নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

এইসব থ্রি-ডি-স কাজ

১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৪



বর্তমানে বাংলাদেশের প্রায় কোটি খানেক মানুষ বিদেশে কাজ করছে। সবাই যে খুব ভালো কাজ কাজ করছে তা কিন্তু নয়। এদের মধ্যে বেশীর ভাগই করে Dirty, Dangerous and Demeaning (often Dirty, Dangerous and Demanding or Dirty, Dangerous and Difficult) করে 3Ds কাজ।যে কাজগুলো অনেক দেশের এমনকি আমাদের নিকট প্রতিবেশী দেশ ভারত, নেপাল, পাকিস্তান কিংবা শ্রীলংকার মানুষও করতে চায় না; সেই ৩-ডি কাজগুলো করতে হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষকে। তারপরও তাদের বেতন হয় সব চেয়ে কম। অনেক নোংরা পরিবেশে পরিবার পরিজন ছাড়া তারা বাস করে বছরের পর বছর।

থ্রি ডি কাজকে আরো যে নামে ডাকা হয়ঃ
ক. "Dirty, dangerous and demeaning"
খ. "Dirty, dangerous and demanding”
গ. "dirty, dangerous and difficult"

3Ds কাজগুলো এরকমঃ

১। D=Dirty: নোংরা কাজগুলো করতে হচ্ছে আমাদের দেশের মানুষকে। এই সব নোংরা কাজের পারিশ্রমিক অনেক অনেক বেশী হওয়া উচিত। কারণ এগুলো বেশীর ভাগ মানুষই করতে চাইবে না। অথচ আমাদের দেশের মানুষ কম পারিশ্রমিকেই এই কাজগুলো করে।
২। D=Dangerous: এই কাজগুলোতে জীবনের ঝুঁকি অনেক বেশী হওয়াতে এগুলো করার মতো মানুষ অনেক কম। কিন্তু বাংলাদেশের মানুষ অনায়াসেই কম পরিশ্রমে কাজগুলো করে যাচ্ছে। যেমন- কারখানার আগুনের কাজ, উচুঁ ভবন তৈরীর কাজ, বিদ্যুতের টাওয়ার এর কাজ ইত্যাদি।

৩। D=Demeaning/Difficult:কঠিন পরিশ্রমের কাজ যা সাধারণত নিচু স্তরের কাজ বলেই মনে করা যেতে পারে। রাস্তা পরিস্কার, ঘরবাড়ি কিংবা টয়োলেট পরিস্কার কার কাজ। এগুলোও বাংলাদেশের মানুষ বিদেশে গিয়ে বাধ্য হয়ে করছে।

সর্বশেষে বলতে হয়, পেটের দায়ে বাংলাদেশের অনেক মানুষ দেশের বাইরে গিয়ে এইসব থ্রি-ডি-স কাজ করছে। এই সব কাজকে আবার আমাদের কিছু প্রবাসী মানুষ আছেন যারা বলে অড-জব।

যে নামেই ডাকা হোক না কেন এই কাজগুলো কেউ শখ করে করে না। পেটের দায়ে করে। দেশে ভালো একটি সম্মানজনক কাজ না পেয়ে করে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৫:৪৯

খেলাঘর বলেছেন:


এদিককে ক্রীতদাস হিসেবে কিক্রয় করে বাংলাদেশে কমপক্ষে ৫ হাজার কোটীপতি হয়েছে।

১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৪৩

জাতির বোঝা বলেছেন: হা ঠিক।

২| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০২

অপূর্ণ রায়হান বলেছেন: তাও তো করছে কিছু , সৎ পথে রোজগার করছে । দেশে বসে আকাইম্যার ঢেঁকি হয়ে চুরি বাটপারি তো করছে না !

ভাইরে দেশে বসে অনেক ডায়লগবাজি করা যায় , জাতে বাঙালী না !

০৮ ই মে, ২০১৮ ভোর ৫:৩৯

জাতির বোঝা বলেছেন: তারা ছিনতাই করছে।

৩| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:০৩

অপূর্ণ রায়হান বলেছেন: আপনার প্রোফাইলে দেখলাম দেশের বাইরে আছেন লিখেছেন !!!!!!!!!!!! নিকটাও যুতসই ।

৪| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২২

আমিনুর রহমান বলেছেন:




ভালো বলেছেন। প্রবাসে ঐ মানুষগুলোর জন্য আমরা এদেশে যারা থাকছি তাদের পাঠানো টাকায় বেচে আছি।

০৮ ই মে, ২০১৮ ভোর ৫:৩৯

জাতির বোঝা বলেছেন: দেশের শ্রমিকদেরকে দেশেই কাজ দেয়া উচিত। তাতে সবার লাভ।

৫| ০৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাবছি। কি করব।

০৮ ই মে, ২০১৮ ভোর ৫:৪০

জাতির বোঝা বলেছেন: শ্রমিকদের জন্য কিছু একটা করুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.