নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

মজিনা সাহেবের গাড়ীটি টয়োটার তৈরি।

০৯ ই মে, ২০১৪ রাত ৮:৪০

একটি বিষয় লক্ষ করুন। মজিনা সাহেবের গাড়ীটি টয়োটার তৈরি। আমাদের যারা বিদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন তারা কখনোই টয়োটার তৈরী গাড়ীতে চড়বেন না। তা যত দামীই হোক। তারা চড়েন মার্সিডিজ বা এই জাতীয় অভিজাত গাড়ীতে।



(অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আজ শুক্রবার সকালে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব লোহাদী গ্রামে সোলার ন্যানো গ্রিড নামের সৌরশক্তি উৎপাদনের একটি প্রজেক্টের কার্যক্রম পরিদর্শনে যান তিনি। সেখানে যাওয়ার পথে তাঁকে বহনকারী গাড়িটি রাস্তার পাশের একটি পুকুরের পাড়ে হেলে পড়ে। তবে চালকের দক্ষতায় শেষ পর্যন্ত দুর্ঘটনা ঘটেনি। সূত্রঃ প্রথম আলো অনলাইন। )

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৪ রাত ১০:১৩

একজন ঘূণপোকা বলেছেন:

মজিনা সাহেবেদের দেশের আইন আমাদের দেশের আইন থেকে হাজারগুন ভালো, তাই তিনি টয়োটা ইউজ করেন আর আমাদের এম্বাসেডররা করেন মার্সিডিজ

২| ১০ ই মে, ২০১৪ রাত ১২:০৬

ঢাকাবাসী বলেছেন: একজন ঘূনপোকা কে, আমাদের দেশে কোন আইনই নেই সো ..।

৩| ১০ ই মে, ২০১৪ সকাল ৭:৫১

অরণ্যতা বলেছেন: আমরা আমেরিকার চেয়েও বড়লোক

১০ ই মে, ২০১৪ সকাল ৮:৫৪

জাতির বোঝা বলেছেন: আমাদের রাষ্ট্রদূতরা কিন্তু তাই মনে করেন। বিশ্বাস না হলে দেশের বাইরে গিয়ে একবার দেখে আসুন। তারা কি ভাবে দেশের টাকা নষ্ট করে বেড়াচ্ছে।

আপনাকে অনেক ধন্যবাদ।

৪| ১০ ই মে, ২০১৪ সকাল ৮:০৩

পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: ওহে জনাব, ফ্যাক্ট জেনে কথা কইলে ভাল হয়।

টয়োটা ল্যান্ড ক্রুজার এর দাম সম্পর্কে আইডিয়া আছে ?? না থাকলে এখানে দেখুন
http://www.toyota.com/landcruiser/#!/Welcome

সব চেয়ে সস্তা বেজ মডেল এর দামই মিনিমাম ৮০ হাজার ডলার।

আর আম্রিকান রাস্ট্রদুতরা বিশেষ সুবিধায় এই গাড়ীগুলো আনে ট্যাক্স ছাড়া (হলুদ নম্বর প্লেট) শর্ত থাকে ব্যাবহার শেষে বাংলাদেশ সরকারকে এই গাড়ী দান করতে হবে। মজিনার গাড়ীটা মোটেই সস্তা নহে।


আর হ্যা, কোন বাংলাদেশী কুটনৈতিক এর কুকর্ম এর কথা তো সর্বজন স্বীকৃত, তয় ভুল ফ্যাক্ট দিয়া পোস্ট না দিলেই ভাল ।


জার্মানে / বা আম্রিকায় থাকা বাংলাদেশী এম্বাসেডর এর জন্য, টয়োটা ল্যান্ডক্রুজার এর চেয়ে এর চেয়ে ৩০-৪০ হাজারের যথাক্রমে মার্সিডিজ / বিএমডব্লিউ বা ১৫-২০ হাজারের শেভ্রলে অবশ্যই সস্তা অপশন হবে।

১০ ই মে, ২০১৪ সকাল ৮:৫৩

জাতির বোঝা বলেছেন: ভাই, ঈগলপাখি, দাম সর্ম্পকে আমার আইডিয়া না থাকা মনে হয়ে তেমন কোন দোষের নয়। কারণ দাম সর্ম্পকে আপনাদের তা আছে। আমার বিবেচনার বিষয় হলো , আমেরিকা কই আর বাংলাদেশ কই?

আমেরিকার যে আর্থিক অবস্থা তাতে ৫০০ বাংলাদেশ কিনে সাগরে ফেলে দিতে পারে। তাদের রাষ্ট্রদূত যদি ৭৯ হাজার ডলারে টয়োটা গাড়ী কিনে সেটা খুব বেশী বলে কেউ মনে করবে না।

বাংলাদেশ যার নাগরিকরা খেতে পায় না, বিদেশে কামলা খাটে, সেই টাকায় ভাত জুটে পরিবারের, দেশের। সেই দেশের রাষ্ট্রদূতরা যদি ৬০ হাজার ডলার দামে মার্সিডিজ কিনে সেটা হবে অন্যায়। তা কিন্তু হচ্ছে, পাখি ভাই।

পাশের দেশ বার্মা/মায়ানমার এর কথা ধরুন। তাদের সব রাষ্ট্রদূতরা কিন্তু কম দামের টয়োটা গাড়ীতে চড়েন।

পারলে দেশের সব ধরনের দূর্নীতির বিরুদ্ধে কথা বলুন। জাতি উপকৃত হতেও তো পারে।

৫| ১০ ই মে, ২০১৪ সকাল ৮:৩২

রাবার বলেছেন: B:-) B:-)

১০ ই মে, ২০১৪ রাত ১০:৫৭

জাতির বোঝা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।

৬| ১০ ই মে, ২০১৪ রাত ১১:১৬

মুদ্‌দাকির বলেছেন: পরিবেশবাদি ঈগল এর সাথে সহমত

১২ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

জাতির বোঝা বলেছেন: এক মত ।

৭| ১০ ই মে, ২০১৪ রাত ১১:৪৮

আমি ব্লগার হইছি! বলেছেন: মনে হয় বাংলাদেশী এম্বাসেডররা বিদেশে রিক্সা নিয়ে গিয়ে তাতে চলাচল করলে আপনি খুশি হন, তাই না?

১১ ই মে, ২০১৪ রাত ৮:০০

জাতির বোঝা বলেছেন: তা । ঠিক তা নয়। তবে গরীব জনগণের টাকায় ফুটানি করা উচিত নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.