![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবকিছূই যেন ঘুরে ঘুরে আসা। ঘুরপাক@ সবখানেই।
ভাবছি একটা কবিতা লিখবো
সময় ১৫ মিনিট, ধরে নিলাম
ভাবছি পরের কয়েক মিনিট দেখবো
সময় ধরা যাক ৫ মিনিট
ধরে, সময় নিয়ে কাব্য ও কবিতা!
যাই হোক, রাস্তা কোথায় যায় দেখি
কিন্তু এভাবে কি কবিতা হয়!
কি হবে হোক, চেষ্টাটা করেই দেখি
ভাবাভাবি, কাব্যের ঘষাঘষি
এতে কি কিছু বের হবে- তাই ভাবি
এক দুই, আবার দুই এক টানাটানি
কবে হবে কয়েক লাইন- সে-ই ভাবি
কাব্য খাতা, কাব্য বই, করে যেন হৈ হৈ
শব্দ জোড়া অলস বেয়ারা
কবির কলম, কবির মন, রৈ রৈ
আকাশ ঘোরা, শব্দের ফোয়ারা
শব্দ, বাক্য মারামারি
লাইন লাইনে কাড়াকাড়ি
কবির মনে নাড়ানাড়ি
কবি হবার আশায় তাই, গুড়েবালি.
ছবিটা - বারান্দা থেকে গতকাল তোলা
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৯
জসিম বলেছেন:
হিহহিহহি. ঐটা ত বুঝলাম.
তবে কিছু করার ছিলো না.
সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণের চেষ্টা করছিলাম. কিন্তু তা কি হয়.
বাইরে যাবার আগে হাতে সময় ছিল ঐটুকুই. কি আর করা.
১৫ উইক করে কি হবে একটি 'নোবেল জয়ী' কবিতা
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
জেন রসি বলেছেন: শব্দ, বাক্য মারামারি
লাইন লাইনে কাড়াকাড়ি
কবির মনে নাড়ানাড়ি
কবি হবার আশায় তাই, গুড়েবালি.
হা হা হা.......
শব্দ, বাক্য মারামারি না করলে কবিতা হবে কেমনে?
কবিতা ভালো হইছে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭
জসিম বলেছেন: আপনার এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা আমার যে আগে কেন মাথায় আসলো না সেইটাই ভাবতেছি. শব্দ , বাক্য যুদ্ধ না হৈলে তো কবিতার জন্ম কঠিন.
চেষ্টা করে দেখার ইচ্ছা জাগছে, দেখি পরের বার কিছু হয় কিনা.
ধন্যবাদ অনেক.
ভালো থাকুন.
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
শায়মা বলেছেন: নোবেল বিজয়ী না হলেও সামু বিজয়ী হতেও পারে ভাইয়ু!!!!!
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৩
জসিম বলেছেন: তা যা বলেছেন.
কিন্তু কলা পাতায় ভর করে নদী পার হৈতে গিয়া পরে কি খুঁজে পাওয়া যাবে কিছু! আপনার কি মনে হয়?
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৭
হাসান মাহবুব বলেছেন: হবে হবে!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫৫
জসিম বলেছেন:
যাক. ভরসা পাইলাম. একবার না পারিলে....
ধন্যবাদ হামা ভাই.
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:২১
কথাকথিকেথিকথন বলেছেন: হা হা । এইটাই তো সুন্দর কবিতা হয়ে গেছে !
৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:০৪
জসিম বলেছেন:
কি বলেন!
কবিসভায় এ নিয়ে তো গোলমাল লেগে যাবে
অনেক ধন্যবাদ. আর আপনার কবিতাগুলো আসলেই অনেক সুন্দর.
ভালো থাকুন.
৬| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪০
জুন বলেছেন: শব্দ, বাক্য মারামারি
লাইন লাইনে কাড়াকাড়ি
কবির মনে নাড়ানাড়ি
কবি হবার আশায় তাই, গুড়েবালি.
হা হা হা জসিম এতো দেখি আমার অবস্থা
অনেক ভালোলাগলো নতুন ধরনের কবিতা ।
+
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:২১
জসিম বলেছেন:
আপনার ভালো লাগায় নব কবি আনন্দিত. ভবিষ্যতে কবিসভায় আরো ভালো কবিতার জন্ম হবে হয়তো
অনেক ধন্যবাদ জুনাপু. ভালো থাকো.
৭| ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪
আরণ্যক রাখাল বলেছেন: অস্থির
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ২:৪১
জসিম বলেছেন:
স্বাগতম আরণ্যক রাখাল.
অনেক কৃতজ্ঞতা.
আপনার জন্য অস্থির শুভকামনা.
ভালো থাকুন.
৮| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৪৯
আমিনুর রহমান বলেছেন:
মন্দ হয়নি তো !
শব্দ, বাক্য মারামারি
লাইন লাইনে কাড়াকাড়ি
কবির মনে নাড়ানাড়ি
কবি হবার আশায় তাই, গুড়েবালি.
ছবিটাও দারুণ ক্যাপচার করেছেন।
ছবি ও কবিতায় +
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭
জসিম বলেছেন: ছবিটা একটু যত্ন করে তোলা হয়েছে বলা যায়. কিন্তু কবিতায় সেই যত্ন আসলে ছিলো না. যা ছিলো সেটা হলো অনেকগুলো অনুভূতি. সেই প্রকাশ. সামু বলেই হয়তো এই কবিতার জন্ম হয়েছে. কি করবো. আমি তো রাজসভার কবি নই.
ভালো লাগায় অনেক কৃতজ্ঞতা.
ধন্যবাদ.
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১০
শায়মা বলেছেন: হা হা জসিমভাইয়া!!!!!

১৫/২০ মিনিটে কবিতা হয়না বুঝলে তো!!!!!!!
এইবার ১৫ উইক ধরে চেষ্টা করো।