা প্রতিটা জনসভায় ভারতকে সম্প্রসারণবাদী বলে চিহ্নিত করতো।মেননরা ভারতে গিয়েছিল।

২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৪

যামিনী সুধা বলেছেন:



মেনন তার দলবল নিয়ে আগরতলায় বসেছিলো; মতিয়াও ভারতে গিয়েছিলেন।

ইসলাম ধর্ম মানুষকে বেকুবে পরিণত করে।

৫| ২৪ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৪

সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@সিরাজ শিকদার কি করেছিলো?

৬| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:০১

মিরোরডডল বলেছেন:




১৯৭১ সালে, জাতি যখন মুক্তিযুদ্ধ করছে পাকী বাহিনীর বিপক্ষে, তখন দেশের ২০ ভাগ মানুষ পাকী বাহিনীকে সাপোর্ট করছে;

মুক্তিযুদ্ধের সময় যারা পাকী বাহিনীকে সাপোর্ট করেছে, তারা নিঃসন্দেহে কাপুরুষ, স্বার্থপর এবং সুবিধাবাদী ছিলো।
দুঃখজনক, এখনও আমাদের দেশের অনেক মানুষ সেরকম, বিশেষ করে রাজনীতিবিদরা।

২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:১০

যামিনী সুধা বলেছেন:



১৯৭৮ সালে জিয়া যখন "বিএনপি" করেছিলো, তখন শুধুমাত্র যেসব রাজনীতিবিদ স্বাধীনতা চাহেনী, তারা বিএনপি'তে যোগ দিয়েছিলো। তখনো জামাতী নেতারা পাকিস্টানে পলাতক; জামাতের মধ্যশ্রেণীর সব নেতা ও রাজাকররা বিএনপি'তে যোগ দিয়েছিলো; শান্তি কমিটির সকল লোকজন ও মুসলিম লীগ বিএনপি'তে যোগ দিয়েছিলো।

৭| ২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:১৭

মিরোরডডল বলেছেন:

সেটাই চরম ভুল ছিলো। একজন মুক্তিযোদ্ধা কেনো স্বাধীনতা বিরোধীদের প্রশ্রয় দিয়েছিলো!







২৪ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৫২

যামিনী সুধা বলেছেন:



শেখই ছিলেন বাংগালীদের ( ৮০ ভাগের ) নেতা; তিনি ১৯৭২ সাল থেকে ১৯৭৪ সাল অবধি দেশকে ভালোর দিকে নিতে পারেননি। ১৯৭৫ সালে তিনি পথ খুঁজে পেয়েছিেলেন; ইহা পাকিস্তান ও আমেরিকা পছন্দ করেনি; তারা জিয়াকে নিজেদের দলে নিয়ে দেশে সামরিক ক্যু ঘটায়ে দেশকে কক্ষচ্যুত করে। তখন জিয়া নিজ প্রাণ বাঁচানোর জন্য দল গঠন করে; স্বাধীন্তাকামীরা উনার দলে যায়নি; তিনি বাধ্য হয়ে স্বাধীনতা-বিরোধীদের নিয়ে দল চালাতে বাধ্য হন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.