নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

শাহ আলম-এ চালু হল মেশিন রিডেবল পাসপোর্টের আউটসোর্সিং কার্যক্রম।

২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

আজ বৃহষ্পতিবার ২৯ মে ২০১৪। মালয়েশিয়ার অন্যতম প্রধান শহর শাহ আলম-এ চালু হল মেশিন রিডেবল পাসপোর্টের আউটসোর্সিং কার্যক্রম। এখন যে কোন বাংলাদেশী দূতাবাসে না গিয়ে শাহ আলমে গিয়ে সহজে মেশিন রিডেবল পাসপোর্ট তৈরী করতে পারবেন।



তবে এজন্য মূল ফিস এর সাথে অতিরিক্ত চার্জ গুণতে হবে ২০ ডলার বা এর সমপরিমাণ মালয়েশিয়ান রিংগিত।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

ঢাকাবাসী বলেছেন: এখন আর দুতাবাসে যেতে হবেনা, বাঁচা গেল, কারণ দুনিয়াতে সবচাইতে অযোগ্য অদক্ষ দুর্ণীতিবাজ অকর্মন্য অপদার্থ অশিক্ষিত দুতাবাস হল বাং .. দুতাবাস।

৩১ শে মে, ২০১৪ রাত ৯:২৮

জাতির বোঝা বলেছেন:


খুব যে বেশী সুখবর তা কিন্তু নয়। কারণ পাসপোর্টের নির্ধারিত ফি ১১৬ রিঙ্গিতের সাথে সার্ভিস চার্জ কাটবে আরো প্রায় ৮০ রিঙ্গিত। টাকা কিন্তু কম নয়। দুতাবাস প্রতিদিন ৪/৫ শ পাসপোর্ট দিচ্ছে ১১৬ রিঙ্গিতের বিনিময়েই। যত চিনি তত মিষ্টি। তাই বেসরকারীতে কাজ দ্রুতক হয়।

২| ২৯ শে মে, ২০১৪ রাত ৮:০৫

রাবার বলেছেন: সুখবর

৩১ শে মে, ২০১৪ রাত ৯:২৯

জাতির বোঝা বলেছেন: ঢাকা বাসীর মন্তব্যে আমি যে জবাব দিয়েছি তা পড়ে দেখুন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.