![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার দেখা নিষেধ, আমার কিছু করা নিষেধ, আমার কিছু বলাও নিষেধ! তবে আমি নাকি শুধু শুনতে পারবো! এটা কি শান্তি? নাকি শাস্তি?
যারা ইসলাম ধর্ম বিশ্বাস করেন তাদের জন্য, ইসলাম ধর্ম এ মধ্যপন্থি হবার কোন অবকাশ নেই।
কিছু ভাল লাগছে সেটা মানবো আর যেটা মানতে পারছি না সেটা ইসলামে খারাপ এমন ভাবার কারন নেই। আমার নিজের মতানুসারী জাকির নায়েক কে বিচার করা মোটেও ঠিক নয়।
যারা এমন টা ভাবেন যে, তিনি অন্য ধর্ম কে হেয় করছেন, তাহলে সেটা কখন করছেন? অবশ্যই সেটা আলোচনার টেবিলের বাহিরে নয়। আমাদের ভুলে যাওয়া উচিৎ নয় তিনি ধর্ম প্রচারক। ধর্ম প্রচার করা তার পেশা।
আলোচনার টেবিলে তর্করত সময়ে আপনাকে তো আপনার পক্ষ অবলম্বন করতে হবে। এখন আপনি যে ধর্মেরই অনুশারি হোন না কেন। আর ধর্ম প্রচারকগন সবাই নিজ নিজ ধর্মকে এগিয়ে রাখবেন এটাই তো স্বভাবজাত।
যেমন ধরুূন একজন ডাঃ আমার গায়ে ছুরি চলানোটা আর একজন ছিনতাইকারীর ছুরি চালানোটা কখনই এক হতে পারে না। আমি ব্যবসায়ী, আপনি চাকরিজীবী, তিনি শিক্ষক আমারা কেউ কিন্তু ধর্ম প্রচারক নই।
সুতারং আমাদের লজিক দিয়ে জাকির নায়েক কে বিচার করা কতখানি যুক্তিগত আর তার অবস্থানে আপনাকে রেখে একটু ভেবে দেখবেন।
©somewhere in net ltd.