নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানপরী

তোমার মনটাই আসল ! তাই তোমার মন যা চাইবে তুমি তাই করবে !!

জানপরী › বিস্তারিত পোস্টঃ

হেফাজতের মঞ্চ দখলের ঘোষণা। গায়ে পড়ে ঝগড়া করার শামিল নয় কি????

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৩

হেফাজতে ইসলামের সমাবেশ মঞ্চ দখলের ঘোষণা দিয়েছেন হরতাল আহবানকারীরা। সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হরতালের পক্ষে মশাল মিছিল করার সময় এ ঘোষণা দেয়া হয়। সম্মিলিত সাংস্কৃতি জোটের ব্যানারে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, হরতালে আমরা নিরস্ত্র থাকবো না, আমরাও প্রস্তুত থাকবো। আমরা মিছিল নিয়ে যাব এবং হেফাজতের মঞ্চ দখল করবো। হরতাল সমর্থকদের লাঠিসোঠা নিয়ে প্রস্তুত থাকতে বলেন তিনি। সন্ধ্যা ছ’টায় ২৪ ঘণ্টার হরতাল শুরুর পর এ মিছিলটি বের করা হয়। মিছিলটি হাইকোর্ট মোড়, তোপখানা রোড, পল্টন মোড় হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয়। সেখানে হরতালের পক্ষে স্লোগান দেয়া হচ্ছে।



কোন পক্ষের মদদে দেশ কি গৃহ যুদ্ধের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে????

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪

সৌভিক ঘোষাল বলেছেন: ইসলাম মানে শান্তি। ইসলাম মানে সমর্পণ। ইসলাম মানে যারা বলতে চায় 'জেহাদ', ভিন্ন ধর্মের বিরুদ্ধে, নারীর স্বাধীনতার বিরুদ্ধে, একটি কোনও নির্দিষ্ট 'মৌল' মতবাদের ও তার রূপায়ণের পক্ষে, তারা ইসলামের অন্যতর ব্যাখ্যায় অভ্যস্ত। ইসলামের এই দুই চেহারার মধ্যে একটা লড়াই চলছে যুগ যুগ ধরে। শুধু ইসলামেই বা কেন, হিন্দু, খৃষ্টান - সব ধর্মেই কড়া ধর্মধ্বজীদের সঙ্গে উদারপন্থীদের একটা দ্বন্দ্ব আছে। নাস্তিকদের সঙ্গে কড়া ধর্মধ্বজীদের লড়াইয়ের কথা ছেড়েই দেওয়া যাক, তা তো স্বাভাবিক। এখন দেখা দরকার উগ্রবাদী নাস্তিক, তাদের দায়বদ্ধতা স্বত্ত্বেও বাস্তবতা না বুঝে অনেক সময়েই বাড়াবাড়ি করে বিপরীত উগ্র ধর্মধ্বজীদের সামনে আসার সুযোগ করে দেন। তাতে উদারপন্থী ধর্মবিশ্বাসীরাও 'ধর্মসঙ্কটে' পড়েন।
আসলে দরকার উদারপন্থী নাস্তিক আর উদারপন্থী ধর্মবিশ্বাসীদের মত নিরন্তর সংলাপ, বিনিময়। এটাই পরস্পরকে পরস্পরের মতামত বুঝতে ও পারস্পরিক সম্মান বাড়াতে সাহায্য করবে। উভয় পক্ষের উগ্রবাদীদের পারস্পরিক কুৎসা ও হিংস আক্রমণ পরিস্থিতিকে কেবল বিষিয়ে তুলবে, জটিল করবে।

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

কর্ণেল সামুরাই বলেছেন: সম্মিলিত সাংস্কৃতি জোট মনেহয় কোনদিন মাইর খায়নাই। তাই মাইর খাইতে পীঠ চুল্কাইতেছে। ন্যট্যকর্মীতো বাংলা সিনেমার নায়ক সাজতে চায়.. টিসুম টিসুম! তেনাদের ড্রামা যে থ্রিলারে পরিণত হইবে এইটুক জ্ঞান থাকলে এইটাইপ কমেডি মার্কা কথাবার্তা বলত না।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

সত্য কথা বলি বলেছেন: এই গুটিকয়েক নাস্তিকতো পায়ের নিচে পিশে আলু ভর্তা হয়ে যাবে। এবার এদের ছায়াদানকারীরাও পার পাবে বলে মনে হয়না।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

আশিকুর রহমান ১ বলেছেন: ভাই আর কত বিনুদিত হমু?? :D :D

পুলিশের প্রটেকশন ছাড়া যাইয়া দখল করতে কন!!

তখন দেখা যাইব কে কারটা দখল করে

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

শিরোনাম বলেছেন: ইসলাম বিদ্বেষী ব্লগাররা এমনি একটি বাংলাদেশের স্বপ্ন দেখেছিলো। আজকে মুসলমানরা মুসলমানদের বিরুদ্ধে।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৩

আহসান২২ বলেছেন: কর্ণেল সামুরাই বলেছেন: সম্মিলিত সাংস্কৃতি জোট মনেহয় কোনদিন মাইর খায়নাই। তাই মাইর খাইতে পীঠ চুল্কাইতেছে। ন্যট্যকর্মীতো বাংলা সিনেমার নায়ক সাজতে চায়.. টিসুম টিসুম! তেনাদের ড্রামা যে থ্রিলারে পরিণত হইবে এইটুক জ্ঞান থাকলে এইটাইপ কমেডি মার্কা কথাবার্তা বলত না। :D :D :D

৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬

ভাবী জিওলজিস্ট বলেছেন:
পিপড়ার পাখা গজায় মরিবার তরে

৮| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

টাইম পাস বলেছেন: সামুতো দেখি এখন ছাগুর খোয়াড় হয়ে গেছে

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৫

জানপরী বলেছেন: তুমি কি ছাগুর সরদার ???? ছাগল কোথাকার!

৯| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৩

ম্যাংগো পিপল বলেছেন: =p~ =p~ =p~
পুলিশ, র‌্যাব, বিজিবি, আর্মির সাপোর্ট থাকলে এমন স্বপ্ন দেখাই যায়।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৪

জামান2021 বলেছেন: সত্য কথা বলি বলেছেন: এই গুটিকয়েক নাস্তিকতো পায়ের নিচে পিশে আলু ভর্তা হয়ে যাবে। এবার এদের ছায়াদানকারীরাও পার পাবে বলে মনে হয়না । ভাবী জিওলজিস্ট বলেছেন:
পিপড়ার পাখা গজায় মরিবার তরে ।
আশিকুর রহমান ১ বলেছেন: ভাই আর কত বিনুদিত হমু?? :D :D

১১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬

তথই বলেছেন: টাইম পাস তুমি কমডে বসে টাইম পাস কর

১২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

আমি মোঃ চয়ন বলেছেন: আশিকুর রহমান ১ বলেছেন: ভাই আর কত বিনুদিত হমু??

পুলিশের প্রটেকশন ছাড়া যাইয়া দখল করতে কন!!

তখন দেখা যাইব কে কারটা দখল করে


:D :D :D :D =p~ =p~ =p~

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৫

দখিনা বাতাস বলেছেন: সম্মিলিত সাংস্রৃতিক জোট হইলে তো ঘটনা ছিলনা, পিছনে তো আছে আওয়ামীলীগ। কাজেই হুজুরগো একটু ঝামেলা হইলেও হইয়া যাইতে পারে। আওয়ামীলীগ মাঠে নামলে সবারই একটু বিপদ আছে।

দেশে ২টা সংগঠনের মাঠ কর্মীরা যে কোন কিছু করার সামর্থ্য রাখে। জামাত আর আওয়ামীলীগ। টানা ৫ বছর ২০০১ থেকে ২০০৬ হাজার হাজার মামলা, দৌড়ানির পরেও ২৮ অক্বোবর যেই শোডাউনটা আওামীলীগ দিসিল আর সাইদির রায়ের পরে জামাতের শোডাউন-- সবই তো দেখলাম।

কাজেই, যারা মনে করতাছেন হেফাজতের কাছে মাইর খাইবো, তারা বোকার স্বর্গে আছেন। কারন, হেফাজতের নাম দিয়া আছে জামাত, ঐ দিকে সাংস্ক্বতিক জোটের নাম দিয়া আছে আওয়ামীলীগ। ভেজাল যডি লাগে বড় কাহিনী হইবো।

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫০

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগীরা হেফাজতের মঞ্চ দখল করতে পারলে, কোন বক্তৃতা দিতে পারলে আমি এই নিকে ব্লগানো বাদ দেব - ঘোষনা দিলাম, স্ক্রিনশট নিয়ে রাখুন. বড়জোর মখার সশস্ত্র পোষ্যদের নিবিড় সহযোগীতায় হেফাজতের সভা পন্ড করতে পারে...

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

সাধারণ মুসলমান বলেছেন: গায়ে পইড়া যে হরতালটা দিল?

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:১৯

সাধারণ মুসলমান বলেছেন: সরি উল্টা বুসসিলাম। কাল যাচ্ছি লংমার্চে, দেখি কি করা যায়।

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০০

মেঘ বলেছে যাব যাব বলেছেন: জামান2021 বলেছেন: সত্য কথা বলি বলেছেন: এই গুটিকয়েক নাস্তিকতো পায়ের নিচে পিশে আলু ভর্তা হয়ে যাবে। এবার এদের ছায়াদানকারীরাও পার পাবে বলে মনে হয়না । ভাবী জিওলজিস্ট বলেছেন:
পিপড়ার পাখা গজায় মরিবার তরে ।
আশিকুর রহমান ১ বলেছেন: ভাই আর কত বিনুদিত হমু?? B-)) B-)) B-)) B-))

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:০৭

কালো স্বপ্ন বলেছেন: ছাগলের তিন নাম্বার ছাও দুদ না পাইয়া এরম লাফালাফি করতাছে।

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৫

হাঁড় = ঘাঁড় বলেছেন: পোষ্টে +++++++++++++++

গত ২৪ ঘন্টায় সামুতে ফ্লাডিং হচেছ। হেফাজতে ইসলামের নাম করে পথে নামা তান্ডবকারীদের বিষয়ে অনেক ধর্মীয়, নৈতিক ও আইনগত বিষয় নিয়ে পোস্ট এসেছে। এই পোস্টগুলোতে অসংখ্য বিষয় স্পষ্ট করা হয়েছে।

...তালেবান জঙ্গিবাদের ভয়

মুসলমানিত্ব যাচাই পরীক্ষায় ব্লগারের ত্রাহি দশা : এই ধর্মব্যবসায়ীদের হারাতেই হবে

'হেফাজত' এর অণু-পরমাণু: শিউরে ওঠার উপাখ্যান

হয় তালেবানী না হয় শত্রু

মধ্যযুগের দিকে যাচ্ছে দেশ (বাংলাস্তান অথবা পূর্ব পাকিস্তান) : হেফাজতিদের ১৩ দফা দাবি এবং আমার চিন্তা

হেফাজত ইসলামের শান্তির নমুনায় হামলা চলছে

হেফাজতের নেতা আর টিভি র টক শোতে (আওয়ার ডেমোক্রেসি) বললেন বেপর্দার জন্য মালালা কে গুলি করা হয়েছ।।

ফিউশন ফাইভ এর পোস্টের ছবি নিয়ে যারা কনফিউসনে আছেন তারা এইদিকে আসেন

হিফজতের প্রধান আস্তানা ভারতের দেওবন্দ: দেখুন সেই দেওবন্দীদের কি অবস্থা

‘নাস্তিকদের শায়েস্তা করি, এরপর মিডিয়া’


...হেফাজতের কাছে প্রশ্ন

শাপলা চত্বরের এক নাম না জানা তরুণের কাছে শাহবাগ চত্বর থেকে খোলা চিঠি : আরিফ জেবতিক

হেফাজতিরা পারলে প্রশ্নগুলোর জবাব দিন নতুবা মেনে নিন আপনার ভন্ড!

হেফাজতের মঞ্চ দখলের ঘোষণা। গায়ে পড়ে ঝগড়া করার শামিল নয় কি?

জানুন অন্যকে মুশরিকক/কাফির/মুনাফেক/নাস্তিক বলা গোনাহ

আল্লাম শফি ধ্যযুগীয় ব্রাহ্মণদের মতো নাস্তিকতার সংজ্ঞা দিচ্ছেন

ইসলাম হেফাজতের মালিক কোনো মানুষ নয়, বরং স্বয়ং মহান আল্লাহ পাক

ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা সত্যিকারের মুসলমানের কাজ না

বুকে যদি বিন্দু মাত্র ঈমানী শক্তি ও জোর থাকে হেফাজতে ইসলাম, আমার ছবিগুলোর বিপক্ষে যুক্তি দেখান।

হেফাজতে ইসলামের আসল চরিত্র

প্রিয় নবীজির নামে জঘণ্য মিথ্যাচার করল হিফাজত!!!

হেফাজতে ইসলামের কাছে কি ইসলাম হেফাজত ?

...লংমার্চ

লংমার্চ জায়িয প্রমাণ করতে পারলে আনজুমানে আল বাইয়্যিনাত-এর পক্ষ থেকে একশ’ কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা।

লংমার্চ নাস্তিক্যবাদবিরোধী কর্মসূচি নয়; বরং কট্টর নাস্তিক মাওসেতুংয়ের নাস্তিক্যবাদ তথা কমিউনিস্টবাদ প্রতিষ্ঠার কর্মসূচি

পবিত্র ‘হিজরত’ এর সাথে মাওসেতুং এর লংমার্চ মিলানো কুফরী হবে

প্রাণপ্রিয় নবীজি লংমার্চ করেছেন!!! (নাউযুবিল্লাহ) উক্ত অপবাদ লেপনকারী নিশ্চিত জাহান্নামী

...শাহবাগ নিয়ে পুনর্মূল্যায়ন ও গণজাগরণ মঞ্চে হামলা

কাণ্ডারি হুশিয়ার!!

শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা।

লড়াই হবে রাজপথে। শাহবাগ আবার জেগেছে। আবার জেগেছে প্রজম্ম..........জয় বাংলা।

গণজাগরণ মঞ্চ।

এবার সশস্ত্র প্রতিরোধের পালা, সমবেত হোন শাহবাগে

হেফাজতে ইসলামের শান্তির নমুনা : নির্মূল কমিটির সমাবেশে হেফাজতের হামলা

...জামাত বিষয়ে হেফাজত অন্ধ

হেফাজতী ইসলামের লংমার্চঃ নেপথ্যের এক ভয়াবহ কাহিনী

জামাতের বিরুদ্ধে, দেওয়ান বাগির বিরুদ্ধে কোনদিন লং মার্চ করলেন না কেন মাওলানা শফি সাহেব (দঃবাঃ)?

একটি হেফাজতে জামায়েত ও বাংলাদেশের স্বাধীনতার জন্য হুমকি!!

যুদ্ধাপরাধীদের টাকায় এই আন্দোলন.....

ওরা হেফাজতে ইসলাম নয়- হেফাজতে জামাত ॥

হেফাজতে ইসলাম এত টাকা পেল কোথায় ?

হেফাজতে জামাতের এইগুলো নাকি অরাজনৈতিক বক্তব্য

হেফাজত-জামায়াত গোপন ফোনালাপ ফাঁস সরকার উৎখাত ও লংমার্চের ষড়যন্ত্র নিয়ে কথোপকথন

...তেরো দফা

হেপাজতে জামাতে ইসলামীর ১৩ দাবীর বাস্তবতা এবং কল্প বাস্তবতা।

লংমার্চ কর্মসূচি ইসলাম ও কুরআন শরীফ বিরোধী : একাত্তরে ঘাতক বাহিনীর সংগঠক ছিলো মাওলানা শফী

...নারীর উপর তালেবানী হামলা

এবার নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, অবস্থা গুরুতর।

বাংলা হবে আফগান : নারীদের পেটানো শুরু করে দিয়েছে হেফাজতে ইসলাম

ব্রেকিং!!বাংলাস্তানে স্বাগতম!!নারী সাংবাদিককে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছে হেফাজতের লোকজন!

আমি ও চাই !

উপরের পোস্টগুলোতে এত বেশি সংখ্যাক তথ্য আছে যে এগুলোই যথেষ্ট। আর এই সময়ে হেফাজতিরা দিচ্ছে রাষ্ট্রদ্রোহী পোস্ট।

...রাষ্ট্রদ্রোহীদের নর্তনকুর্দন

'ঢাকা বিচ্ছিন্ন এইটাই চান্স' -এই ধরনের রাষ্ট্রদ্রোহী পোস্টদাতা ও তাদের সমর্থকদের চিনে নিন। মুখোশ উন্মোচন করুন।

২০| ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৫

পরিবেশ বন্ধু বলেছেন: সামু রাজনৈতিক মুক্ত না হলে
সবাই লেখা বন্ধ করুন
আমরা আমাদের পৈত্রিক জান ফ্যাসাদে পড়ে হারাতে চাইনা
লাথি মারি ক্ষেমতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.