নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

জাতির বোঝা

বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।

জাতির বোঝা › বিস্তারিত পোস্টঃ

বিদেশে নিজ ব্যবহৃত পুরাতন টিভি দেশে আনতে কত ট্যাক্স লাগবে?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৫


আসসালামু আলাইকুম। প্রিয় ব্লগার আপনাদেরকে একটু বিরক্ত করছি।

আমার এক বন্ধু আছেন যিনি দীর্ঘ দিন ধরে বিদেশে বসবাস করছেন। এখন তিনি দেশে ফিরে আসার চিন্তা করছেন।

দেশে ফিরে আসার সময় তিনি তার ব্যবহৃত কিছু জিনিসপত্র দেশে নিয়ে আসতে চান। কারণ, নতুন করে দেশে সংসার পাততে চাইলে অনেক কিছু কিনতে হবে। তাই পুরনো কিছু জিনিস তিনি দেশে নিয়ে আসার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চান।

তার ৪২ ইঞ্চি লম্বা একটা টেলিভিশন আছেন। যেটা তিনি প্রায় ৫ বছরের বেশী সময় ধরে ব্যবহার করছেন। এটাও তিনি দেশে নিয়ে যেতে চান। কিন্তু সমস্যা হচ্ছে- কেউ এক জন তাকে বলেছে- এই টিভি দেশে নিতে গেলে তাকে নতুন টিভিতে যেই ট্যাক্স ধরা হয় সেই পরিমাণ ট্যাক্স দিয়ে তারপর বিমান বন্দর থেকে বের হতে হবে। নইলে টিভি ছাড়বে না।

আমার প্রশ্ন হচ্ছে- নতুন টিভিতে যেই ট্যাক্স আর ৫ বছর ব্যবহার করা টিভিতে কি একই ট্যাক্স নেয়া হবে? আমার মনে হয় এটা ঠিক নয়। কেননা, ৫ বছর ব্যবহার করার পর একটি টিভির কি আর মূল্যমান থাকবে যে এটা ট্যাক্স ২০/২৫ হাজার টাকা ধরবে?

কেউ যদি এই বিষয়ে জানেন দয়া করে মন্তব্য করলে উপকৃত হইবো। আপনাদিগের দৃষ্টি আকর্ষণ করিতেছি।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৬

অগ্নিবেশ বলেছেন: ৪২ ইঞ্চি লম্বা টেলিভিশন আছেন।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

জাতির বোঝা বলেছেন: এখন আরো অনেক লম্বা টেলিভিশ আসিয়াছেন। কিন্তু উহাদিগের দাম অনেক । ধন্যবাদ।

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩২

নতুন বলেছেন: যদি উনি একেবারে ফিরে আসেন তবে ট্যাক্স কম.... যদি ছুটিতে যায় তবে সেটার উপরে নতুনের মতন সমান ট্যাক্সই ধরা হয়।

উনি যখন এয়ারপোটে আসবেন... তখন কাস্টমসে বলতে হবে যে উনি একেবারে চলে এসেছেন.... তবে ট্যাক্স ধরার সময় পুরাতন হিসেবে ট্যাক্স নেবে... তবে রসিদ দেখতে চাইতে পারে।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

জাতির বোঝা বলেছেন: আপনার উত্তরটি আসলেই কাজে লাগিতে পারে। তবে টিভিখানা উনার বড় শখের । এবং ভালো অবস্থায় আছে।

৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০১

সনেট কবি বলেছেন: এ বিষয়ে আমার তেমন জানা নেই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

জাতির বোঝা বলেছেন: এই বিষয়ে জানাইতে পারিলে আমাদের প্রবাসী শ্রমিক ভাইয়েরা উপকৃত হইতে পারিত। উনারা বিদেশে অনেক কষ্ট করেন।

৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: এত কষ্ট করে, ট্যাক্স দিয়ে এদেশে টিভি এনে লাভ কি?
দেশের ভালো ভালো টিভি পাওয়া যায়। এখন তো আর আগের দিন নাই।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৭

জাতির বোঝা বলেছেন: অনেক কষ্ট করিয়া তিনি স্মার্ট টিভি ক্রয় করিয়া ছিলেন। উহা দেশে আনিতে পারিলে আর ক্রয় করিতে হইবে না। উহার আরো ৫ বছর ইচ্ছে মতো ব্যবহার করা সম্ভব। তাই উনি দেশে আনিতে চান। দেশে আবার ক্রয় করিলেও তো টাকা গুণিতে হইবে।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

সাইন বোর্ড বলেছেন: এটা যে দীর্ঘদিন ব্যবহৃত টিভি তার রেফারেন্স ডকুমেন্টস সাথে থাকলে কাস্টমস হয়ত কিছুটা ছাড় দিতে পারে ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪১

জাতির বোঝা বলেছেন: বিমান বন্দরে যারা কাজ করেন তারা এটা মানলেই তো ভালোই । তবে তারা থাকনে টাকার ধান্ধায়। এটা তারা মানবেন বলে আমার মনে হয় না। টাকার গন্ধ বড়ই চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.