নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোদছায়া

যেন এ এক পুরান খেলা । ধুলো ওড়ে, মাটির পথে।জেনো তুমি,আমি হাটি এই পথে

জাভেদ জামাল

.....চোখের তারায় উল্কি ছিল/কীর্তন শুনা রাতে/ছায়ায় ছায়ায় মায়া ছিল/একটু দূরে/স্বপ্ন ছিল/নীল যে আকাশ/মুঠোয় ছিল ............

জাভেদ জামাল › বিস্তারিত পোস্টঃ

আমি জানি না কখন আমি খুশিতে/ তোমাকে জড়িয়ে ধরবো

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

আমি জানি না কখন আমি খুশিতে

তোমাকে জড়িয়ে ধরবো

আমি জানি না কখন অজান্তে আমি চুপ হয়ে যাই,

চুপসে যায় চারপাশ!

ক্যামন বিষাদ্গার কারবালা আমার চারপাশ!

ক্যামন খুনের অকৃত্রিম গন্ধ ভরা এই চারপাশ!

আমি যখন পুঁজিবাদের বিরুদ্ধে লড়ি,

যখন শিকল ছেড়া আবেগে

এই বধ্য ঘরে আমিই বিপ্লবী,

আমি যখন কোরানের আয়াত শুনি,

মনে হয় একমাত্র আমিই মুমিন,

আমি যখন জন্মগত পাওয়া ধর্মে

গর্বিত লোকের আবোল তাবোল বকবকানি শুনি

মনে হয় আমি কি মানুষ নাকি ধর্মই আমার পরিচয়?

আমি যখন বিচার চেয়ে ধর্ষক,পোষা শিল্পী সমাজ,

বক ধার্মিক,দেশদ্রোহীর অমর বাণী শুনি,

মনে হয়,আমিই অপার্থিব কেউ,

কেউ কেউ আমায় অ্যালিয়েন ভাবতে পারে,

কেউ কেউ আমায় ফেরেশতাও ভাবতে পারে,

কেউ কেউ মানুষও।

আমি জানি মনুষত্ব শেখার জন্য

আমি সকাল-সন্ধ্যা-সাজ বেলা

এপার ওপার,

তামাম জাহান

বন্ধুর পথ পার হয়ে

মুসাফির খুঁজি।

আমি অনাকাংক্ষিত মৃতদের মুখে

আমার নিজের মুখ টাই দেখি।

এখানে যদি জীবন্ত শব দেহ

জ্বালা হয়ে থাকে অন্য মানুষের মতো কারো,

তাহলে এভাবে কাক পক্ষির মতো বাঁচার মানে কি?

আমি সুবেহ সাদেক থেকে অপেক্ষায় থাকি

ভুল পথে হলেও মুক্তির গুন গ্নানি শুনবো

কোন একদিন..............

আমি জানি না কখন আমি খুশিতে

তোমাকে জড়িয়ে ধরবো

ও আমার বংগ জননী

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৫

কাজী মিতুল বলেছেন: "আমি সুবেহ সাদেক থেকে অপেক্ষায় থাকি
ভুল পথে হলেও মুক্তির গুন গ্নানি শুনবো
কোন একদিন..............
আমি জানি না কখন আমি খুশিতে
তোমাকে জড়িয়ে ধরবো
ও আমার বংগ জননী"

আমিও সে অপেক্ষায়

০৭ ই মার্চ, ২০১৩ রাত ২:১৬

জাভেদ জামাল বলেছেন: অপেক্ষার শেষ হবে সেই ক্ষণে দিন গুনি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.