| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাভেদ জামাল
.....চোখের তারায় উল্কি ছিল/কীর্তন শুনা রাতে/ছায়ায় ছায়ায় মায়া ছিল/একটু দূরে/স্বপ্ন ছিল/নীল যে আকাশ/মুঠোয় ছিল ............
আগামী দিন গুলো আমার না হোক,
তোমার জন্যে শুভ্র-সুন্দর-বিশ্বাসের হোক;
বিরহ পালাক,
শীতের রাতে জেগে থাকা কমুক
তোমার জন্যে ক্লান্তিময় বিষাদ পালাক।
আমি তোমার জন্যে,
তুমি আমার জন্যে,
সুখ খুঁজি,
সুখ খুঁজি,
ঘর থেকে বাইরে,
বারান্দায় দাঁড়িয়ে
আকাশের নীল কে কাছে টানার মানে নেই
বেদনা ভেবে।
আজ যে ভোরটাকে তুমি ভাবছো
ডুবন্ত অগ্নি ভস্ম,
সেই ভোরের সূর্যকে একদিন ভালবেসে
এই অবেলায়,
এই শংখচুড়ের ক্ষিপ্র চোখে,
আমি বলেছিলাম,
"প্রিয়া!ভালবাসি,
অপেক্ষা শেষ হবে তোমার এক মিষ্টি হাসিতে"
©somewhere in net ltd.