নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানপরী

তোমার মনটাই আসল ! তাই তোমার মন যা চাইবে তুমি তাই করবে !!

জানপরী › বিস্তারিত পোস্টঃ

নির্বাচন ২০১৪ !! প্রধানমন্ত্রী হু ম এরশাদ / রওশন এরশাদ ! শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী।

১৯ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৬

আগামী নির্বাচনের পর প্রধানমন্ত্রী হবেন হু ম এরশাদ / রওশন এরশাদ (যা এরশাদের অনেক দিনের স্বপ্ন)। সরকারি দল- জাতীয় পার্টি। শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী। কারণ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে অনেক প্রশ্নের সৃষ্টি হবে। জাতীয় পার্টি সরকারি দল আর আওয়ামী লীগ বিরোধী দল হলে উভয় পক্ষের লাভ এবং বিদেশি প্রভু (আমেরিকা ও ভারত) কে বুঝানো যাবে যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে ক্ষমতায় আসতে পারেনি । কিন্তু সরকারের লাটাই থাকবে শেখ হাসিনার হাতে! শেখ হাসিনার এজেন্ডা জাতীয় পার্টিকে দিয়ে বাস্তবায়ন করিয়ে নেবেন। জাতীয় পার্টি হবে গৃহপালিত সরকার ! তাতে উভয়ের পার্টির লাভ।

ভারতের লাভ- আওয়ামী লীগ সরকারের মত জাতীয় পার্টির সরকারকে নিজেদের মত ব্যবহার করতে পারবে।

আমেরিকার লাভ- ডঃ ইউনুসের গ্রামীণ ব্যাংক নিয়ে সৃষ্ট জটিলতা জাতীয় পার্টিকে দিয়ে মিটিয়ে ফেলতে পারবে।

বন্ধুত্ব – আমেরিকা-ভারতের বন্ধুত্ব অটুট থাকল।

বিএনপির লাভ- নিজেদের অস্তিত্ব বিলীন করে দেওয়া।

জামাতের লাভ- মার খেতে খেতে নিজেদের পরিচয় ভুলে যাওয়া। (অতি চালাকের গলায় দড়ি দেওয়ার মত অবস্থা)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

নিকষ বলেছেন: বীরের রক্ত মাংশ থেকেও দাসের পয়দা হয়। বাঙ্গাল হইল এটার প্রমান। বাঙ্গাল আর বাঙ্গালদেশ হইল প্রভুদের।

২| ১৯ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯

উপপাদ্য বলেছেন: দেখা যাক কি হয়?

চরম অনিশ্চয়তার মাঝে আমাদের নিজস্ব চিন্তাগুলোও এলোমেলো হয়ে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.