![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারুনূর রশীদ
জ্যৈষ্ঠ মাস। চার দিক রৌদ্র খাঁ খাঁ করছে। গাছের পাতা স্থির তীব্র গরমে গ্রামের লোকেরা একটু ঠান্ডা বাতাস শরীরে লাগিয়ে তপ্ত শরীর ঠান্ডা করার জন্য গাচের তলায় বিছানা পেতে শুয়ে পড়েছে। তবুও তাদের হাতে একটা তালপাতার পাখা। যন্ত্রের সাত সেটা বাতাস তৈরী করছে।
মাথার উপর সাদা মেঘ ছুটে বেড়াচ্ছে। কালো মেঘের কোন চিহৃ নেই। মাঠ-ঘাট, পুকুর, বিল সবাই শুকিয়ে গেছে, কোথাও পানি নেই।
অন্যবার দীঘিটা শুকিয়ে যাবার উপক্রম হয় না। গ্রামের সমস্ত পুকুর শুকিয়ে গেলেও দীঘিটাতে একতাল পরিমান পানি থাকে। তাতে মানুষের স্নান করা ও হাঁসের সাঁতার কাটার কোন অসুবিধা হয় না। কিন্তু এবার দীঘিটাতে পানি মাত্র চার ইঞ্চি পরিমান আছে। যার জন্য শুধু হাঁস সাঁতার কাটতে আসে। অন্য কোন প্রাণী দীঘিতে আসে না।
অন্য বছর গুলো পর্যালোচনা করলে দেখা যায় যে, প্রতি বছর বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হয়। সেই বৃষ্টির পানিতে কৃষকরা জমি চাষ শুরু করে। কিন্তু এবার বৃষ্টি না হওয়ায় কৃষকরা মেশিন দিয়ে দীঘিতে যে অবশিষ্ঠ পানি আচে তা সেচতে শুরু করেছে।
চলবে............
©somewhere in net ltd.