![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের ১৬ কোটি মানুষের সিরিয়াল নম্বর দিলে আমার নম্বরটা পড়বে সবার শেষে । আমি এক জন কামলা। দেশে কোন কাজ পাইনি। পেটের দায়ে বিদেশে কামলা দেই। আমি জাতির বোঝা। জাতি আমাকে কিছু দেয়নি। তবে আমি জাতিকে রেমিট্যান্স দিই।
গোয়েন্দারা কি ঘোড়ার ঘাস কাটে?
ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া খুনী মাজেদের ভারতীয় পাসপোর্ট এর কপি।
প্রশ্নটি আমার মনে এসেছে সাম্প্রতিক একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনার পরে ।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম খুনী মাজেদ চলতি মাসে বলতে গেলে অনেকটা স্বেচ্ছায় এসে ধরা দিয়েছে পুলিশের কাছে।
যেহেতু আপিল ও রিভিউ করার সুযোগ নেই তাই আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তার ফাঁসির রায় ও কার্যকর হয়ে গেছে।
এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি কোন বর্ডার গার্ড নেই ? অথবা ভারতের দিকে কি কোন বিএসএফ নেই ? একজন খুনী কিভাবে তাদের চোখে ধুলা দিয়ে এক দেশ থেকে আরেক দেশে অবলীলাক্রমে ঢুকে পরল? সব চেয়ে আশ্চর্যের বিষয় এই যে, কোন দেশের গোয়েন্দারাই ব্যাপারটা জানতে পারল না। বিশেষ করে ভারতীয় বাঘা বাঘা গোয়েন্দারা কি করল ? অন্য একটি দেশের রাষ্ট্রপতিকে খুন করেছে যে লোক মৃত্যুদণ্ডের রায় নিয়ে ভারতের একটি শহরে গিয়ে বসবাস করেছে ।
পত্রিকান্তরে প্রকাশ , সে নাকি ভারতে প্রায় ২০ বছরেরও বেশি সময় বসবাস করেছিল। সে নাকি ভারতের পাসপোর্ট ও পেয়েছিল।
এটা কি করে সম্ভব? ভারতে ও কি তাহলে টাকার বিনিময়ে পাসপোর্ট বিক্রি হয়?
বাংলাদেশে কম করে হলেও তিনটা গোয়েন্দা সংস্থা আছে। ভারতেও তো এ রকম একাধিক গোয়েন্দা সংস্থা থাকাই স্বাভাবিক । তাদের কাজটি আসলে কি? কেবলই কি ঘুমানো ? না অন্য কোন কাজ আছে তাদের? প্রায় দুই যুগ অন্য দেশের রাষ্ট্রপতিকে হত্যাকারী খুনী তাদের দেশে গিয়ে বসবাস করলেও তারা কিছুই টের পেল না!
বঙ্গবন্ধুর খুনির পুরো বিষয়টা নিয়ে ভারতের বর্তমান পত্রিকায় যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটা পড়ে আমার তাই মনে হয়েছে।
১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৩
জাতির বোঝা বলেছেন: জীবনে কখনো শুনিনি কোন খুনি এই ভাবে নিজে এসে ধরা দিয়েছে। বিষয়টা আসলেই অবাক হওয়ার মতো। আমার কাছে সব চেয়ে আশ্চর্যজনক মনে হয়েছে বর্ডার অতিক্রম করার ব্যাপারটা আর ভারতীয় পাসপোর্ট পাওয়ার ব্যাপারটা। ভারতীয় পাসপোর্ট ও মে মুড়ি মূরকির মত এটা তো জানতাম না ।
২| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৪
নেওয়াজ আলি বলেছেন: তাই মনে হয় ।
৩| ১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: ভারতের অবস্থা আমাদের চেয়ে বেশি খারাপ।
চুরি, দূর্নীতি, ডাকাতি দালালি আমাদের চেয়রে হাজার গুন বেশি হয়।
৪| ১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৩:৩৯
বংগল কক বলেছেন: ভারতের আশ্রয়েই নাকি উনি ছিল এতদিন। বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছিল দেখে নাকি ভারত সরকারই মুজিব বর্ষের শ্রেষ্ঠ উপহার হিসাবে উনাকে তুলে দিছে বাংলাদেশের কাছে। বংগবন্ধুর আরও কয়েকজন খুনি নাকি এখনও ভারত সরকারের আশ্রয়ে আছে। - সবই অবশ্য শোনা কথা।
১৫ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৪
জাতির বোঝা বলেছেন: হতেও পারে । কখন কোথায় কী হয় আমরা তার কিইবা জানি।
৫| ১৫ ই এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি বেনামে পাসপোর্ট করেছিলেন ভারতে। বাংলাদেশের মত ভারতেও পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া দুর্নীতিগ্রস্ত হয়ত।
৬| ১৫ ই এপ্রিল, ২০২০ রাত ১১:০২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ভারত ও বাংলাদেশের কর্তাব্যক্তিদের মগজ প্রায় একই রকম।
৭| ১৬ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:২৭
রাজীব বলেছেন: গোয়েন্দাদের কাজ কী??
গোয়েন্দাদের অনেক কাজ আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ন কাজ হলো গোপনে কাজ করা ও নিজেদের কাজ গোপন রাখা।
আপনি যে বিষয় নিয়ে বলছেন সেই কাজে গোয়েন্দাদের ভুমিকা নিশ্চই আছে বা ছিল। তবে সেগুলো গোপন রয়েছে। এবং এটিই গোয়েন্দাদের সাফল্য।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৪৮
বিজন রয় বলেছেন: আমারো তাই মনে হয়েছে।
কোথাও একটি কিন্তু আছে।