| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুর ১ ব্লগার নিজের পোষ্টে লিখেছেন যে, তিনি ইসলামিক রাজনীতি ছেড়েছিলেন; এখন তিনি কোন রাজনীতিতে আছেন সেটা বলেননি। ইসলামিক রাজনীতি বলতে কোন কিছু কি ছিলো?
জুডাইজম, খৃশ্চিয়ানিজম, ইসলাম, হিন্দুইজম, এগুলো কি ধর্মতত্ব, নাকি বিজ্ঞান, নাকি ফিলোসফি, নাকি রাজনীতি, কিংবা চিকিৎসাতত্ব, নাকি অর্থনীতি? আপনার কোনটা মনে হয়?
ইসলাম ১টি ধর্ম, ঠিক অন্য যেকোন ধর্মের মতোই; কিন্তু ধর্মগুলোর মাঝে ইহা নাকি শ্রেষ্ঠ? ইহা যে শ্রেষ্ঠ সেটা কে দাবী করে? কে দাবি করেছে যে, হিন্দু ধর্মই শ্রেষ্ট? কারা দাবী করে যে, জুডাইজমই শ্রেষ্ট? সবাই যদি নিজ ধর্মকে শ্রেষ্ঠ বলে দাবী করে, কোনটি আসলে শ্রেষ্ট?
আসলে এগুলো সব কয়টাই আগের দিনের মানুষের সমাজবিজ্ঞান, যা আজকের জন্য অপ্রয়োজনীয়। মানব জাতির আগের জেনারেশনগুলো, আজকের জেনারেশনের তুলনায় খুবই কম জানতেন।
ইসলামিক রাজনীতি বলতে কিছু নেই, অতিতেও ছিলো না; সামন্তবাদে মুসলমানদের রাজা, বাদশাহ, সুলতান ছিলো; তখন দেশ চালনায় সঠিক কোন রাজনীতি ছিলো না; ছিলো রাজাদের কিছু নিয়ম, যা রাজনীতি নয়, আসলে নীচু মানের জীবন ভাবনা ছিলো।
যাক, যেই ব্লগারটি ইসলামী রাজনীতি ছেড়েছিলেন, উনার বর্তমান পোষ্টগুলো পড়ে, আপনার কি মনে হয়, উনি কি আসলে ছেড়েছেন, নাকি ছেড়ে ছিলেন, নাকি মিথ্যা বলছেন? যিনি নিজের সম্পর্কে মিথ্যা তথ্য দেন, তিনি কি রাজনীতিবিদ, তিনি কি ধর্মীয় স্কলার, নাকি প্রতারক? বাংলাদেশে কি প্রতারকের অভাব ছিলো কখনো?
০৫ ই মে, ২০২৫ বিকাল ৪:৫৬
যামিনী সুধা বলেছেন:
উনাকে নিয়ে কিছু লিখতে হলে, উনার বই "ডাস ক্যাপিটেল" থেকে লিখতে হবে; আমি সেসব নিয়ে লেখার মতো অবস্হায় নেই।
২|
০৫ ই মে, ২০২৫ বিকাল ৫:১৩
সৈয়দ কুতুব বলেছেন: আপনি শেখ সাহেব ও তাজউদ্দীন কে নিয়ে প্রায়শই বিভিন্ন কথা বলেন। কিন্তু তাজউদ্দীন বাদে আর যে তিনজন জাতীয় নেতা আছে তাদের ভূমিকা নিয়ে তেমন কিছু লিখেন না। উনারা কি এতটা মেধাবী ছিলেন না?
০৫ ই মে, ২০২৫ বিকাল ৫:২৯
যামিনী সুধা বলেছেন:
মিলিটারী শেখসহ ৫ জন আওয়ামী নেতাকে হত্যা করেছিলো; তাদের মাঝে শেখ ও তাজউদ্দিন ছিলেন জাতীয় নেতা; অন্য ৩ জন আওয়ামী নেতা।
বর্তমানে আমাদের কোন জাতীয় নেতা নেই; আছে অনেক জাতীয় বিশ্বাসঘাতক ও জাতীয় সুদখোর।
৩|
০৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:১১
সৈয়দ কুতুব বলেছেন: ইইউ সংস্কারের জন্য ড.ইউনূস কে সময় দিতে রাজি। আসলে তারা হিসাব কষছে কিভাবে রিফাইন্ড আম্লিক কে নির্বাচনে আনা যায়৷ যত যাই বলুক আম্লিক ব্যতীত নির্বাচন হবে কিনা ডাউট আছে। তাই সংস্কারের মূলা ঝুলিয়ে দিচ্ছে। আর আছে রাখাইনে মানবিক করিডোর দেয়া সংক্রান্ত ব্যাপার ! এতই যদি ইন্টেরিম কে সাপোর্ট করতো তবে আইএমএফ- এডিবি-জাইকা বাংলাদেশ কে লোন সহায়তা দিতো।
০৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:২৫
যামিনী সুধা বলেছেন:
আইএমএফ'এর ৪ বিলিয়ন ডলারের ক্রেডিট লাইন ছিলো শেখ হাসিনার সরকারের সাথে; উহা থেকে অর্ধেক দিয়েছে সাময়িক সরকারকে দেশ চলানার জন্য; কিন্তু হাসিনার সাথে চুক্তির সময়ের থেকে দেশের অবস্হা বর্তমানে অনেক খারাপ হওয়ায়, কিস্তি ছাড়ছে না; আইএমএফ চাচ্ছে, আমেরিকা আরও গ্যারান্টি দিক।
আমাদের বিপ্লব নিয়ে, ইইউ যা জানে ব্লগারেরা তা জানে না; ইইউ'কে আমেরিকার সাথে চলতে হয়। তবে, ইইউ জানে না, বাংলাদেশ নিয়ে ট্রাম্প কি করতে পারে।
৪|
০৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগে রাজনীতি নিয়ে সবচেয়ে বেশি যিনি পোস্ট দিয়েছেন তিনি - আপনি নিজে। এখন আপনি যদি লিখেন ধর্মের সাথে রাজনীতির কোনো যোগসূত্র আছে কিনা? তাহলে তো বড় বিপদ!
০৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২২
যামিনী সুধা বলেছেন:
ধর্ম যখন সৃষ্টি হয়েছে, তখন রাজনীতি করতো রাজারা ও নায়েবেরা; সেই ধারণা ধর্মে আছে; এখন রাজনীতি করছে শিক্সিত মানুষ; ফলে, ধর্মের রাজনীতি মানব সমাজের জন্য ভালো করতে পারবে না। সুদান, বাংলাদেশ, কংগো, লিবিয়ায় সরকার নেই; কারণ, সেখানকার বড় অংশ মানুষ ধর্মকে রাজনীতির উৎস
৫|
০৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৬:৪৬
সৈয়দ কুতুব বলেছেন: দেশের ইকোনমি খারাপ হওয়ার কারণ আওয়ামী অর্থনৈতিক মডেল ! আমলা আর নেতারা লুটেপুটে খেত আর সেই টাকা কালো থেকে সাদা করার জন্য বাড়ি-ঘর, রেস্টুরেন্ট ও ফিল্মে টাকা খাটাতো ! এতে প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে । আবার অনেক নেতা ও কর্মী বিভিন্ন খামারের সাথে যুক্ত ছিলো। এতেও বেশ কর্মসংস্থান হয়েছে। এখন সব কিছুই বন্ধ। সরকার লুটেরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। এতে অনেকে কর্মহীন হয়ে পড়েছে। যারাই কর্মহীন হয়েছে তারাই অটো রিকশা চালানোর দিকে ঝুকে পড়েছে। সমাজে ভোগের পরিমাণ কমে গেছে ।
০৫ ই মে, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
যামিনী সুধা বলেছেন:
আওয়ামী মডেল ছিলো ৬ দফা ও বাকশাল; সেটাকে বন্ধ করার জন্য শেখ ও তাজউদ্দিনকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনা প্রাণ হারানোর ভয়ে বাকশাল শব্দটা মুখেও আনেনি; উহা মুখে আনলে, ১৯৯৬ সালের আগেই বাংলাদেশ মিলিটারী উনাকে হত্যা করতো।
বেগম জিয়ার সময় ডাকাতী চালু হয়েছিলো, সেটা চলছে শেখ হাসিনার সময়, এখন উহাই চলছে।
৬|
০৫ ই মে, ২০২৫ রাত ৮:০৩
ঠাকুরমাহমুদ বলেছেন:
রাজনীতিতে অনেক অস্ত্র ব্যবহৃত হয়। ধর্ম রাজনীতিতে ব্যবহৃত একটি অস্ত্রের নাম। ধর্ম যেই দেশে রাজনীতিতে ব্যবহৃত হচ্ছে সেই দেশে ভালো কিছু করার ব্যবস্থা নেই। কারণ ধর্ম মানুষকে অধর্মের কাছে নিয়ে যায়। - ঠাকুরমাহমুদ।
০৫ ই মে, ২০২৫ রাত ৮:২৮
যামিনী সুধা বলেছেন:
ধর্ম মানুষকে আধুনিক বিশ্ব থেকে দুরে রাখে; ধর্মীয়রা রাজনীতি, অর্থনীতি দেশ পরিচালনার মতো দরকারী জ্ঞানে বিশ্বাস করে না।
৭|
০৫ ই মে, ২০২৫ রাত ১১:২০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
যে ধর্ম যুদ্ধ আর খুন খারাবীর কথা বলে সে ধর্ম কি সেরা?
এই হাদিসটি নিয়ে আপনি কী বলবেন?
রাসূল (সা.) বলেছেন, 'কুরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই।
০৬ ই মে, ২০২৫ রাত ১২:০৩
যামিনী সুধা বলেছেন:
এগুলো নবী বললেও মনে রাখার মতো কেহ ছিলো না; এগুলো বেদুইন সমাজের প্রচলিত নিয়ম কানুনের কথা।
০৬ ই মে, ২০২৫ রাত ১২:০৪
যামিনী সুধা বলেছেন:
বেদুইনদের মাঝে বলি দেয়ার প্রথা সব সময় ছিলো।
৮|
০৬ ই মে, ২০২৫ রাত ২:৫৪
কামাল১৮ বলেছেন: যতগুলি প্রচলিত ধর্ম আছে তার মধ্য সর্বনিকৃষ্ট ইসলাম ধর্ম।এই ধর্ম অন্য সকল ধর্মকে ঘৃনা করে।কোন মুসলিম ধর্ম ত্যগ করলে তাকে হত্যার নির্দেশ ইসলাম ধর্মে আছে।কি যঘন্য নির্দেশ।এই কারণে প্রথিবীর অন্য ধর্মের লোকেরা মুসলমানদের খারাপ চোখে দেখে।
আমি সবথেকে বেশি সময় নষ্ট করেছি,ইসলাম ধর্ম নিয়ে লেখা পড়া করে।প্রথম নিকে আমি ইসলামের কোরান হাদিস দিয়েই ইসলামের বিরোধিতা করতাম।আপনার একটা মন্তব্যে আমার ভুল ভাঙ্গে।আপনি বলেছিলের,নিজের থেকে লিখুন।তার পর কোরান হাদিস বাদ নিয়ে নিজের থেকে লিখতে চেষ্টা করি।আমার সেই নিকটি সোলেমানি ব্যান খায়।ব্লগের প্রায় সবাই আমার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী বলে রায় দেয়।
৯|
০৬ ই মে, ২০২৫ রাত ২:৫৯
কামাল১৮ বলেছেন: ইসলাম প্রতারণা সমর্থন করে ধর্ম রক্ষার নামে।হাদিস কোরান থেকে রেফারেন্স দিতে পারি।
১০|
০৬ ই মে, ২০২৫ সকাল ১০:০২
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের উন্নতি না হওয়ার পেছনে প্রধান কারন হচ্ছে ধর্ম।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০২৫ বিকাল ৪:৫০
সৈয়দ কুতুব বলেছেন:
উহার স্মরণে একলাইন লিখবেন?