| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পলাতক আওয়ামী সাপোর্টারদের অনেকেই এখন অন্য এলাকায় পলাতক থেকে রিক্সা চালায়। আমাদের গ্রামের ২ জন লোক এখন ঢাকায় রিকসা চালায়; ২ জনই আওয়ামী সাপোর্টার ছিলো, কোন পদে ছিলো না, সভাসমিতিতে যেতো, গ্রামের চা-দোকানে রাজাকারদের বিপক্ষে, বিএনপি ও হেফাজনের বিপক্ষে কথা বলতো।
এদের সম্পর্কে জানলাম আমাদের ইউনিয়নের চেয়ারম্যান থেকে; সে আমেরিকা চলে এসেছে; ঢাকা-চট্টগ্রাম সড়কে গ্যাস ষ্টেশনের মালিক; লেখাপড়া স্কুল অবধি। ইহা যে, ডাকাতি করেছে তাতে সন্দেহ নেই।
সে জানালো, যেই ২ জন রিকসা চালাচ্ছে, তাদেরকে প্রথমিকভাবে সাহায্য করেছে আমেরিকা থেকে সে নিজেই; কারণ, ইহা সেইফ; কেহ রিকসাওয়ালাদের নিয়ে মাথা ঘামায় না ও কেহ সাহস করে এদের গায়ে হাতও তুলবে না।
চেয়ারম্যানের মতে, হাজার হাজার পলাতক আওয়ামী সাপোর্টার এখন সৎভাবে আয় করছে ও সংঘব্ধ হচ্ছে।
০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৬:৩৪
যামিনী সুধা বলেছেন:
জিয়া আমাদেরকে পাকিস্তান বানায়েছিলো, শিবির বানায়েছে ইয়েমেন; ইহাকে আর বাংলাদেশ বানোনো যাবে কিনা, সেটাই সন্দেহ।
২|
০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৭:৪১
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: আপনার পোস্টটি পড়ে একটি পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। অফিসের গাড়ি থেকে নেমে বাড়ি ফেরার পথে নিয়মিত ব্যাটারিচালিত অটোরিকশা ব্যবহার করি—দূরত্বটা প্রায় ১০-১২ মিনিটের। এই ছোট্ট যাত্রাপথে মাঝেমাঝেই অটোওয়ালার সাথে কথায় কথায় তার জীবনকাহিনী ফুটে ওঠে। একদিন এমনই এক চালকের গল্প শুনলাম—সাতক্ষীরার এক উদ্বাস্তু। আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মামলা-হামলার ভয়ে জন্মভূমি ছেড়ে সাভারে রিকশা চালাতে বাধ্য হয়েছেন। চিংড়ি ঘেরসহ স্থানীয় ব্যবসা ছিল, কিন্তু সশস্ত্র আধিপত্যের কাছে হার মানতে হয়েছিল।
আজ সময়ের চাকা ঘুরেছে। বিএনপি-সমর্থকরা তাদের বিস্মৃত দখলদারিত্ব ফিরে পেতে মরিয়া, আর এককালের আতঙ্কের কারিগররা এখন পালিয়ে বেড়াচ্ছে। রাজনীতির এই উল্টোপাল্টা খেলায় সাধারণ মানুষের জীবনযন্ত্রণাই যেন অপরিবর্তিত থেকে যায়।
০৪ ঠা মে, ২০২৫ রাত ১০:২৯
যামিনী সুধা বলেছেন:
আওয়ামী লীগের সময় পালিয়ে বেড়ায়েছে যারা, তাদের ৯০ ভাগই ছিলো সন্ত্রাসী। আগামী লীগের ১০০ ভাগ লোক পালায়েছে শিবিরের জংগীদের ভয়ে। সাতক্ষীরার ৮০ ভাগ মানুষ সন্ত্রাসী
৩|
০৫ ই মে, ২০২৫ রাত ১:৫৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
রাজনীতিবিদ থেকে সরাসরি রিক্সাচালক - পোস্টের শিরোনাম খুব সম্ভব ২০২৫ সনের শ্রেষ্ট শিরোনাম। আমি অনেক্ষণ হেসেছি আপনার পোস্টের শিরোনাম পড়ে।
কামনা করছি - আপনি ভালো থাকুন, পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন।
০৫ ই মে, ২০২৫ রাত ৩:১৮
যামিনী সুধা বলেছেন:
বাংগালী জাতি ধ্বংস হতে হতেও নতুন নতুন রেকর্ড করে চলেছে।
৪|
০৫ ই মে, ২০২৫ রাত ২:০৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আমাদের এলাকার আলীগের নেতারাও যার যার সুবিধামতো পলাতক।
তবে নির্বাচনের পর আবার কারা কারা পালাবে সেটাও একটা আলোচনার বিষয়।
০৫ ই মে, ২০২৫ রাত ৩:১৯
যামিনী সুধা বলেছেন:
নির্বাচনের রেজাল্ট দিবে দুতাবস ও মিলিটারী মিলে।
৫|
০৬ ই মে, ২০২৫ সকাল ১০:০৮
রাজীব নুর বলেছেন: যারা আওয়ামীলীগের নেতা কর্মী তারা পলাতক। কিন্তু যারা আওয়ামীলীগের সাপোর্টার তারাও পলাতক। সাপোর্টারদের পর্যন্ত মাইর দেওয়া হচ্ছে। গতকাল সন্ধ্যায় একজন কবিকে অকথ্য ভাষায় গালি দেওয়া হয়েছে। সেই কবি দৌড় দিয়ে পালাতে চেয়েছিলেন। কিন্তু পালাতে পারেন নাই।
০৬ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৬
যামিনী সুধা বলেছেন:
আশাকরি তারা আমেরিকান ক্যু থেকে শিক্ষা নেবে!
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০২৫ সন্ধ্যা ৬:১৪
সৈয়দ কুতুব বলেছেন: আপনার বক্তব্য সঠিক ! গত ডিসেম্বর থেকে ঢাকায় বাসা পাওয়া কঠিন হয়ে গেছে। এর কারণ খুজতে গিয়ে এক হাউজিং সোসাইটির গার্ডের সাথে কথা বললুম। সে জানিয়েছে অধিকাংশ লোক তার অপরিচিত এবং মনে হচ্ছে না ঢাকায় আগে থাকতো। আরো গভীরে সে জানার চেষ্টা করে। দেখে যে উহারা পলাতক একটি দলের সাপোর্টার ! আপার লেভেল থেকে লোয়ার মিডল সবার অবস্থা সেইম। তারা পলান টুক টুক খেলছে।