| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ অরাজকতার মাঝে ডুবে গেছে; কারণ, বেশীরভাগ নাগরিক দেশের সমস্যা বুঝার মতো জ্ঞানী নন। শেখ হাসিনা যেভাবে দেশ চালাচ্ছিলেন, উহা যে সঠিক নয়, সেটা আওয়ামী লীগের রাজনীতিবিদরা বুঝার মতো অবস্হানে ছিলো না; তারা বুঝতে পারলে, এবং তারা শেখ হাসিনাকে থামালে, আজকের অবস্হানে আসতো না দেশ। শেখ হাসিনাকে থামায়েছে আমেরিকা, সাথে নিয়েছিলো দেশের পরাজিত শক্তিকে; ফলে, দেশ ভয়ংকর অরাজকতার মাঝে ডুবে গেছে।
আওয়ামী লীগের দুর্বলতার কারণে ১৯৭১ সালের পরাজিতরা দেশ দখল করলেও, তারা ঠিক আগের থেকেও পেছনে পড়ে গেছে, দেশ তারা চালাতে পারবে না; ওদের থেকে দেশকে আবারো উদ্ধার করতে হবে শিক্ষিত ও স্বাধীনতাকামীদেরই।
আমেরিকান ক্যু বেশ কয়েকবার হওয়ার পরও, স্বাধীনতাকামীরা ইহাকে এবারও সময় মতো বুঝতে পারেনি। শেখ ও তাজুদ্দিনকে হত্যা করার পরও দেশ প্রেমিকেরা আমেরিকা ও সেনাবাহিনীর ভুমিকাকে পরিস্কারভাবে বুঝতে ভুল করছে, কিন্তু এই ২টি ভয়ংকর শক্তিকে সঠিকভাবে বুঝতে না'পারলে, সঠিক পদক্ষেপ নেয়া সম্ভব হবে না।
০৬ ই মে, ২০২৫ রাত ১২:০১
যামিনী সুধা বলেছেন:
আমেরিকা কিছু চাহে না, ওরা চেয়েছিলো যে, শেখ হাসিনা যেন ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়াকে ডলারে পে না'করে।
২|
০৬ ই মে, ২০২৫ রাত ১২:০৯
সৈয়দ কুতুব বলেছেন: রাশিয়ার সাথে পারমাণবিক চুক্তি না করে ইউরোপের কোনো দেশ(ফ্রান্সের) সাথে করলে ভালো হতো ।
০৬ ই মে, ২০২৫ রাত ১২:৩৪
যামিনী সুধা বলেছেন:
কোয়ালিটির দিক ভাবলে, রাশিয়ার চুল্লী কেনা মানে এটম বোমা কেনা।
০৬ ই মে, ২০২৫ রাত ১২:৩৬
যামিনী সুধা বলেছেন:
ইডিয়টরা বসায়েছেও ভুল যায়গায়, বসানোর দরকার ছিলো ভাটি অন্চলে: খুলনা, পটুয়াখালাীতে।
৩|
০৬ ই মে, ২০২৫ রাত ২:২৭
কামাল১৮ বলেছেন: কোন তন্ত্র মন্ত্রেই কাজ হবে না,একমাত্র গনতন্ত্র ছাড়া।আর গনতন্ত্রের জন্য চাই সকল দলের সহযোগিতা।বিএনপি গাড় তেড়ামি নাকরলে দেশের অবস্থা অন্য রকম হতো।দেশের দুর্ভাগ্য সত্যি কারের বিরোধি দল না থাকা।
০৬ ই মে, ২০২৫ রাত ৩:১৫
যামিনী সুধা বলেছেন:
বিএনপি'র লোকজন তো রাজনীতি জানার কথা নয়; সামান্য রাজনীতি যারা বুঝতো, তারা আওয়ামী লীগে কিংবা বামদের শতভাগের কোন ১ ভাগে ছিলো।
৪|
০৬ ই মে, ২০২৫ ভোর ৫:৪৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশে নতুন কালচার চালুক করেছে।
মব কালচার।
এই কালচার আগে কখনো দেখিনি।
০৬ ই মে, ২০২৫ সকাল ৮:২৫
যামিনী সুধা বলেছেন:
এগুলো দিয়ে মানুষকে ভীত করার চেষ্টা চালাচ্ছে শিবিরের জল্লাদরা।
৫|
০৬ ই মে, ২০২৫ সকাল ৮:৩৫
সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্পের এই আমলে ইসরায়েল বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে।
০৬ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৭
যামিনী সুধা বলেছেন:
সারা পৃথিবীতে মন্দা এনেছে মাত্র ১ জন লোক, সেটা ট্রাম্পল কানাডা ব্যতিত, সারা বিশ্বের রাজনীতিতে ক্রিমিনালরা যায়গা করে নিচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসায়
৬|
০৬ ই মে, ২০২৫ সকাল ৯:৫৪
রাজীব নুর বলেছেন: আমার এক বন্ধু (রাব্বি) জুলাই আন্দোলনের মামলায় কাশিমপুর কারাগারে আজ ৪ মাস ধরে। রাব্বি কোনো রাজনীতি করে না। জুলাই আন্দোলনেও ছিলো না। একজন কে আসামী করা হয়েছে। এক নম্বর আসামী শেখ হাসিনা। আমার বন্ধু রাব্বি ৪৪ নম্বর আসামী। বন্ধু থাকে বাড্ডা। অথচ গিলগাও থানায় তার নামে মামলা।
রাব্বিকে পুলিশ গ্রেফতার করার চার দিন আগে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে। রাব্বির বাবা নেই। মা অসুস্থ। রাব্বির শখ ছুটির দিনে সাইকেল চালানো। রাব্বিকে দেখতে কাশিমপুর গিয়েছিলাম। দেখতে দেয়নি। জামিনও দিচ্ছে না। অন্তবর্তী সরকার যতদিন আছে, ততদিন জামিন হবে না।
০৬ ই মে, ২০২৫ বিকাল ৪:৩৯
যামিনী সুধা বলেছেন:
দেশ দখল করেছে মগজহীন জল্লাদেরা; ফলে, ন্যুনতম সততাও অনুপস্হিত।
©somewhere in net ltd.
১|
০৫ ই মে, ২০২৫ রাত ১১:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: আমেরিকা কি চায় ? বাংলাদেশ করিডোর দিবে এইতো ?