![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি চাইলেই আকাশ হবো
হবো নৌকার পাল --
মাঝ দরিয়াই ভাসবো দু জন
ছেড়ে দিয়ে হাল ............।
... লিখেছি তাকে --
যাকে নিয়ে কাটে মোর
সকাল - সন্ধ্যা বেলা --
;
;
;
যার অপেক্ষায় ছেয়ে যায়
হৃদয়ে তারার মেলা ...............।
তুমি চাইলেই বৃষ্টি হবো
হবো তরীর ঘাট
ইচ্ছে মত ভিজবো দু জন
ভিজাবো সুদূর মাট ...............।
লিখেছি তাকে --
যে আছে আমার সাথে
কল্পনা জুড়ে --
;
;
;
যাকে নিয়ে যেতে চাই
খেয়াতরীর পাড়ে --
তুমি চাইলেই মেঘ হবো
হবো কুয়াশা
এক জনমে তোমায় দেখে
মিটবে না মোর তৃষা ................।
©somewhere in net ltd.