নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বস্তুগত তথ্যের ভিত্তিতে তত্ত্বগত মিথ্যাচারই সত্য।

জেরেমি কিয়ের্কেগার্দ

দর্শনের কাছাকাছি থাকি

জেরেমি কিয়ের্কেগার্দ › বিস্তারিত পোস্টঃ

জ্ঞান

০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৩

অগ্নিতে যা তাপ আছে, তা আমাতে নেই বলেই আমি শুরু করেছিলাম অগ্নির উপাসনা। পরন্তু, জ্ঞানার্জনের পর বোধ হলো এ তো শুধুই শক্তি; প্রাণীমাত্রই আমি শ্রেষ্ঠ, কারণ জ্ঞান জড়ো হয় শুধু আমারই মাথায়।
আবার যে জ্ঞান দিয়ে মাথাটা বোঝাই করেছে, মানুষ হলেও সে তো আমার মতো না। তার থেকে আমি আলাদা। আমাকে সে মানুষ সম্বোধন করলেও তাকে আমি ডাকি ফিলোসফার, বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল; সম্মান দেখিয়ে না। ওর মতো অকর্মাকে আবার সম্মান কেন করতে যাবো?
আমি মানুষ হয়ে ভাত না পেলে সে কেন সাম্যের ডাক দিবে?
যতসব ঢঙী কথার ফাঁদে মানবতার অপমান। পারলে সে ভাতের ডাক দিক, বুভুক্ষের দলের সাথে আমি তার কাতারে না দাড়ালেও তাকে রাষ্ট্রদ্রোহী বলবো না; অবশ্য উপরওয়ালা চাপ দিলে ভিন্ন কথা।
জ্ঞান দিয়ে মাথাটা জড়ো করেছে, তো হয়েছেটা কি?
দুজনকেই শেষে মাটিতে পোতা হবে, অথবা পোড়ানো হবে। আমি বিলীন হয়ে গেলেও সে থাকবে। মানুষ হিসেবে না, শক্তি হিসেবে।
অগ্নিকে দেবতার আসন থেকে উলঙ্গ নামানোর পরও তাকে ব্যবহার করতে ভুলিনি, যেমন সকাল সন্ধ্যা জ্ঞানীর গোষ্ঠী উদ্ধারের পরও তার শক্তি ব্যবহার করতে চুল পরিমাণ ভুল হয়নি।
আমিই তো মানুষ, ব্যবহার করবো জ্ঞানীকে; জ্ঞান আমার দরকার নেই। বই না, ব্যক্তিই আমাকে অগ্নি উপাসনার সময় বলে দিবে,
'ওটা শুধুই আগুন। শুধুই শক্তি।'

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫২

কাওসার চৌধুরী বলেছেন:



শুভ ব্লগিং................

০৩ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:১০

জেরেমি কিয়ের্কেগার্দ বলেছেন: ধন্যবাদ। এটাই সামুতে আমার প্রথম লেখা।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১০:৩৪

লায়নহার্ট বলেছেন: {সামুতে আপনাকে প্রথম লাইকটা আমি দিলাম}

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.