নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

নষ্ট -নোংরা ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে সবার আগে।

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩





ছাত্র জীবনেও নষ্ট ছাত্র রাজনীতিকে ঘৃণা করেছি।

এখনো করি।

নষ্ট ছাত্র রাজনীতির নির্মম স্বীকার যারা তাদের হত্যা কান্ডের নিন্দা জানিয়ে কোন লাভ হবে না।



নষ্ট -নোংরা ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে সবার আগে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৪৬

কখনো আমি হালুম হালুম করি বলেছেন:
গাড়ির ইঞ্জিনে কোন একটা প্রোবলেম দিলে
সেটা সারাতে হয়
গাড়ির স্টার্ট বন্ধ করে বসে থাকাটা কোন সমাধান না

এখন ছাত্ররাজনীতি বন্ধ করলে দুইদিন পর জাতীয় রাজনীতিও বন্ধ করতে হবে, কারন হত্যা-চাদাবাজি-অনিয়ম সবখানেই আছে

বন্ধ করাটা সমাধান না

আসুন সমাধান খুঁজি

০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

জাতির বোঝা বলেছেন: বর্তমান ধারার ছাত্ররাজনীতির এমন একটি দিক তুলে ধরুন যা জাতির ন্যূনতম উপকার করতে পেরেছে???

জানি আপনি তা পারবেন না। তাহলে কেন এই সব খুন-খারাবী আর চাদাবাজির ছাত্র রাজনীতি থাকবে???

২| ১৩ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৬

কখনো আমি হালুম হালুম করি বলেছেন:
বোকার মতো যুক্তি ভাই!

আমার কমেন্ট আবার ভালো করে পড়েন!

১৩ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:২৫

জাতির বোঝা বলেছেন: আপনার কমেন্ট অনেক ভালো করেই পড়েছি। ছাত্র রাজনীতিক বাংলাদেশের ইঞ্জিন নয়। বাংলাদেশের বিষ বৃক্ষ। এটাকে সমূলে উপড়ে ফেলা দরকার।

এটা করতে না পারলে সাধারণ ছাত্ররা চিরকালই কতিপয় ছাত্র নেতা নামধারী চাদা বাজদের হাতে নির্যাতিত হবে। খুন হবে।

৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৪

কখনো আমি হালুম হালুম করি বলেছেন:
আমি তো কোথাও বলিনি যে বর্তমানে ছাত্র-রাজনীতির যে অবস্থা তা ভালো, শুধু বলেছি বন্ধ করে দেওয়া কোন সমাধান না

তাহলে তো জাতীয় রাজনীতিও বন্ধ করে দিতে, কারন খুন খারাপি চাদাবাজি ওখানেও হচ্ছে!

সাধারণ ছাত্রছাত্রী বলতে এখন আর কেউ নাই, ওটা আদম-হাওয়ার যুগে ছিলো, এখন সবাই-ই ধান্দাবাজ হাওয়াবাজ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.