নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাতির নানি

জাতির নানি › বিস্তারিত পোস্টঃ

নাতীরা, আমি নির্বাচনের খাড়াইতাম চাই, মার্কা কোনটা হইলে ভাল হয়? B-)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪৫





অনেক বয়স হইসে, অনেক কিছুই দেখসি, খাইসি। জীনদেগিতো পার। মরনের আগে কিছু কইরা যাইতে চাই নাতীগো লাইগা। আগামী নির্বাচনে খালেদা হাসিনা দেখি তারা কোন দলে টানে আমাকে। অবশ্য খালেদা জিয়া ভাল অফার দিসে, হাসিনা জিয়া, স্যরি শেখ হাসিনা যদি আরো ভাল অফার দেয়, নাতীরা নিশ্চিত ।





এখন কথা সেইডা না, কোন মার্কা নিলে আমার লগে মানাইব ভাল, জিততে পারুম সেইটা কয়ে দেয়তো নাতীরা। আমার তো আবার পালকি চয়েসে লাগে।

মন্তব্য ২৭ টি রেটিং +০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪৮

ইমরাজ কবির মুন বলেছেন:
উহু পালকি না, বেডপ্যান মার্কা নেন নানী ||

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫১

জাতির নানি বলেছেন: ওইটা কি নাতী। নামতো শুনিনাই

পালকিতে চড়তে আরাম পাই

২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫৫

একজন ঘূণপোকা বলেছেন: পারলাম না, ১ম মন্তব্যটা করতে :( :( :( পালকি মার্কা নানা সেই রকম মার্কা হয়েছে।

জাতির নানা এগিয়ে চলো
আমরা আছি তোমার সাথে


জাতির নানার চরিত্র
ফুলের মত পবিত্র

অনেক দিন পর সামুতে দেখলাম নানা তুমারে

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৮

জাতির নানি বলেছেন: নানার কথা মুখেই আনবানা নাতী X((


ওকে দুক্কু কইরুনা নাতী, ভোট তুমিই দিবা পহেলা

৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

একজন ঘূণপোকা বলেছেন: হায়রে নানী লিখতে গিয়ে নানা লিখেছি, আগেরটা আর এইটা দুটা মুছে দিও নানি

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৯

জাতির নানি বলেছেন: বুঝছি তোমারে দিয়া কিছুই হইবনা। না জানি ভোট কোন মার্কায় মারো। পালকিতে মারতে গিয়ে লাঠিতে মারো, খিয়াল কইরা নাতী

৪| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫৭

মামুinসামু বলেছেন:

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫৪

জাতির নানি বলেছেন: পছন না

৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

ইমরাজ কবির মুন বলেছেন:
নানি আপনি নানা ?? ইয়া মাবূদ B:-)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫৫

জাতির নানি বলেছেন: ঘূণপোকার হাত ভাং্গা, চোখা কানা তাই লিখতে ভূল করসে X(

৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫৮

একজন ঘূণপোকা বলেছেন: পালকি মার্কা সেই রকম মার্কা হয়েছে।

জাতির নানী এগিয়ে চলো
আমরা আছি তোমার সাথে


জাতির নানীর চরিত্র
ফুলের মত পবিত্র

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০৫

জাতির নানি বলেছেন: নাতী মিছিলে এরকম ভুল করলেতো আমি মরা পরুম :(

খিয়াল কইরা এট্টু

৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:২৬

মুকুল সালাহউদ্দীন বলেছেন:

আমার মনে হয় এটাই হবে সবচেয়ে ভাল আর পারফেক্ট র্মাকা।

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৩২

জাতির নানি বলেছেন: নাতী এইটাতো আমার আছেই।

মার্কা আমার পালকিই পছন্দ। অন্য কিছু কওতো দেখি

৮| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৩৯

দিবা স্বপ্ন বলেছেন: বাশ মার্কা। জনগনকে নির্বাচিত ব্যক্তিরা যেভাবে বাশ মারে, তাতে দেশের সব নির্বাচন করা ইচ্ছুক ব্যক্তিকে এই মার্কায় নির্বাচন করা উচিত।

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫

জাতির নানি বলেছেন: নাতী এইটা ভেবে দেকতাম পারি, চয়েস হইসে

৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৪১

~মাইনাচ~ বলেছেন: নানী বদনা মার্কাটাই মনে হয় বেষ্ট ;)

০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭

জাতির নানি বলেছেন: নাতী ইজ্জত থাকব এই মার্কা নিলে?? তোমার আক্কল কই হারাইছ?

১০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৩৮

রহস্যময়ী কন্যা বলেছেন: নানী পান-সুপারী মার্কা হইলে কিরাম হয়?? ;) ;)

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯

জাতির নানি বলেছেন: ওইটা তোমার নানার মার্কা, ওইটার কোন কথাই আমার সামনে কবানা X(

১১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫২

রাকিবুল৯০ বলেছেন: নানী ফোকলা দাত মার্কায় দাড়াইতে পারো।

১২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
আমি যেটা বললাম ঐ মার্কাটাই নেন নানি।সবাই বুঝবে আপনি কতোটা পরিষ্কার মাথার অধিকারিণী,ভোট পেয়ে যাবেন।

আপনার জন্য স্লোগান ও রেডী করে দিলাম:
নানি কানের কাছে শুধু করে ঘ্যানর ঘ্যান
নানিকে ভোট দিন, নানির মার্কা বেডপ্যান
||

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:২০

খেয়া ঘাট বলেছেন: আপনার জন্য স্লোগান ও রেডী করে দিলাম:
নানি কানের কাছে শুধু করে ঘ্যানর ঘ্যান
নানাকে ভোট দিন, নানার মার্কা বেডপ্যান ||

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:০১

আর.হক বলেছেন: নানী মার্কা ঠিক হইলে আমার কাছে জমা দিয়েণ

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:০৭

তারছেড়া লিমন বলেছেন: নানী তুমি আমার দলে আইতে পার লিংকু দিলাম জয়েন করলে তুমার প্রতীক একদম পাক্কা কতা দিলাম।
১০০% রাজনীতি ১০০% বিশ্বাসী... জাতীয় প্রেমিক দল।

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৯:২০

আরজু পনি বলেছেন:

নানী, যাই বলেন পালকিটা কিন্তু আমার দারুণ পছন্দ হইছে !
আপনি পালকি মার্কাই নেন।

বয়স হইছে পালকিতে চইড়া জনসেবা করবেন ।

আর ইয়ে মানে...পাশ করলে আমারে একটা পালকি দিতে হইবো বাহক সহ :#>

১৭| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ১:৫৫

একজন আরমান বলেছেন:
নানি কলব মার্কা কিন্তু ভালা। B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.