![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনি ভবে প্রত্যেকেই প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করতে লাগল।
বাচ্চ মাছগুলো তাদের ‘মা’ মাছদের এই একগুয়ে কান্ড কারখানা দেখে অবাক হতে লাগল।
এই সময় গুইসাপ আবার বলল, তোমরা ভুল করছ। কারন পৃথিবীতে সবচেয়ে বড় কাজ বেঁচে থাক, টিকে থাকা। তাইতো তোমরা এতদিন করে এসেছ। আজ কেন পারবেন তোমারা কি চাও তোমাদের নিস্পাপ বাচ্চা গুলো বক ও চিলে ধরে ধরে খেয়ে ফেলুক? যদি তাই চাও তবে যে যেখানে আছ সে সেখানেই থাক। আর যদি তোমরা তোমাদের বাচ্চাদের ভালবাস তাহলে আমি যা আদেশ করছি তাই কর। তোমাদের পাপের বলি ঐ নিস্পাপ বাচ্চারা হতে পারে না। সামনে সময় খুব কম।
এবার ‘মা’ মাছগুলো একে অপরের দিকে তাকাতাকি করতে লাগল। বাচ্চাগুলো তাদের ‘মাদের তর্কবিতর্ক শুনছিল এতন তারাও কিছু বুঝতে পারল।
একটা মাগুর মাছের বাচ্চা তার ‘মা’ কে বলল, আচ্ছা মা! আমাদের বাঁচার পথ কি, চলনা ওনাদের কাছ থেকে আগে সেটা শুনি।
‘মা’ অমনি বলে উঠল, চুপ বেয়াদপ! দেখছিস না, আমরা যাচ্ছি না। বড়দের উপর কথা বলা ছোটদের বেআইনী।
বাচ্চাটাপ আবার বলল, কিন্তু মা, তাই বলে কি আমরা বাঁচার কোন স্বপ্ন দেখতে পারব না? এই ভাবে মারা যাব?
মা আরও কঠিন ভাবে বলল, “ হ্যাঁ, এভাবেই তোমাদের মরতে হবে। এবং জেনে রাখ আজই তোমাদের মৃত্যু।
একথা শুনার পর বাচ্চা মাছটি তার মায়ের বুক থেকে লাফিয়ে অন্য বাচ্চা বন্ধুদের উদ্দেশ্যে বলতে শুরু করল, বন্ধুরা! আমার! আমাদের মায়েরা আমাদের বাঁচাতে চান কিন্তু কিভাবে তা তারা জানেন। মৃত্যুর মুখোমুখি দাড়িয়ে আমরা আমাদের মায়েদের একগুয়ে মূর্খতা পূর্ণ তর্ক শুনতে রাজী নই। কারন আমরা বাঁচতে চাই। মায়েদের মাথায় সন্তানের মঙ্গলের জন্য কোন চিন্তার উদ্রেক হয় না অথচ পূর্ব রাগ নিয়ে কর্ত করতে পারে। আমরা সেই মাদের কখনও মা করব না। আর বন্ধুরা! এটাও মানবে, বিধাতা এক মহান উদ্দেশ্য বাস্তবায়িত করার জন্য আমাদের সৃষ্টি করেছেন। আমাদের মায়েদের পূর্ব রাগ উত্তরাধিকার সূত্রে মাথায় নিয়ে পরস্পর ঝগড়া করার জন্য তিনি আমাদের সৃষ্টি করেন নি। সুতরাং চল আমরা একত্রিত হই।
একথা বলেই বাচ্চাটি লাফাতে লাফাতে সামনে এগুতে শুরু করলে অন্য বাচ্চারাও তাদের মায়ের বুক থেকে লাফিয়ে তার পিছরে চলতে শুরু করল। তাদের চলা দেখে মায়েরা আর স্থির থাকতে পারল না। তারাও তাদের পিছনে লাইন দিয়ে চলতে শুরু করল একত্রিত হবার জন্য।
কৈ, মাগুর, জিয়েল, টেংরা, পুটি এদের মিলিত মিছিল দেখে গুইসাপ আর সাপ আনন্দের সীমা রইল না।
গুইসাপ তাদের উদ্দেশ্যে বলতে শুরু করল। বন্ধুরা আজ আমাদের চরম দুঃখের করান হিসেবে আমি বলতে চাই তোমাদের মধ্যে পারস্পরিক হিংসা, অবিশ্বাস, কর্তৃত্ব প্রতিষ্ঠার স্বপ্ন। আমরা একই জগৎ এর মধ্যে বাস করছি অথচ আমরা কিভাবে একে অপরের অবিশ্বাস নিয়ে চলেছি। শক্তির দম্ভ আমরা অল্প শক্তি সম্পন্ন মাছদের ধরে ধরে খেয়েছি।
চলবে........................................................
©somewhere in net ltd.