| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের গড় যদু মদু ব্লগারদের চেয়ে, আমাদের ইউনিভার্সিটি শিক্ষকেরা দেশের গড় অবস্হা কিছুটা ভালো বুঝেন বলে আমার ধারণা।
এবারের আমেরিকান ক্যু'এর বাইপ্রোডাক্ট হিসেবে দেশ দখল করেছে স্বাধীনতা-বিরোধীরা; দেশ দখল করার পর, এরা আমাদের জাতীয় ইউনিভার্সিটিগুলো থেকে শুরু করে স্কুলগুলো দখল করেছে, যার ফলাফল শিক্ষা-বিলুপ্ত। সবচয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রগ্রেসিভ শিক্ষকেরা, হাজার হাজার শিক্ষকদের অপমানিত করে বের করে দেয়া হয়েছে, অনেকে প্রাণ ভয়ে লুকিয়ে আছেন।
জামাত-শিবিরের সদস্য শিক্ষকেরা আমাদের শিক্ষাংগন দখল করে, জাতিকে পংগু করার প্রক্রিয়া চালানোর অপুর্ব সুযোগ পেয়েছে; স্কুলগুলো থেকে মাদ্রাসার গ্রজুয়েটদের মতো নীচু মানের গ্রজুয়েট বের হবে; জাতি পুরোপুরিভাবে পংগু জাতিতে পরিণত হবে।
আইয়ুব খানের আমল থেকে আমাদের শিক্ষকেরা কুশাসনের প্রতিবাদ করে আসছিলো; সেটা আর হবে না; শিক্ষকেরা প্রাণ ভয়ে আছে; কিন্তু তাঁরা আছেন; আশাকরি, সময় হয়েছে একটু সাহসী হয়ে স্বাধীনতা-বিরোধীদের বিপক্ষে অবস্হান নিবেন।
২৮ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪২
যামিনী সুধা বলেছেন:
হামাত ও শিবিরে যারা আছে, এরা জল্লাদ; এদের জন্ম হয়েছিলো পংগু হিসেবে; এরা কি বলে, কি করে মানুষ বুঝতে পারার কথা নয়।
২|
২৮ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:২১
সৈয়দ কুতুব বলেছেন: দেশে নিরপেক্ষ দেশপ্রেমিক শিক্ষক নাই। হয় তারা বামপক্ষ না হয় ডানপক্ষ ! বামপক্ষধারীরা আম্লিকের সকল অপরাধ গোপন করতে করতে সমাজে ক্রেডিবিলিটি হারায়াছেন। বেশিরভাগই পলাতক এবং আওয়াজ বের হচ্ছে না মুখ থেকে।
এজন্য শিক্ষকদের অবৈধ সুযোগ-সুবিধা নিতে নেই। না হলে গলার আওয়ামী ছোট হয়ে আসে।
২৮ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৪
যামিনী সুধা বলেছেন:
আপনি বুয়েটের কায়কোবাদের নাম নিয়েছিলেন; আপনি উনাকে দেখেছেন?
৩|
২৮ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:২৯
সৈয়দ কুতুব বলেছেন: কায়কোবাদ এবং জাফর ইকবাল কে সরাসরি দেখেছি। দুইজনের বইও পড়েছি ! উহারা নতুন সৃজনশীল ক্যারিকুলামের জনক। পুরো ফেইল করেছে এই পদ্ধতি !
২৮ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১০
যামিনী সুধা বলেছেন:
এরা বেকুবের রাজ্যে "থিংক ট্যাংক"। ২ জনেই পালিয়ে আছে?
৪|
২৮ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪১
সৈয়দ কুতুব বলেছেন: ছোটবেলায় তাদের প্রতি অনেক শ্রদ্ধা ছিলো। উহারা অনেক বড়ো বড়ো জায়গায় পড়াশোনা করেছেন। কিন্তু জাতিকে বিজ্ঞান মনস্ক করে তুলতে পারেন নাই। আরেকজন আছে আব্দুল্লাহ আবু সায়ীদ ! এরা আমাদের ছোট বেলার অনুসরণীয় ব্যক্তি ছিলেন।
২৮ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৯
যামিনী সুধা বলেছেন:
কায়কোবাদ নিজে পড়ালেখা করতেন; বুটেটের ছেলেমেয়েরা তাবলীগ করতো।
জুলভার্ণ, ভুয়া, নতুন নকিব, ঢাবিয়ান, সবাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এরা সবাই গার্বেজ লেখেন। এরা পড়ালেখা করেনি, মব প্রকৃতির মানুষ।
৫|
২৮ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪২
সৈয়দ কুতুব বলেছেন: ড.ইউনূসের একজন ভাই আছেন না ড. ইবরাহীম? তিনি বিটিভিতে প্রোগ্রাম করতেন। সে প্রোগ্রাম আমি দেখতাম। তারপর মোস্তফা জব্বার প্রোগ্রাম করতেন। মোস্তফা জব্বারের অনেক ইগো । তিনি ফেইসবুকে সবার ভুল ধরতেন।
২৮ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
যামিনী সুধা বলেছেন:
ড: ইউনুস ও উনার ২ ভাই বিশ্বের সেরা এনজিও প্রধানরা ও সেরা শঠেরা।
৬|
২৮ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৪৯
সৈয়দ কুতুব বলেছেন: জাফর ইকবাল আওয়ামী লীগের প্রতি সফট কর্ণার ছিলো কিন্তু ছাত্রলীগের হাতে তিনি এবং তার স্ত্রী অপমানিত হয়েছেন। কায়কোবাদ শেষ দিকে চুপ ছিলেন। কারণ উনাদের ক্যারিকুলামের প্রচুর বদনাম ছিলো। নিজেদের নাম নিজেরা খারাপ করেছেন।
আহমদ ছফা এবং উনার গুরু অধ্যাপক আবদূর রাজ্জাক কে নিয়ে আপনার কি ধারণা ?
সাকা চৌধুরীর পোস্ট টা গতকাল পড়েছেন দেখলাম। সাকার একজন সাক্ষী নিজেকে ভুয়া মুক্তিযোদ্ধা দাবী করতো। আমার নানার বাড়ির পাশে সে রাষ্ট্রীয় প্রটোকলে থাকতো। কি বাঙালি যেন নাম ! তার বড়ো ভাই মুক্তিযোদ্ধা ছিলেন। লোকটা দোকানে প্রচুর বাকি খেত। মানুষ থেকে টাকা ধার নিয়ে দিতো না।
সাকা শ্রী কুন্ডুশ্বরী হত্যায় ফেসে গেছেন ?
২৮ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
যামিনী সুধা বলেছেন:
সাকা ছিলো বিশাল পান্ডা; কুন্ডেশ্বরীর নতুন বাবাুকে সে নিজ হাতে হত্যা করেছে বলে, বাবূর চাকর বলেছিলো।
রাজ্জাক রাজনীতি বুঝতেন; তবে, দলে রাজনীতির মুল্য ছিলো না; আহমেদ ছফা নিয়ে আমার ধারণা তেমন নেই।
৭|
২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:২১
কামাল১৮ বলেছেন: ঠিক যায়গায় আঘাত করেছে মৌলবাদীরা।শিক্ষায় জাতী গঠনের সূতিকাগার।
২৮ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:০৬
যামিনী সুধা বলেছেন:
আপাতত জাতিকে পুরো ইয়েমেন বানাতে পেরেছে জংগীরা। তবে, ইহার অবসান হবে।
৮|
২৯ শে এপ্রিল, ২০২৫ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: মাঝে মাঝে মনে হয় আপনি ভবিষ্যত দেখতে পারেন।।
২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:১১
যামিনী সুধা বলেছেন:
৩০ জন ব্লগারের মাঝে ২০ জনই বিবিধভাবে ভুয়া, এদের লেখা গার্বেজ; এরা দেশের ও বিশ্বের চলমান বিষয় নিয়ে কোন কিছুই সঠিকভাবে লিখতে পারে না, জাতির অবস্হা বুঝে না।
৯|
৩০ শে এপ্রিল, ২০২৫ ভোর ৪:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মোল্লা সফি হুজুরের দোয়ার বরকতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের শিক্ষাপ্রতিশ্ঠানগুলো অনেক আগেই মাদ্রাসায় পরিণত হয়েছে।
১০|
৩০ শে এপ্রিল, ২০২৫ ভোর ৬:১৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মব কালটার চালু করে এরা মানুষের কোমলতম গুণটিকে শেষ করে দিয়েছে।
আগামীতেও মব কালচার হবে।
এবং জেনে শুনেই হবে।
১১|
০১ লা মে, ২০২৫ বিকাল ৩:৩৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তাহার বড় চেয়ে বড় ভুল ছিল মাদ্রাসার সনদকে বিশ্ববিদ্যালয়ের সমমানের মর্যাদা দেয়া।
তিনি বুঝলেন না এটা করে তিনি কত বড় অন্যায় করলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে।
মোল্লা শফির চ্যালারা কি তাকে কখনো ভোট দিবে?
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:১৮
সৈয়দ কুতুব বলেছেন: 'আরাকানে মুসলিম রাজ্য' নিয়ে সামুতে পোস্ট দেয়ার পর "মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ অঞ্চল নিয়ে স্বাধীন দেশ গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে জামায়াতে ইসলামী। গত রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফরে আসা চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। " সামুতে জামাতীরা একটিভ। দেখেছেন কিভাবে আমার পোস্টের কারণে তাদের মাথায় বুদ্ধির উদয় হইলো !