| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
APPLE Corp. চীন ছেড়েছে; ভাবছে কোন দেশে নিয়ে যাবে তাদের ম্যানুফেকচারিং! বাংলাদেশে এলে ভালো হতো, কি বলেন? সোয়া ৩ ট্রিলিয়ন ডলারের কোম্পানী। ৩০ জন ব্লগারের মাঝে কত জন সোয়া ৩ ট্রিলিয়নকে সংখ্যায় ১ম চেষ্টায় লিখতে পারবেন?
১৯৪৭ সালে, আমরা ভারতের অংশ হয়ে গেলে আমাদের অবস্হা হতো কাশ্মীরের মতো? কাশ্মীরের মতো না'হলেও ভালো কিছু হতো না, ভারতের ২২ কোটী মুসলমান হিন্দুদের মতো ভালো করছে না। কেন ভালো করছে না, ইহার অনেক কারণ আছে। যাক, তখন ১ জন বাংগালী গভীরভাবে ইহা অনুধাবন করে আমাদেরকে পাকিস্তানের সাথে যোগ করে দেন; সেই বাংগালী হচ্ছেন শেরে বাংলা। মওলানা ভাসানীও ভারতের সাথে থাকার পক্ষে ছিলেন না।
পাকিস্তান থেকেও আলাদা হওয়ার দরকার ছিলো; সেটা বাংগালীরা করেছে; শেরে বাংলা তখন ছিলেন না, ছিলেন মওলানা, শেখ ও তাজউদ্দিন।
শুল্ক আরোপ করতে গিয়ে ট্রাম্প আমেরিকাকে পরাজিত করেছে চীনের কাছে। চীনের মানুষ এখন APPLE'কে আর চাচ্ছে না। কম খরচে আপেল কোন দেশে ৭০/৮০ মিলিয়ন সেট ( প্রতি বছর ) উৎপাদন করতে পারবে? বাংলাদেশে? ড: ইউনুস ট্রাম্পার সাথে আলাপ করে দেখতে পারেন; আমরা ৩০ জন ব্লগার আছি ড: ইউনুস সাহেবের সাথে।
২৫ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৪
যামিনী সুধা বলেছেন:
আমি ব্লগারদের সন্মান করি; সেজন্য ওদের সমস্যা নিয়ে কথা বলি। জুল ভার্ণ গার্বেজ লেখেন, এটা কেহ উনাকে বলেন? আমি বলি।
মোদি কি করে, শতকরা ৯৮ভাগ বাংগালী বুঝার কথা নয়; সে ট্রাম্পের সাথে দেখা করেছিলো কতগুলো বিশাল বিশাল অর্থনৈতিক বিষয়ে; ড: ইউনুস বাইডেনের সাথে দেখা করেছিলো, বাইডেনকে বলতে যে, আমেরিকান ক্যু সফল হয়েছে। জাতির কি দরকার, সেটা ড: ইউনুস বুঝার সম্ভাবনা নেই।
২৫ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৬
যামিনী সুধা বলেছেন:
৩০ জন ব্লগারের মাঝে ২০ জনই গার্বেজ লিখে থাকেন; আমরা ওদের গার্বেজ দেখে যাচ্ছি।
২|
২৫ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫১
সৈয়দ কুতুব বলেছেন: মোদি একজন নির্বাচিত দেশের প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের কাছে চাইতে পারেন। অন্যদিকে ড. ইউনূস একটি বিশেষ ঘটনার মাধ্যমে দেশের ক্ষমতায় বসেছেন। বাইডেনের কাছে কি করে চাইবেন? চাইলে কি দিবে?
২৫ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০১
যামিনী সুধা বলেছেন:
ড: ইউনুস এনজিও করে বিলিওনিয়ার হওয়ার জন্য সব কিছু করেছে; সে ভয়ানক দক্ষ অভিনেতা; সে সুদের ব্যবসার বাহিরে কিছু জানে না; সে জামাত-শিবির ও পাকিস্তানের সাথে মিলে জাতিকে সম্পুর্ণভাবে অস্হিতিশীল করে দিয়েছে। দেশে যেভাবে সন্ত্রাস ও মব শুরু হয়েছে, ছাত্রারা যা করছে, জাতি ইয়েমেনের চেয়ে খারাপ অবস্হায় চলে যাবে।
৩|
২৫ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৪
সৈয়দ কুতুব বলেছেন: ব্লগের মাধ্যমে দেশের মানুষের মনোভাব, ঘটনা জানতে পারেন।।
২৫ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৫
যামিনী সুধা বলেছেন:
না, আমি সেই কারণে ব্লগ ব্যবহার করি না; আমি বুঝতে চেষ্টা করি, আমাদের শিক্ষিতরা দেশ ও জাতিকে কিভাবে, কতটুকু বুঝে?
না'হল তরকারী কেন চাকুরী পায় না, আলমগীর লিটন কেন কবিতা লিখতে পারে না, নকীব কেন ইসলামিক স্কলার, ভুয়া কেন মিথ্যা কথা বলে, জুল ভার্ন কেন নিজকে মুক্তিযোদ্ধা বলে থাকেন .., এসব বুঝার জন্য।
৪|
২৫ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৮
নূর আলম হিরণ বলেছেন: যারা সুদের কারবার করে এরা নির্দয় প্রকৃতির মানুষ হয়।
এবার ৫হাজার টাকার সুদের ব্যবসা হোক আর ৫০০ মিলিয়ন টাকার সুদের ব্যবসা হোক।
২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৬
যামিনী সুধা বলেছেন:
ড: ইউনুস পশ্চিমের কাছে দরিদ্র বাংগালীদের নামে কান্নাকাটির করে শত শত মিলিয়ন ডলার এনে গড়ে শতকরা ৩৬% হারে ঋণ দিয়ে নিজে বিলিওনিয়ার হয়েছে। এখন উনার বিলিয়ন বড় মেয়ের কাছে, আমেরিকা নিয়ে যাচ্ছে।
৫|
২৫ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: যদি অ্যাপল (Apple Inc.) চীন থেকে তার উৎপাদন সরিয়ে নেয়, তাহলে তাদের পরবর্তী সম্ভাব্য গন্তব্যগুলো মূলত ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, মেক্সিকো এবং ইন্দোনেশিয়া হতে পারে। তবে বাংলাদেশেও কিছু সম্ভাবনা রয়েছে, যদিও তা এখনও সীমিত।
ভারত ও ভিয়েতনাম অ্যাপলের জন্য প্রথম পছন্দ, কারণ তাদের ইতিমধ্যে সাপ্লাই চেইন ও সরকারি সহায়তা রয়েছে।
বাংলাদেশের সম্ভাবনা ১০-১৫%, যদি সরকার দ্রুত ইনফ্রাস্ট্রাকচার ও পলিসি সাপোর্ট দেয়।
৫-১০ বছরের মধ্যে যদি বাংলাদেশ ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিংয়ে বিনিয়োগ করে, তাহলে অ্যাপলের মতো কোম্পানিগুলো আসতে পারে।
বাংলাদেশ এখনই অ্যাপলের জন্য প্রস্তুত নয়, কিন্তু ভবিষ্যতে একটি সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং হাব হতে পারে যদি সঠিক পলিসি নেওয়া হয়। অন্যদিকে ভারত ও ভিয়েতনাম ইতিমধ্যেই অ্যাপলের প্রস্তুত গন্তব্য।
২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৯
যামিনী সুধা বলেছেন:
আমেরিকা বাংলাদেশকে ৩টি বড় ক্যু দিয়েছে; জিয়াকে দিয়ে শেখকে হত্যা করায়েছে; এরশাদকে দিয়ে সেনাবাহিনীকে ২ ভাগে বিভক্ত করে চুরিকে জাতীয় শিল্পে পরিণত করেছে; ড: ইউনুসকে দিয়ে বাংলাদেশকে লেবানন বানায়েছে।
৬|
২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৩৫
কামাল১৮ বলেছেন:
ভারতের মুসলমানরা হিন্দুদের থেকে ভালো করছে না, তাদের চিন্তার পশ্চাৎপদতার কারনে।দলিত শ্রেনী ও ভালো করছে না।তারা মুসলমানদের থেকেও পিছনে পড়ে আছে।লক্ষ লক্ষ মুসলমান মাদ্রাসায় পড়ালেখা করে কিন্তু একজন হিন্দু মাদ্রাসায় পড়ালেখা করে না।
ইংজর শাসনের শুরুতে মুসলমানরা ইংরেজি না শিখে পিছিয়ে পড়তে শুরু করে তার পর আর উঠে দাঁড়াতে পারেনাই।
২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪২
যামিনী সুধা বলেছেন:
মক্তব ও মাদ্রাসা মানুষের সাধারণ জ্ঞানের বিলুপ্তি ঘটায়।
৭|
২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪০
কামাল১৮ বলেছেন: ইন্টারনেট প্রযুক্তিতে চীন আমেরিকা থেকে দশ বছর এগিয়ে আছে।
২৫ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৪
যামিনী সুধা বলেছেন:
চীনরা জন্ম থেকেই টেকনোলোজীর মানুষ ও কঠিন পরিশ্রমী; কিন্তু ওরা লোভী, অন্যকে কিছু দিতে চাহে না।
৮|
২৬ শে এপ্রিল, ২০২৫ ভোর ৫:১১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সংসদ বিলুপ্ত করার ৯০ দিনের মধ্যে নির্বাচন দেবার কথা থাকলেও তিনি এখনো নির্বাচন দিচ্ছেন না।
এর পেছনে কী উদ্দেশ্য থাকতে পারে বলে আপনি মনে করেন?
২৬ শে এপ্রিল, ২০২৫ সকাল ৮:২১
যামিনী সুধা বলেছেন:
সবকিছু নির্ভর করছে আমেরিকান দুতাবাসের প্ল্যানের উপর;ড: ইউনুসের হাতে কিছু আছেবলে মার মনে হয় না।
৯|
২৭ শে এপ্রিল, ২০২৫ সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: ডঃ ইউনুস ইয়াহিয়া ও ভুট্টুদের মতোন।
১০|
২৮ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলার জনগন চায় ইউনুছ সাহেব আরো ১০ বছর ক্ষমতায় থাকুন।
আগে তো তবু রাতের হোক ভোরের হোক ভোট হতো।
এখন ভোট কেবল মাত্র স্বপ্ন হয়েই থাকবে।
১১|
২৮ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:০৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ড্যান মজিনা যখন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন তখন তিনি শত চেষ্টা করেও প্রধানমন্ত্রীর সাক্ষাত পাননি। এটা কি অসৌজন্যমূলক আচরণ নয়।
আপনি কী করেন?
১২|
২৮ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শেরে বাংলা হক সাহেব ১৯৩৭ সালে লাহোরে পাকিস্তান প্রস্তাব পেশ করলেন।
তিনি কি বাংলাদেশ প্রস্তাব পেশ করতে পারতেন না?
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২৯
সৈয়দ কুতুব বলেছেন: ৩,২৫০,০০০,০০০,০০০ ? আপনি প্রায়শই ব্লগারদের টিটকারী মারেন; ইহা সঠিক মনে হচ্ছে না। সবাই ফ্রী সময়ে লিখতে আসে, পড়তে আসে। সবার ভাবনা চিন্তা এক নয়। একেক জন মানুষ একেকরকম লিখেন বলেই কমেন্ট করার সুযোগ মিলে। সবাই যদি সবকিছু সঠিক লিখতো তাহলে কমেন্ট করে কিছুই জানার থাকতো না। আরো রসকসহীন হয়ে পড়তো ব্যাপারটা।
ড. ইউনূসের প্রধান কাজ নির্বাচন দিয়ে প্রস্থান করা। তিনি কেন নরেন্দ্র মোদির মতো আচরণ করবেন? বাংলাদেশের দরকার আইএমএফের লোন, শুল্ক মাফ ইত্যাদি !