![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাবেক রাষ্ট্রপতি এরশাদ চাচা যে কোন বোতলের পানি খেয়ে কোন অকাম ঘটানানো চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে বুঝা কষ্ট কর। তবে যারা তার দলের নেতা কর্মী আছেন তারা শেষ কথা শেষ পর্যন্ত অপো করনে। কারন তার কোন কথাই শেষ কথা নয়।
এরশাদ চাচার দলের যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের জন্য উত্তম বুদ্ধি হলো এরশাদের নির্দেশ না তাকে অনুসরন করুন নির্বাচনের েেত্র। তিনি প্রার্থীতা প্রত্যাহার করতে বললেই গিয়ে তা করবেন না। আগে দেখেন তিনি নিজে করেছেন কি না। এরশাদ নিজে প্রার্থীতা প্রত্যাহার করলে আপনার যারা নেতা কর্মী আছেন আপনারাও প্রার্থীতা প্রত্যাহার করবেন । না হলে মাঠে মারা যেতে পারেন। কারন একটাই চাচার কোন কথাই শেষ কথা নয়তো।
©somewhere in net ltd.