নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভীষণ রকমের হিসেবী কিন্তু কিপ্টা না, সময় বদলায়, মানুষ বদলায় কিন্তু আমি বদলাই না। প্রেম, পাপ, সফলতা ও মৃত্যু এবং অন্যের সংসার নিয়ে ক্যান জানি আমার ব্যাপক চিন্তা হয়।

জাতীয় কতৃপক্ষ

আমার দেখা নিষেধ, আমার কিছু করা নিষেধ, আমার কিছু বলাও নিষেধ! তবে আমি নাকি শুধু শুনতে পারবো! এটা কি শান্তি? নাকি শাস্তি?

জাতীয় কতৃপক্ষ › বিস্তারিত পোস্টঃ

একা ফেরদৌসী আফার রান্নার ভিডিও শেয়ার না দিয়ে পারলাম না; হাসতে হাসতে আমার অবস্থা খারাপ!!

০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৫

এই ভিডিও না দেখলে আপনার জীবন বৃথা :-B



আমার সৌভাগ্য হয়েছিল বছর খানেকের কিছু আগে একা আন্টির বান্দরবনে পাহাড়ের উপর ডুমুর রান্না উপভোগ করার(অবশ্যই টিভিসেটর পর্দায়) :P

তাও সেটা একটা ডুমুর বৃক্ষের নিচে। এইসব ফালতু কামের টাইম পায় কই এরা!

চিত্রনির্মাণ- করিম সোহান
কারিগরি সহযোগি- রহমান সানি

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৬

মানবী বলেছেন: আপনি দীর্ঘজীবি হোন।
যিনি এই অসাধারন মজার ভিডিওটি বানিয়েছেন তাঁরও সুখী সুন্দর দীর্ঘজীবন কামনা করছি।

অনেক অনেক দিন পর এমন হাসার সুযোগ হলো। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা শেয়ার করার জন্য।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৮

জাতীয় কতৃপক্ষ বলেছেন: আপনার চাপা কষ্ট ভুলে একটু হেসেছেন শুনে ভালো লাগছে ;)

ধন্যবাদ আপনাকে ও।

২| ০৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৩০

ঢাকাবাসী বলেছেন: ভারি মজা পেলুম, ধন্যবাদ হাসার সুযোগ তৈরি করার জন্য।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩০

জাতীয় কতৃপক্ষ বলেছেন: ও্য়েলকাম ঢাকাবাসি! একা হেসে পারছিলাম না, তাই এই ভিডিও শেয়ার করে আপনাদের ও একটু হাসাইলাম। :P

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১২

খায়রুল আহসান বলেছেন: চরম কৌতুক! অনেক হাসলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.