| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেখকে হত্যা করা না'হলে বাংলাদেশের এই করুণ অবস্হা হতো না; যাক, ৫৫ বছরে যা ঘটেছে ৫/১০ ভাগ বাংগালী ইহাকে বুঝতে পেরেছে বলে আমার ধারণা। এদের মাঝে যারা আজকে বিশ্বাস করেন যে, জাতিকে সাহায্য করার দরকার, তাঁদের মাঝে ডায়ালগের দরকার।
আজকে দেশে যা হচ্ছে, জ্ঞানীরা ব্যতিতও অনেক নিকৃষ্টরাও ইহা বুঝার সম্ভাবনা আছে; কিন্তু তারা এটা চেয়েছিলো। দেশে যে, ক্যু হবে অনেকেই বুঝতে পেরেছিলেন; কিন্তু ক্রিমিনালরা ইহার জন্য সাগ্রহে অপেক্ষা করছিলো। ড: ইউনুস যে, ষড়যন্ত্র করছিলো, মনে হয়, শেখ হাসিনাও তা'জানতো; তবে, আমেরিকা ইহাতে যুক্ত থাকায় শেখ হাসিনা সেটাকে থামাতে পারেনি। শেখ হাসিনা জাতিকে যেখানে নিয়েছে, তাতে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উনার পতনের পর, ও ক্যু'এর ফলে বাই-প্রোডাক্ট হিসেবে দেশকে দখল করে নিয়েছে স্বাধীনতা-বিরোধীরা। দেশকে ইহাদের হাত থেকে বের করার জন্য রাজনীতি ও সৎ সাহসের দরকার আছে; ফলে, যারা শেরে বাংলা, শেখ ও মওলানাকে মানেন, তাদের মাঝে ডায়ালগের দরকার আছে।
২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:০৭
যামিনী সুধা বলেছেন:
পাগল ও বেকার সারাদিন ব্যস্ত থাকে।
২|
২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:১৪
কামাল১৮ বলেছেন: ভাসানী ছাড়া বাকী দুই জন উগ্র জাতীয়তাবাদী।জাতীয় মুক্তির জন্য তাদের নেতৃত্ব প্রয়োজন ছিলো।
২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২২
যামিনী সুধা বলেছেন:
শেরে বাংলা ও শেখের সময় ছিলো কলোনী ও পাকিস্তান থেকে বের হওয়ার সময়। মওলানা মুলত কৃষক ও শ্রমজীবি মানুষের নাগরিক অধিকার নিয়ে ব্যস্ত ছিলেন।
৩|
২৬ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৩০
সৈয়দ কুতুব বলেছেন: কামাল১৮@আপনি গতকাল এক পোস্টের কমেন্টে বলেছিলেন ভারত যদি ৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ না নিতো বাংলা আরো প্রগতিশীল হতো। এর কারণ কি ?
৪|
২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ১২:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভাবতে অবাক লাগে, শেরে বাংলা একে ফজলুল হক ১৯৩৭ সালে লাহোরে পাকিস্তান প্রস্তাব পেশ করেন।
তিনি কি ইচ্ছে করলে বাংলাদেশ প্রস্তাব পেশ করতে পারতেন না?
২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ২:১৮
যামিনী সুধা বলেছেন:
রাণী জিন্নাহকে পাকিস্তান গঠনের নিশ্চয়তা দিয়েছিলো।
৫|
২৭ শে এপ্রিল, ২০২৫ ভোর ৫:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
এখন দেশে শান্তিপূর্ণ আন্দোলন দরকার।
বাংলাদেশ থেকে শান্তিপূর্ণ আন্দোলন চিরতরে উঠে গেছে।
ফলে আগের দিনের মতো শান্তিপূর্ণ আন্দোলন আর আশা করা যাবে না।
জ্বালাওপোড়াও ছাড়া এখন আর কিছু দেখি না।
২৭ শে এপ্রিল, ২০২৫ ভোর ৫:৫৭
যামিনী সুধা বলেছেন:
হামাস, হেজবুল্লাহ, জামাত-শিবির, ব্রাদারহুড, রাজাকার, এদের আন্দোলন হলো গণহত্যা।
৬|
২৭ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৮
রাজীব নুর বলেছেন: হাসিনার অনেক খারাপ দিক ছিলো। কিন্তু উনি জামাত শিবির কে দমিয়ে রাখতে পেরেছিলেন। এখন হাসিনা না থাকাতে জামাত শিবির মাথাচাড়া দিয়ে উঠেছে।
২৭ শে এপ্রিল, ২০২৫ দুপুর ১:৫৮
যামিনী সুধা বলেছেন:
পিএলও হামাসকে থামাতে না পারায় গাজা শেষ; শেষ হাসিনা জামাত-শিবিরকে না থামানোতে বাংলাদেশ হয়েছে পাকিস্তান।
৭|
২৭ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
রূপক বিধৌত সাধু বলেছেন: বঙ্গবন্ধু তো পরবর্তীতে বড় নেতা হয়েছেন। তার আগের শেরে বাংলা পূর্ববঙ্গে যে পরিমাণ জনপ্রিয় ছিলেন, পশ্চিম পাকিস্তানেও তার শক্ত অবস্থান ছিল, তিনি চাইলেই বোধকরি বাঙালিদের জন্য দেশ গঠনের চিন্তা করতে পারতেন। জিন্নাহদের সাথে যুক্ত হওয়া উনার উচিত হয়নি। ধর্মভিত্তিক রাষ্ট্র যে মুলা ছাড়া কিছু না, সেটা ৪৭ এর পর বোঝা গেছে। যদিও তাঁর প্রস্তাবিত লাহোর প্রস্তাব কাটছাঁট না হলে বাংলা রাষ্ট্র হয়তো হতো।
২৭ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২২
যামিনী সুধা বলেছেন:
আপনি ৪র্থ শ্রেণী থেকেই পড়ালেখায় কাঁচা ছিলেন, সমাজবিদ্যার ক্লাশে ভালো করেননি। ভারত ছাড়ার সময় বৃটিশ ১টি দেশ ভারত করার কথা ভাবছিলো; জিন্নাহের প্রতি রাণীর সহানুভুতি থাকায়, রাণী ১টি মুসলিম দেশও গঠনের জন্য জন্য অনুমতি দেয়।
৮|
২৭ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: বলতে চাচ্ছেন রানির অনুকম্পায় পাকিস্তান হয়েছিল? খোদ পাকিস্তানের অনেক লোক পাকিস্তান হোক চায়নি। এমনকি পূর্ববঙ্গে পাকিস্তান আন্দোলন করে জনপ্রিয় করা হয়েছিল। তো রানির অনুকম্পায়ই যদি পাকিস্তান হয়, তো পাকিস্তানের জন্য এত আন্দোলন করার দরকার পড়েছিল কেন? বাংলায় এবং পাঞ্জাবে কেন রক্তক্ষয়ী দাঙ্গা হয়েছিল?
২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:১৩
যামিনী সুধা বলেছেন:
পান্জাবে দাংগা হয়েছে কারণ পান্জাবীরা ( মুসলিম ও শিখ ) জল্লাদ জা্তি; বাংলায় হয়েছিল. দাংগা করে সম্পত্তি দখল করার জন্য। জিন্নাহ মুসলিম লীগে এসে রাণীর সাথে দেখা করে মুসলমানদের জন্য দেশ চেয়েছিলো; রাণী অনুমতি দিয়েছিলো।
৯|
২৭ শে এপ্রিল, ২০২৫ রাত ১১:৩৬
সৈয়দ কুতুব বলেছেন: সৈয়দ কুতুবের অনুসারী হিসাবে এই ডায়ালগে অংশ নিতে পারি? ![]()
২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ৩:৩৪
যামিনী সুধা বলেছেন:
ডায়ালগে নিমন্ত্রণ পাবেন।
১০|
২৮ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
শেখ হাসিনা মোল্লাদের ডিগ্রীকে বিশ্ববিদ্যালয়ের সমমানের ঘোষণা করেন।
আর মোল্লারা তাকে কওমী জননী উপাধি দেন।
অথ তিনি জানেন না যে মোল্লারা তাকে জীবনেও ভুলেও ভোট দিবে না।
২৮ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৮
যামিনী সুধা বলেছেন:
শেখ হাসিনা কমবুদ্ধিমান ছিলেন।
১১|
২৮ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:২০
সৈয়দ কুতুব বলেছেন: @সাজ্জাদ, এই কথা আপনার প্রিয় গাজী ভাইকে আজো বুঝাতে পারলাম না। তিনি মনে করেন শিক্ষা ব্যবস্থা এমনি এমনি খারাপ হয়ে গেছে। অথচ পুরোটাই যে আপনাদের নেত্রীর ক্রেডিট সেটা মানতে চান না।
২৮ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৪০
যামিনী সুধা বলেছেন:
শিক্ষা ব্যবস্হা খারাপ হওয়ার শুরু হয়েছে আসলে শেখার সময় থেকেই; ছাত্রলীগ বন্ধ না করাতে শিক্ষা ব্যবস্হা ধ্বংস হয়েছে,
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১১
সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশের মানুষ এখন ভারত-পাকিস্তানের যুদ্ধ হবে কি হবে না তা নিয়ে ব্যস্ত সময় পার করছে। এই সাময়িক উত্তেজনা কেটে গেলে এরপর ভেবে দেখা যেতে পারে।