নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যামিনী সুধা

যামিনী সুধা › বিস্তারিত পোস্টঃ

জাতির এই অবস্হায় আপনি কোনভাবে জাতিকে সাহায্য করার কথা ভাবেন?

০২ রা মে, ২০২৫ সকাল ৭:৪৮



কেহ কেহ বলছে যে, জাতি ২য়'বার স্বাধীনতা অর্জন করেছে; দেশে বিপ্লব হয়েছে; নোবেলজয়ী মানুষ দেশ পরিচালনার ভার নিয়েছে; বিপ্লবীরা সরকারে আছে, আছে অনেক থিংকট্যাংক! জাতির দুষ্টরা পালিয়ে গেছে!

জাতি এখন যেখানে আছে, এই অবস্হায় জাতি নিজের থেকেই নিজে ভালোর দিকে, উন্নতির দিকে যেতে পারবে? নাকি শিক্ষিত লোকজনের সাহায্য লাগবে? শিক্ষিত লোকজনের সাহায্য লাগলে আপনি কিভাবে সাহায্য করতে পারবেন? নাকি উল্টো আপনি জাতির থেকে সাহায্য কামনা করছেন?

আমার ধারণা, কিছু কিছু জ্ঞানী ব্লগার খুবই ভালো পজিশনে আছেন; যেমন মে ঠোপথ, নতুন নকীব, জুল ভার্ণ, ভুয়া; আমার মনে হয়, এরা জাতিকে সঠিক কক্ষে নিয়ে যেতে পারবেন; আপনিও কিছু করার কথা ভাবলে জানাবেন; আমরা, বাকীরা উৎসাহিত হবো।




মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২৫ সকাল ১০:১৯

সৈয়দ কুতুব বলেছেন: যাদের নাম উল্লেখ করেছেন তারা অনেক উপদেষ্টা থেকে ভালো করবেন। কিছু উপদেষ্টা একেবারে মাকাল ফল!

০২ রা মে, ২০২৫ সকাল ১০:৩৭

যামিনী সুধা বলেছেন:



উপদেষ্টারা ও তাদের মতো আরো অনেক বাংগালী আছে, যাদেরকে আমেরিকা ২ পয়সা দিয়ে কিনে রেখেছে।

২| ০২ রা মে, ২০২৫ দুপুর ১২:১২

নূর আলম হিরণ বলেছেন: বাঙ্গালীরা কাজ না করে সাফল্য পেতে চায়, ভাবে আমি না করলে কি হয়েছে আরেকজন তো করবে। ঐ আরেকজনও তাইই ভেবে বসে থাকে!

০২ রা মে, ২০২৫ বিকাল ৪:৪৪

যামিনী সুধা বলেছেন:



৩০ জন ব্লগারের মাঝে ৪/৫ জন ব্যতিত অন্যেরা দেশের অবস্হা, বিশ্বের অবস্হাই বুঝে না।

৩| ০২ রা মে, ২০২৫ দুপুর ১২:১২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লোভী, পটেনশিয়াল দুর্নীতিবাজ জাতির মধ্যে ২/৩ জন ভাল মানুষ কিছুই করতে পারবে না। এদের জন্য দরকার আর্মি অথবা রাজতন্ত্র...

০২ রা মে, ২০২৫ বিকাল ৫:১৩

যামিনী সুধা বলেছেন:



বার্মা, পাকিস্তান, বাংলাদেশ ও মিশরকে ধ্বংস করেছে মিলিটারী। এবারের ক্যু আমাদের জাতিকে ইয়েমেনে পরিণত করেছে; ইহাকে আল্লাহও আর ঠিক করতে পারবেন না।

৪| ০২ রা মে, ২০২৫ সন্ধ্যা ৬:৫৬

শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: চমৎকার একটি লেখনী! আজকের জাতীয় বাস্তবতায় এই ধরনের আত্মজিজ্ঞাসা অত্যন্ত প্রাসঙ্গিক। পরিবর্তনের জন্য শুধু রাষ্ট্র বা নেতৃত্বকে দোষারোপ না করে, বরং নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল হওয়াটাই এখন সবচেয়ে জরুরি। শিক্ষা, সততা ও সচেতনতা—এই তিনটি অস্ত্র দিয়েই জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। লেখাটির জন্য ধন্যবাদ, এমন কথাবার্তা আরও বেশি করে ছড়িয়ে পড়ুক সমাজে।

০২ রা মে, ২০২৫ সন্ধ্যা ৭:১৪

যামিনী সুধা বলেছেন:



আমকি বুঝতে চাচ্ছি যে, আমাদের ৩০ জন ব্লগার দেশের বর্তমান অবস্হা বুঝার মতো দক্ষ কিনা, এবং দক্ষ হলে, উনি কিভাবে জাতিকে সাহায্য করতে পারেন!

ব্লগার নকিব সাহেব দোয়া জানেন, যেটা পড়লে বজ্রপাত থেকে রক্ষা পাওয়া যায়।

ব্লগার "সত্যপথিক শাইয়ান" রোবোটিক টেকনোলোজীতে এক্সপার্ট, সৌদীতে আলু রপ্তানী করার কথা।

ব্লগার না'হল তরকারী পলিটিক্যাল সায়েন্সে মা্ষ্টার্স; উনি ফার্মেসী টেকনিশিয়ান হওয়ার জন্য ট্রেনিং নিয়েছেন মনে হয়। দেখা যাক, নকল ঔষধ বিক্রয় শুরু করেন কিনা।

৫| ০২ রা মে, ২০২৫ রাত ৮:৩৬

কামাল১৮ বলেছেন: বর্তমানে জাতির মূল সমস্যা গনতন্ত্র।তিন চারটা সুষ্ঠু নির্বাচন হলে জাতি সঠিক পথে চলে আসবে।নয়তো কানা গলিতে হারিয়ে যাবে।এক সময় রাষ্ট্রই বিলিন হয়ে যাবে।
ভারত তার পাশে দুষ্ট রাষট্রকে সহ্য করবে না।

০২ রা মে, ২০২৫ রাত ১০:১৫

যামিনী সুধা বলেছেন:



এখনই গাজার মতো অবস্হা, মানুষজানে যে, কোন সরকার নেই; যেগুলো আছে, এগুলো আমেররিকার ক্রীতদাস।

৬| ০২ রা মে, ২০২৫ রাত ১১:২৭

আঁধারের যুবরাজ বলেছেন: কামাল১৮ বলেছেন: ভারত তার পাশে দুষ্ট রাষট্রকে সহ্য করবে না।

- ভারত নিজেই দুষ্ট রাষ্ট্র ,প্রতিবেশী কোনো দেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো না। গত ১৬/১৭ বছর শুধু মাত্র ভারতের জন্য আওয়ামীলীগ বিনা ভোটে জাতির ঘরে চেপে বসতে পেরেছিলো। যার ফলে শেখ হাসিনা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

০২ রা মে, ২০২৫ রাত ১১:৫৮

যামিনী সুধা বলেছেন:


শেখ হাসিনার জালিয়াতী ভোটের পেছনে ছিলো ব্যুরক্রেটরা, পুলিশের বড় পদের লোকজন ও সেনাবাহিনীর কিছু বড় পদের অফিসার। আওয়ামী লীগের অনেকেই এই ধরণের জালিয়াতীর বিরোধীতা করেছে।

৭| ০৩ রা মে, ২০২৫ রাত ১২:০২

আঁধারের যুবরাজ বলেছেন: ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসে নির্বাচনে হস্তক্ষেপ করেছিল। এই কথা দেশের সবাই জানে।

০৩ রা মে, ২০২৫ রাত ১:০৩

যামিনী সুধা বলেছেন:


ভারতের সব দলের নেতরাই বিশ্বমানের রাজনীতিবিদ।

বাংলাদেশের বিএনপি ও জাপা ছিলো মিলিটারীর দল, জামাত-শিবির ছিলো ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের দল। ভারত জানতো যে, আওয়ামী লীগ ঠিক মতো ভোট করে না; কিন্তু মন্দের মাঝে ওদেরকেই দেশের মিলিটারী ও ব্যুরোক্রেটরা চালায়।

৮| ০৩ রা মে, ২০২৫ রাত ১২:০৬

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: শেখ হাসিনার জালিয়াতী ভোটের পেছনে ছিলো ব্যুরক্রেটরা, পুলিশের বড় পদের লোকজন ও সেনাবাহিনীর কিছু বড় পদের অফিসার। আওয়ামী লীগের অনেকেই এই ধরণের জালিয়াতীর বিরোধীতা করেছে।

- প্রতিদিন হাজারবার বলতেছেন আমেরিকা হাসিনাকে সরিয়েছে এবং এই কথার সত্যতাও রয়েছে। ঠিক যে ভাবে ওরা করেছে, সেই ভাবেই আওয়ামীলীগের প্রিয় ভারত বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে। শুধু বাংলাদেশেই না, মালদ্বীপ ,নেপালেও চেষ্টা করেছে। মালদ্বীপের রাষ্ট্রপতি অভিযোগও করেছিল। যাই হোক আপনাকে এই সব বলা আর না বলা সমান কথা !

০৩ রা মে, ২০২৫ রাত ১:০৬

যামিনী সুধা বলেছেন:




আপনি, আমি, সত্যপথিক, মহাজাতক, কেহই ভারতকে পছন্দ করি না; শেখ হাসিনাও ভারতকে পছন্দ করতেন না; কোন বাংগালী ভারতকে পছন্দ করে না; ভারত সেটা জানে। ওরা বাংলাদেশের কোন ব্যপারে নাক গলানো বন্ধ করেছে কংগ্রেসের পরপরই।

৯| ০৩ রা মে, ২০২৫ রাত ১:১১

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: ভারতের সব দলের নেতরাই বিশ্বমানের রাজনীতিবিদ।

- আমি দুঃখিত ,তবে বলতেই হচ্ছে আপনার কোনো ধারণাই নাই ওদের সম্পর্কে। অবশ্যই বিশ্বমানের রাজনীতিবিদ রয়েছে ,আবার একই সাথে ভুয়াও রয়েছে। কি পরিমান সাম্প্রদায়িক রাজনীবিদ রয়েছে ভারতে ,আপনার অতি ভারত প্রেমের কারণে আপনি ধারণাও করতে পারবেন না।

উত্তর প্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী গেরুয়া পরিহিত হিন্দু সন্ন্যাসী যোগী আদিত্যনাথ এর নাম দিয়ে গুগল করুন দেখতে পারবেন। শুধু এই একটিমাত্র উদহারণ দিলাম। আরো দিতে গেলে একটা পোস্টার সমান হয়ে যাবে ! ওহ ! " গুজরাটের কসাই " এই নাম দিয়েও খোঁজ নিতে পারেন :)

০৩ রা মে, ২০২৫ রাত ৩:১৬

যামিনী সুধা বলেছেন:



আমি জানি গুজরাটের কসাই স্বয়ং মোদী; মোদীর দল কোনভাবে ভোট চুরি করতে পারে না, কারো দল ভোট চুরি করতে পারে না; কারণ, ভারতে রাজনীতি কাজ করে। ভারতে কেহ অপরাধা করার পর রাজনীতিতে আর থাকতে পারে না।

১০| ০৩ রা মে, ২০২৫ রাত ১:১৭

আঁধারের যুবরাজ বলেছেন: লেখক বলেছেন: আপনি, আমি, সত্যপথিক, মহাজাতক, কেহই ভারতকে পছন্দ করি না

- ভারতের অনেক কিছুই আমি পছন্দ করি , যে গুলি অপছন্দের সেগুলিই অপছন্দ করি। ওদের জগৎ বিখ্যাত মানুষদেরকে নিয়ে আমি আমার সন্তানদের সাথে আলোচনা করি ,গুগলে ওদের ছবিও দেখাই। ওদের জাতি বর্তমানে ভীষণ সাম্প্রদায়িক ,বিশেষ করে বাংলাদেশ এবং এই দেশের মানুষের বিরুদ্ধে ওরা প্রতিনিয়ত মিথ্যাচার করে বেড়াচ্ছে ,ঘৃণা ছড়াচ্ছে। একই সাথে ওদের ওখানে অনেক মানবিক মানুষও রয়েছে। আমি যখন আপনার সাথে ভারতের সমালোচনা নিয়ে আলাপ করি সেটা নির্দিষ্ট কিছু বিষয় নিয়েই করি। আমি কখনো বলি নাই যে ওদের সব কিছু খারাপ।

০৩ রা মে, ২০২৫ রাত ৩:১৯

যামিনী সুধা বলেছেন:



ফারাক্কা পানি নিয়ে বাংলাদেশের সাথে সঠিক আচরণ করার পর থেকে ভারতের কোন কিছুই আমি পছন্দ করি না।

১১| ০৩ রা মে, ২০২৫ রাত ৩:৫৯

ঠাকুরমাহমুদ বলেছেন:



আগরতলা আর কলতলা তো সমগ্র ভারত না। কি মনে হয়? বাংলাদেশের সাথে ভারতের মনে হয় সমস্যা নেই। যাদের সমস্যা আছে তারা হচ্ছে ভারতের বাংলা ভাষার ভারতীয় - পশ্চিম ব্ঙ্গ তথা আগরতলা আর কলতলা (কলিকাতা)।

আপনি পাঞ্জাবে গিয়ে বাংলাদেশ সম্পর্কে কারও কাছে জানতে চাইবেন? তারা বাংলাদেশ সম্পর্কে কিছুই জানে না। জানার আগ্রহও নেই, তাদের সময়ও নেই। কিছু বুঝতে পেরেছেন?

দেশ নিয়ে এতো চিন্তার কিছু নেই।

০৩ রা মে, ২০২৫ সকাল ৮:৪১

যামিনী সুধা বলেছেন:



দেশ আছে, দেশ থাকবে; তবে, মানুষ বদলে যাবে; মানুষ থেকে অমানুষের সংখ্যা বেশী হয়ে যাবে।

১২| ০৩ রা মে, ২০২৫ সকাল ১০:৫০

রাজীব নুর বলেছেন: আজ সোহরার্দী উদ্যানে হেফাজতের বিরাট সমাবেশ।
ভোর থেকে বাস করে হুজুররা সমাবেশে জড়ো হচ্ছে।

০৩ রা মে, ২০২৫ দুপুর ২:১৪

যামিনী সুধা বলেছেন:



এইসব আগাছা লিলিপুটিয়ানরা জাতিকে কলুসিত করে দিয়েছে।

১৩| ০৪ ঠা মে, ২০২৫ রাত ১:২৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আমি নিজেই আছি বিপদে।
আমারই তো সাহায্য দরকার।
আমি জাতিকে কীভাবে সাহায্য করবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.