| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তান কি একটি ব্যর্থ দেশ, নাকি একটি একটি সফল দেশ? যদি পাকিস্তানকে কোন কারণে আপনার কাছে সফল দেশ বলে মনে হয়, তা'হলে আপনি আধুনিক বিশ্বকে বুঝার মতো অবস্হানে নেই। ১৯৫৮ সালের পর থেকে আজ অবধি যত সরকার এসেছে দেশটির ক্ষমতায়, সাবাই মিলিটারী জেনারেল কিংবা মিলিটারীর নিযুক্ত দল। দেশটির অর্থনীতি নিশ্চয় জানেন। আগামীতে কোন একদিন ভারত সেই দেশে সার্জিক্যাল অপারেশ করতে পারে; এটমবোমা থাকা সত্বেও, লাথি খেয়ে ওরা চুপ করে থাকবে।
এশিয়ায় সবচেয়ে সম্পদশালী দেশ হচ্ছে বার্মা; রোহিংগাদের ওরা কি করেছে? সুকির এই অবস্হা কেন? এখন আরাকানের বড় অংশ আরাকান আর্মির দখলে; দেশের লোকেরা এখন নিজ দেশে চীনা কোম্পানীগুলোর কাজ করে; বার্মার তেল তোলে চীন, গ্যাস তোলে চীন, চাষ করে চীন। ৩০ বছরের পুরুষদের দাঁত দেখলে বুঝতে পারবেন যে, মানুষ ডাক্তারের কাছে যাবার সুযোগ পায় না। এশিয়ায় মাথাপিছু এত বেশী জমি ও সম্পদ অন্য কোন জাতির নেই। দেশটির এই অবস্হা কেন? কারণ, ১৯৬৩ সাল থেকে দেশটিকে দখল করে রেখেছে মিলিটারী।
আরবদের মাঝে সবচেয়ে উর্বর ভুমি কোন দেশের? কোন আরব দেশ ৫ বার ইসরায়েলের সাথে যুদ্ধ করে ৫ বারই ভুমি হারায়েছে? সুয়েজ খালের আয় কোথায় যায়? এই দেশ আমেরিকা থেকে ৩ বিলিয়ন ডলার ভিক্ষা কেন পায়? একবার আমি অন্য ব্লগে ১টি বাক্য লিখেছিলাম, পড়ে অনেক পছন্দ করেছিলেন! বাক্যটি ছিলো, "হোসনী মোবারক ১টা গরু, যেটার মাথা ওয়াশিংটনে, উহাকে আমেরিকানরা ঘাস খাওয়ায়; গরুটি পায়খানা করে পিরামিডের উপরে।" এই দেশের এই অবস্হা কেন?
শেখ আমাদের জাতীয় নেতা ছিলেন, শেরে বাংলা ও মওলানার পর; লোকটি সাধারণ বাংগালী ও সৎ ছিলেন। আমেরিকা ভুল বুঝে লোকটিকে হত্যা করায়েছে। যেই ইডিয়ট উনাকে হত্যা করার দায়িত্ব নিয়েছিলো, সেও প্রাণ হারায়েছে। ১৯৭৫ সালের ক্যু বাংলাদেশকে কক্ষচ্যুত করেছে; এখন জল্লাদেরা দেশ দখল করেছে! ইহা থেকে এই দেশ আর বের হতে পারছে না। বাংগালী হয়েও শেখকে যেই লোক হত্যা করলো, সেই আপনার জন্য "বীর" হতে পারে? তাকে যদি আপনার কাছে বীর মনে হয়, আপনি অবশ্যই লিলিপুটিয়ান।
২৫ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:৫৬
যামিনী সুধা বলেছেন:
আসিফ নজরুল হচ্ছে বানর, সে সামান্য কয়েকটা ট্রিকস মনে রাখতে পারে; এর চেয়ে বেশী হলে, তার মগজ কাজ করে না।
২|
২৫ শে এপ্রিল, ২০২৫ সকাল ৭:৩৩
অগ্নিবাবা বলেছেন: হ কুতুব ভাই কয়দিন পরে মোদী নিজের গলা নিজে টিপিয়া আত্মহত্যা করিয়া ইউনুসের ঘাড়ে দোষ দিবে, বলবে ইউনুস আমাকে স্বপ্নে গলা টিপিয়া মারিয়াছে। আর আমরা মোদীর উপর ইমান আনিয়া বলিব, মারহাবা মারহাবা, কথা সত্য বটে।
২৫ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:০২
যামিনী সুধা বলেছেন:
আমাদের জাতি আমেরিকার ক্যু;কে বিপ্লব নাম দিয়ে বারবার স্বাধীন হচ্ছে।
৩|
২৫ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:২৯
কামাল১৮ বলেছেন: মুসলিম সবগুলি দেশের অবস্থা প্রায় একই রকম।তাদের চিন্তায় সমস্যা আছে।
২৫ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:৩৫
যামিনী সুধা বলেছেন:
মুসলিম দেশের সামরিক বাহিনীগুলো জ্বিহাদ পালন করছে, মনে হয়।
৪|
২৫ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:০৫
সৈয়দ কুতুব বলেছেন: ইন্টেরিম সরকার প্লেজারিজমে জড়িত হয়ে পড়ছে। এলএনজি চুক্তি স্বৈরশাসক শেখ হাসিনা করেছিলেন ১৫ বছরের জন্য। ড. ইউনূস কাতারে গিয়ে একই চুক্তি যাতে বলবৎ থাকে তার জন্য কাতারের আমিরের সাথে (mou) সাক্ষর করেছে। এরপর দেখলাম প্রেস সচিব শফিক বলছে অতি শীঘ্রই এই সরকার স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ করবে। এদিকে পেপার পড়ার সুবাদে জানতাম ২০২৩ সালেই মাতারবাড়িতে স্থল ভিত্তিক বঙ্গবন্ধু এলএনজি টারমিনাল স্থাপনের জন্য কথা হয়েছিলো যেখানে কাজ করতে কাতারএনার্জি রাজি ছিলো। এর জায়গা নিয়ে স্থানীয় দের সাথে গেঞ্জাম চলছিলো। তো ইন্টেরিমের প্রেস সচিব যেভাবে বলছেন দ্রুত স্থলভিত্তিক এলএনজি টারমিনাল করবেন তাতে বেশ মজা পেলাম। টাকা লাগবে ২/৩ বিলিয়ন আর সময় লাগবে ২-৪ বছর ! দ্রুত কিভাবে টারমিনাল নির্মাণ করবে ? ইন্টেরিম সরকার যাই করুক প্রব্লেম নাই কিন্তু অন্যের কাজ নিজের নামে চালিয়ে দেয়ার কি মানে ?
।
২৫ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:০২
যামিনী সুধা বলেছেন:
ড: ইউনুস সেরা শঠ, দক্ষ ক্রিমিনাল ও জালিয়াত।
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:২৯
সৈয়দ কুতুব বলেছেন: সিন্ধু নদের পানি দেয়া স্থগিত করতে চায় ভারত। পাকিস্তান বলেছে এমন করার চেষ্টা হলে তা যুদ্ধ করার জন্য যথেষ্ট হবে। ভারত-পাকিস্তানের দাদাগিরি দেখতে ভালো লাগে না। কাশ্মীরের ঘটনা ঘটার পর ভারতীয় মিডিয়া বাংলাদেশ কে জড়াচ্ছে এর সাথে। অন্যদিকে পাকিস্তান(মুসলমান) প্রীতি দেখাতে গিয়ে আসিফ নজরুল সরাসরি প্রায় বলেই ফেলেছেন, কাশ্মীরের ঘটনা ভারত নিজেই ঘটিয়ে থাকতে পারে। প্রধান উপদেষ্টার নিন্দা জ্ঞাপনের পর আসিফ মিয়ার এমন মন্তব্য কি দরকার ছিলো ? কাশ্মীর নিয়ে সমস্যা ভারত-পাকিস্তানের। আমাদের কি দরজার যেচে পড়ে মন্তব্য করার তাও আবার শীর্ষ পদে থেকে ? চীন চাইলে কাশ্মীর নিয়ে মন্তব্য করতে পারে কিন্তু তারা চুপ । মানুষ দেখে দেখেও অনেক কিছু শিখতে পারে৷ আমরা পারি না।