নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভীষণ রকমের হিসেবী কিন্তু কিপ্টা না, সময় বদলায়, মানুষ বদলায় কিন্তু আমি বদলাই না। প্রেম, পাপ, সফলতা ও মৃত্যু এবং অন্যের সংসার নিয়ে ক্যান জানি আমার ব্যাপক চিন্তা হয়।

জাতীয় কতৃপক্ষ

আমার দেখা নিষেধ, আমার কিছু করা নিষেধ, আমার কিছু বলাও নিষেধ! তবে আমি নাকি শুধু শুনতে পারবো! এটা কি শান্তি? নাকি শাস্তি?

জাতীয় কতৃপক্ষ › বিস্তারিত পোস্টঃ

ঈদের কেনাকাটা করতে গিয়ে লাশ হয়ে ফেরত যাচ্ছে।

০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১:১৫



গতকালকে বাগদাদের একটা মার্কেটে আত্মঘাতী বোমা হামলা হইসে। এখন পর্যন্ত ১২৫ জন মারা গেছে। মানুষজন ঈদের দুইদিন আগে(ইরাকে আমাদের একদিন আগে রমজান শুরু হয়েছে) শেষ মুহূর্তের কেনাকাটা করতে বেরিয়েছিলো লাশ হয়ে ফেরত যাচ্ছে।
সফল হামলার স্বীকারোক্তি দিয়ে আইএস উচ্ছসিত বিবৃতি দিয়েছে।

ল্যাডস এন্ড লেইসিস, দিস ইজ আওয়ার ফিউচার। একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ভিশন ২০২১। হিজাব পরিধান আর কালেমা-সূরা বলায় ছেড়ে দিসে দেখে আজকে যারা খুশিতে বগল বাজাইতাসেন,মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন,উপরে শোক দেখায় ভিতরে ভিতরে আইডিওলজিক্যালভাবে গুলশানের হামালাকে সাপোর্ট দিতাসেন.....চিন্তার কোনও কারণ নাই আপনাদের।

আগামী পাঁচ বছর বা তারও কম সময়ে ঈদ-পুজার টাইমে বসুন্ধরা সিটি,যমুনা ফিউচার পার্ক,নিউমার্কেট-গাউসিয়াতে এইরকম বোমা হামলা হবে। আইএস বলবে তারা খালি কাফের মারার জন্য এইগুলা করসে। তবে ওই বোমাতে আপনিও মরবেন। আপনার বাপ-মা মরবে। আপনার ভাই-বোন মরবে। আপনার বন্ধু-বান্ধবী মরবে। কুরআনে হাফেজ হইলেও সেইদিন বোমার স্লিন্টার আপনাকে চিনবে না।

তখন আপনি কাঁদবেন। তখন আল্লাহ্‌কে ডাকবেন। ব্যাপারনাহ। সৃষ্টিকর্তা নিরপেক্ষ বলে দুনিয়া চলতাসে। উনি আপনাদের ছাগলামীর প্রতিদান হাতে নাতে দিবেন। রাইটাস আর ফ্যানাটিকের পার্থক্য ধরতে পারতাসেন না। ইরাক,সিরিয়া,আফগানস্থান,পাকিস্তানে শুরুটা এইরকমই ছিলো। আহ,বাস্তবতার হিসাব হারায় ফেলা ইসলামের পথের সৈনিকদের প্রতি কত মায়াদয়া ছিলো তাদের। উহু,শরীয়াহ প্রতিস্থা করতে গিয়ে মারা গেসে। চারদিক থেকে ভ্রান্তপথে ধাবিত হয়া লোকজনের প্রতি দরদ দেখায় গেসে মানুষজন। সব দেখেও গোপনে গোপনে সমর্থন দিয়ে গেসে। প্রতিবাদ করে নাই। মরুক না কিছু কাফির,ওদের জমি আমরাই দখল করে ফেলবো। মরুক না কিছু কাফির,দেশে খালি মুসলিমরাই থাকবে।

গেস হোয়াট,তাদের এই মনোভাবের ফলাফল তাদের আত্মীয়স্বজন,বন্ধুবান্ধব,পরিচিতজনেরা প্রতিনিয়ত পেয়ে যাচ্ছেন। এই দুঃস্বপ্নের শেষ কবে কেউ জানে না। ইসলামের তরে জীবন বিলায় দেয়ার মত হ্যাডম থাকলে অ্যামেরিকার সাউথে গিয়ে রেসিস্ট রিপাবলিকানদের মাঝখানে ইসলামের দাওয়াত দিয়ে আসেন। জঙ্গিবাদ সাপোর্ট করিয়েন না,গোপনেও না।

বিস্তারিত খবরঃ Click This Link

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৫:০৪

মহা সমন্বয় বলেছেন: জঙ্গিবাদ সাপোর্ট করিও না,গোপনেও না।

০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

জাতীয় কতৃপক্ষ বলেছেন: ইসলাম ও কখনো এসব জঙ্গীবাদ সাপোর্ট করে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.