নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য

কেমন জোগো

সৎ হতে ইচ্ছুক।

কেমন জোগো › বিস্তারিত পোস্টঃ

আপোষ-৪

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৯

কৈ এখনও গর্ত থেকে বের হয়নি। মাঝে মাঝে গর্তের মুখ পর্যন্ত উঠে আবার নেমে যাচ্ছে। কিন্তু বুঝতে পেরেছে কিনা কে জানে? তবে মনে হয় সেও অনুমান করতে পারছে পরিস্থিতি কি ঘটতে যাচ্ছে।

কচ্ছপও বেরিয়ে এসেছে তার রাজ্য থেকে। কচ্ছপ শুধু এদের ঝগড়ার কাহিনী শুনত কিন্তু কোনও দিনও কারোর সাপোর্ট করত না। পারলে টুকি টাকি উপকার করেছে। তাই সে এদৃশ্য দেখে অবাক হল কিছুটা।

দীঘির পানি অল্প অল্প করে সময়ের সাথে সাথে কমে চলেছে সবাই তাদের বাচ্চাগুলোকে কুকে নিয়ে অনাগত ভবিষ্যতের পথে চলতে শুরু করেছে। “মা” মাছগুলো খুব চিন্তিত। বাচ্চারা দুই একবার নড়চড়া করছে। মায়েরা তাদের নিরানন্দ উচ্ছাসে বাধা দিচ্ছে না। কেন দেবে? একটু পরেই তো মরে যাবে তারা। সুতরাং মৃত্যুর আগে একটু আনন্দ করুক। হাসতে হাসতে ওদের মৃত্যু হোক। ওদের কাকুতি-মিনতিভরা মৃত্যু সহ্য হবে না মায়েদের।

গুইসাপ, সাপ, ব্যাঙ এরা অন্য স্থানে চলে যেতে তৈরী হচ্ছে। আর অন্যরা নিশ্চিত মৃত্যুর পথে টিকিট কেটে বসে আছে।

মাথার উপর দুই একটা চিল, বক উড়ছে। তারা ছোট বাচ্চা মাছ গুলোকে ছোঁ মেসে ধরে ‘মা’ মাছদের সামনে একটা গাছের ডালে বসে খাচ্ছে।

অথচ ‘মা’ মাছগুলো কিছুই করতে পারছে না। এমন মর্মান্তিক দৃশ্য আর হয পৃথিবীতে? মায়ের সামনে সন্তানকে ছিড়ে টুকরো টুকরো করে মজা করে খাওয়?

চিল, বক এদের কোনও যোগ্যতা নেই। মাছগুলো পানিতে ভাসলে আর এমন অসহায় অবস্থায় এরা ধরে খেতে পারে। না ভাসলে?

এমন ঘোরতর বিপদের মধ্যে দাড়িয়ে সবাই অনাগত ভবিস্যতের কথা ভাবছে, হিসাব-নিকাশ করছে ভবিষ্যতের জন্য সেই অন্তিম পরকালের জন্য কিছু করেছে কিনা। নাইবা থাকুক তাদের নিজেদের মধ্যে একতা, ভালবাসা তাই বলে কি এভাবে মৃত্যু হতে পারে?

চিলগুলো কেমন বন্দী শিবিরে অবস্থান করা বন্দীদে উপর গুলি করে মারার মত ছোঁ মেরে মেরে ‘মা’ মাছগুলোর সামনে বসে তাদের বাচ্চাগুলোকে খাচ্ছে। না, সৃষ্টিকর্তা এতবড় নিষ্ঠুরতা কোন দিনও সহ্য করেনি আজও সহ্য করতে পারেন না।

দৃশ্যটা দারুন ভাবে হিট করে গুইসাপকে। সেই প্রথম তার খাদ্য সাপকে পাসে ডেকে বসালো। সাপ ভয়ে ভয়ে তার কছে বসে রইল। কিন্তু আশ্চর্য গুইসাপের কি কোন ুধা নেই আজ?

প্রথমে সাপ মনে করেছিল এটাই তার জীবনের শেষ দিন। এই ভেবে সে তার সরু জীভটা বার তিনেক বের করে বিশ্ব প্রকৃতির স্বাদ নিতে থাকল। কিন্তু তার ধারনা ভুল প্রমানিত হল তখন যখন গুইসাপ বলল, আমরাতো নিজেদের স্বার্থে ওদেরকে নিশ্চিত মৃত্যুর ঠিাকানা দিয়ে চলে যাচ্ছে। এটা কি আমাদের প্রাণী ধর্ম মতে ঠিক?

চলবে................................................

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ সকাল ১১:৩১

কেমন জোগো বলেছেন: এতদিন হলো এখনো প্রথম পাতায় যাচ্ছেনা কেন লেখা।

কবে যে সুযোগ পাব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.