নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যামিনী সুধা

যামিনী সুধা › বিস্তারিত পোস্টঃ

আমরা যদি আজকেও পাকিস্তানে থাকতাম, কিংবা ভারতের অংশ হতাম!

২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৯



কিছু কিছু ব্লগার বেকুবী পোষ্ট লেখেন যে, ১৯৪৭ সালে আমরা ( পুর্ব বাংলা ) যদি বৃহত্তর ভারতের অংশ হয়ে কলোনী থেকে স্বাধীনতা পেতাম, আমরা ভালো থাকতাম! এসব ব্লগারেরা অবশ্যই প্রশ্নফাঁস জেনারেশনের অংশ, এরা জানেও না যে, তাদের থেকে বড় বড় মাথা এসব নিয়ে অনেক ভেবেচিন্তে আমাদের এলাকাকে পাকিস্তানের অংশ করেছিলেন।

ভারতের সাথে থাকলে, ভারতের বর্তমান ২২ কোটী মুসলমানের মতো অবস্হা হতো আমাদেরও। এর বাইরে, পুর্ব বাংলার মানুষ শিখদের ও আসামীদের মতো, কিংবা কাশ্মীরীদের মতো সমস্যায় ভুগতো।

আজকে পাকিস্তানের সাথে থাকলে, আমাদের মাঝে যেই পরিমাণ সন্ত্রাসী ( জামাত-শিবির, এনসিপি ) আছে, ইহা ব্যতিতও আরো থাকতো বাংলাদেশী তালেবান, লস্কর-ই-তৈয়বা, জশ-ই- মোহাম্মদ। আমাদের অনেক লোকজন নিয়মিতভাবে আজাদ কাশ্নীরে বাস করে তাদের ভাইদের সাথে থেকে কশ্মীরের স্বাধীনতার জন্য লড়তো।

আমরা পাকিস্তানের সাথে নেই; কিন্তু পাকিস্তান আমাদের সাথে আছে। আমাদের জিয়া ও এরশাদকে ক্ষমতায় আনতে পাকিস্তান আমেরিকার সাথে ছিলো। আমাদের দেশে এবারের ক্যু'তে জামাত শিবিরের ভাড়াটে বিপ্লবীরা পাকিস্তনের প্রোডাক্টস, পাকিস্তান এদেরকে সামরিক ট্রেনিং দিয়েছে।

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৯

সৈয়দ কুতুব বলেছেন: জিন্নাহ, মাওলানা আবুল কালাম আজাদ কে নিয়ে আপনার কি ধারণা? তারা কি শ্রদ্ধা পাওয়ার মতো নেতা?

২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০৯

যামিনী সুধা বলেছেন:




জিন্নাহ অবশই কিছুটা বুদ্ধিমান ছিলেন, বুঝতেন মুসলমানরা "এক ভারতে" সুবিধা করতে পারবে না; কিন্তু তিনি পাকিস্তানের মানুষকে আধুনিক বিশ্বের দিকে নেয়ার জন্য কিছুই করেননি; বরং অপ্রয়োজনীয় মুসলিম সংস্কৃতির দিকে নিয়ে যান; উর্দুর প্রতি টান সেটাই প্রমাণ করে; তখন দরকার ছিলো ইংরেজী ভাষা।

মওলানা আজাদ বাকী মোল্লাদের মতোই কমবুদ্ধিমান ছিলেন।


২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:১১

যামিনী সুধা বলেছেন:




জুলভার্নের আজকের পোষ্টে ১টা কমেন্ট করেন! ভুয়ার ভুয়া কথা।

২| ২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: তখনকার প্রেক্ষাপটে ভারতীয় মুসলিমরা দেশপ্রেম দেখাতে গিয়ে আজকের এই দশা...

২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:২৮

যামিনী সুধা বলেছেন:



কারণ, মুসলামনেরা পড়ালেখা তখনো করতো না, এখনো করে না; তাদেরকে বেহেশতে যাবার জন্য মাদ্রাসায় যেতে হয়।

৩| ২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:২২

সৈয়দ কুতুব বলেছেন: জিন্নাহ কেন তাহলে মাওলানা আজাদ কে ভারতের মুসলিম দের তত্ত্বাবধায়নে রেখে গেলেন? এমন কিছু পড়েছিলাম।

২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩১

যামিনী সুধা বলেছেন:




আপনি গার্বেজদের লেখা গার্বেজ পকরতে পারতেন।ড়েছেন। মাওলানা আজাদের মাথায় মগজ থাকলে, কংগ্রেসের সাথে কাজ করে সব মাদ্রাসা বন্ধ করে, মাইনোরিটিদের জন্য ভালো ও ফ্রি স্কুল কলেজ করতেন।

৪| ২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:২৯

সৈয়দ কুতুব বলেছেন: খুবই খারাপ ঘটনা ঘটেছে। চিটাগাং এর আহলে সুন্নাহ আল জামায়াতের(ইসলামি ছাত্রসেনার) এক আলেম কে 'মব জাস্টিস' করে মারধর করা হয়েছে। বেচারা সুন্নীদের আলাদা মার্চ ফর গাজা প্রোগ্রামে এসেছিলো। তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ এনে মারা হয়েছে। ঘটনার সাথে শিবিরের সম্পৃক্ততা আছে বলে অভিযোগ আছে। :( । ঠান্ডা পন্থীদেরও গরম করে ফেলা হচ্ছে।

২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭

যামিনী সুধা বলেছেন:



শিবির ২য় স্বাধীনতা এনেছে, হাজার হাজার মানুষের প্রাণ যাবে।

৫| ২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫১

কামাল১৮ বলেছেন: আপনি মুসলমানদের পৃথক রাষ্ট্রের পক্ষে,আমি অবিভক্ত ভারতের পক্ষে।পঁচিশ কোটি মুসলিম এখনো ভারতে আছে।তারা আমাদের থেকে ভালো আছে।

২৯ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৯

যামিনী সুধা বলেছেন:



ওরা আমাদের চেয়ে ভালো নেই আসলে, ওরা পেছেন পড়ে গেছে; কাভার করার উপায় নেই; কারণ, ভারতীয় হিন্দুরা ওদেরকে নিজেদের সমান নাগরিক হিসেবে মানসিকভাবে নেয় না।

৬| ২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৫

কামাল১৮ বলেছেন: লক্ষ লক্ষ মুসলিম মাদ্রাসায় লেখাপড়া করে।পশ্চিম বাংলা ছাড়া বাকি হিন্দুরা ইংরেজি মাধ্যমে পড়ে।এই কারনে পিছিয়ে আছে।পিছিয়ে থাকার জন্য দায়ী ধর্ম।দেশ ভাগ না হলে অনেক প্রদেশে মুসলমানরা ক্ষমতায় থাকতো।ধর্মের বিভাজন এতো স্পষ্ট হতো না।ইউরোপের পর্যায়ে থাকতাম আমরা।

২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:১১

যামিনী সুধা বলেছেন:



দেশ ভাগ না'হলে, পুর্ব বাংলা অন্চলে "জমির মালিকানা কার হাতে বেশী থাকতো?"

পশ্চিম বাংলার মুসলামনদের মাঝে "অনেক মানুষ চরমপন্হী", সেটা ঘটতো পুর্ব বাংগলায়ও; ফলে, অবস্হা হতো কাশ্মীরের মতো।

৭| ২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৮

কামাল১৮ বলেছেন: ভাগ হয়ে আমরা ভালো আছি না ওরা ভালো আছে।

২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:১৪

যামিনী সুধা বলেছেন:




ভারত ১ হাজার গুণ ভালো আছে; কাশ্মীর দোযখে পরিণত হয়েছে; ভারতের অন্য এলাকার মুসলমানেরা পেছনে পড়ে গেছে, আরো পেছনে চলে যাবে; কারণ, হিন্দুরা মনে করেছে যে, মুসলমানেরা ভারতকে মাতৃভুমি হিসেবে ভালোবাসে না।

৮| ২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৪০

সৈয়দ কুতুব বলেছেন: @কামাল১৮ এবং যামিনী সুধা, আপনারা অতীত নিয়ে পড়ে আছেন এখনো ! এদিকে 'মানবিক করিডোর' দিচ্ছে বাংলাদেশকে ত্রাণ পাঠানোর জন্য। আমরা কিসের মধ্যে পড়লাম? আইএমএফ লোন দিবে না মনে হয়। কক্সবাজারের শিলখালীতে শোনা যাচ্ছে মিলিটারি বেইস হবে ! B:-)

২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৩

যামিনী সুধা বলেছেন:



আপনারা অতীত না'জানাতে শিবিরকে "বিপ্লবী" হিসেবে ধরেছেন ও আমেরিকান ক্যুকে বিপ্লবে হিসেবে গুণেছেন।

৯| ২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ৯:৫৮

এইচ এন নার্গিস বলেছেন: সঠিক কথা বলেছেন ।

২৯ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪৪

যামিনী সুধা বলেছেন:




এখন জামাত-শিবির আমাদেরকে পাকিস্তানে পরইণত করার চেষ্টা করছে।

১০| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১:৫৯

কামাল১৮ বলেছেন: চরম পন্থিরা ধর্মীয় পরিচয়ে কাউকে আঘাত করে না। তাদের সংগ্রাম শ্রেনী শত্রুর সাথে।
আমি বাংলাদেশের প্রায় সবগুলি চরম পন্থির নেতাদের সাথে মিশেছি এবং আলাপ করেছি।তাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি।নীতিগত কোন সমস্যা নাই মূল সমস্যা হলো কৌশল গত।
নদী পারহতে হবে এই বিষয়ে সবাই একমত কিন্তু উপায় হিসাবে একমত না।কেউ বলছে নৌকায় ,কেই বলছে স্টিমারে কেউবা বলছেন সাতরে।এই সমস্যা রাশিয়ায় ছিলো চীনেও ছিলো।

৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ২:১৩

যামিনী সুধা বলেছেন:




রাশিয়া ও চীনের অনেক শিক্ষিত মানুষ সমাজতন্ত্র কায়েমের জন্য নেতৃত্ব দিয়েছিলেন; বাংলাদেশে কোন সমাজতান্ত্রিক নেতা ছিলো না, যিনি সমাজতান্ত্রুিক অর্থনীতি বুঝেন।

১১| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ২:১৮

কামাল১৮ বলেছেন: @কুতুব,বাংলাদেশের পাশেই হবে খুষ্টান ও ইহুদি রাষ্ট্র আর ক্ষমতায় তাকার বিনিময়ে একে সাহায্য করছে ইউনুস সরকার।গাজায় যেতে হবে না বাংলাদেশই গাজা হবে।জিহাদী হবার রাস্তা পাকা হয়ে গেলো।

১২| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ২:৩৯

কামাল১৮ বলেছেন: উৎপাদন ব্যবস্থা ক্যাপিটের হাত থেকে জনগনের হাতে নিয়ে আসাই সমাজতন্ত্র।চীনের সমাজতন্ত্র আর রাশিয়ার সমাজতন্ত্র হুবহু এক না।রাশিয়া ছিলো শিল্পে আধা উন্নত আর চীন ছিলো কৃষি নির্ভর একটি দেশ।দুটি দেশ দুই ভাবে সমাজতন্ত্রে উন্নীত হয়।বিপ্লবের চরত্র এক না।রাশিয়ায় হয় শিল্প বিপ্লব আর চীনে হয় কৃষি বিপ্লব।

৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ২:৫৯

যামিনী সুধা বলেছেন:




সঠিক।

কিন্তু জনতাকে ঐক্যবদ্ধ করার জন্য অর্থনৈতিক রোডম্যাপ দেখাতে হয়; সেটা করার মতো শক্ত ও জ্ঞানী মানুষের দরকার ছিলো।

১৩| ৩০ শে এপ্রিল, ২০২৫ ভোর ৫:৩৭

কামাল১৮ বলেছেন: জ্ঞানী মানুষের অভাব ছিলো না।প্রয়োজন ছিলো যোগ্য নেতৃত্ব।জ্ঞানী হলেই নেতৃত্ব দেয়ার ক্ষমতা গড়ে উঠে না।আমাদের ক্ষুদ্র উৎপাদন ব্যবস্থায় নেতা গড়ে উঠার সুযোগ কম।জাতীয় নেতা গড়ে উঠলেও শ্রমিক শ্রেনীর নেতা গড়ে উঠে নাই।শ্রমিক শ্রেনীর নেতা ছাড়া সমাজতান্ত্রীক আন্দোলন সম্ভব না।

৩০ শে এপ্রিল, ২০২৫ সকাল ৯:২৫

যামিনী সুধা বলেছেন:




অনেক কর্মী ছিলো, নেতা ছিলো না।

১৪| ৩০ শে এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৮

সৈয়দ কুতুব বলেছেন: আপনার কি শরীর খারাপ ? দ্রুত ঘুম থেকে উঠে যান দেখি।

৩০ শে এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪

যামিনী সুধা বলেছেন:



আমার শীরের অবস্হা ভালো নয়; চোখের সমস্যার কারণে শীঘ্রই আমি লেখা বন্ধ করে দেবো।

১৫| ৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৩৪

মিরোরডডল বলেছেন:




১৯৭৪৭ সালে আমরা ( পুর্ব বাংলা )

সালটা ঠিক করে নিবে।

আমার শীরের অবস্হা ভালো নয়; চোখের সমস্যার কারণে শীঘ্রই আমি লেখা বন্ধ করে দেবো।

please take care yourself.
অনেক বেশি সময় স্ক্রীনে থাকার দরকার নেই।
অবশ্যই আসবে, কিন্তু সীমিত সময়ের জন্য।



৩০ শে এপ্রিল, ২০২৫ রাত ১০:৪২

যামিনী সুধা বলেছেন:



ধন্যবাদ।
কি টাইপ করি, নিজেও জানি না।

১৬| ০২ রা মে, ২০২৫ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের অবস্থা ভালো না।
গজব অবস্থা চারিদিকে। আগামী কয়েক মাসে ভয়ংকর কিছু ঘটবে।

০২ রা মে, ২০২৫ বিকাল ৫:৩৭

যামিনী সুধা বলেছেন:



আমেরিকান দুতাবাসের সাথে পাকিস্তানীরা জামাত-শিবির ও অন্যান্য মৌলবাদীদের ট্রেনিং দিচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.