নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার পরিচয় আমি মানুষ

জু েয়ল

জু েয়ল › বিস্তারিত পোস্টঃ

বাস্তবতা

১৩ ই মে, ২০২৩ রাত ১০:৪৫

◾কারো দামি পাজেরো, মার্সিটিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে..
কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের জোয়ারে ভাসছে।

◾কেউ ভাবছে এইতো আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি
কেউ একটাই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য জীবনভর যুদ্ধ করে চলেছে।

◾কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাচ্ছে, আবার
কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে! সৃষ্টিকর্তার কাছে বারবার ভিক্ষা চাচ্ছে।

◾কেউ বছরে কতজন ভালবাসার মানুষ বদলে ফেলছে তার হিসাব নেই,
কেউ শুধু একটা সত্যিকারের ভালবাসার মানুষের জন্য অপেক্ষা করে চলেছে বছরের পর বছর, আমৃত্যু।

◾কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা,
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ধান ক্ষেতের পাশে বসেই ভাত গিলে তৃপ্তির ঢেকুর তুলছে।

◾কাউকে দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে একটু ঘুমের জন্য।
কেউ কেউ আবার রাস্তার পাশে ফুটপাতে, কুকুরের পাশে শুয়ে অঘোরে ঘুমোচ্ছে।

◾কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা,
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

◾কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত !! সন্তানগুলো মানুষ হলোনা এতো সম্পত্তি রাখতে পারবেতো!
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে, আলহামদুলিল্লাহ্, সন্তান গুলোতো মানুষ করতে পেরেছি ! খোদা চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে।
জীবনের বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার সুযোগ নাই।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০২৩ রাত ১১:২০

ইমরান আশফাক বলেছেন: দারুন পোষ্ট তো! B:-/

২| ১৩ ই মে, ২০২৩ রাত ১১:৪৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাস্তবতার চমৎকার উপস্থাপন।

৩| ১৪ ই মে, ২০২৩ রাত ১২:০১

সাড়ে চুয়াত্তর বলেছেন: কয়েকদিন আগে আমার বাসার কাছে রাত ১ টার সময় রাস্তায় একটা নবজাতককে কে যেন ফেলে গেছে। সিসি টিভিতে দেখা গেছে ফেলে যাওয়ার দৃশ্য।
পরে মানুষ জন হাসপাতালে নিয়ে গেছে। এই বাচ্চাকে পালতে নেয়ার জন্য এখন কাড়াকাড়ি লেগে গেছে।

৪| ১৪ ই মে, ২০২৩ রাত ১২:৩২

জ্যাক স্মিথ বলেছেন: জীবনের বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার সুযোগ নাই।

৫| ১৪ ই মে, ২০২৩ রাত ১২:৩৯

নূর আলম হিরণ বলেছেন: সবগুলোই ফেইসবুকের কল্যাণে পড়া হয়েছিল।

৬| ১৪ ই মে, ২০২৩ দুপুর ১২:৪০

রাজীব নুর বলেছেন: বাস্তব বড় কঠিন।

৭| ১৪ ই মে, ২০২৩ রাত ১১:১৫

রানার ব্লগ বলেছেন: মন বড্ড অদ্ভুত জিনিস। সে যে কিসে খুশি তা সে নিজেও জানে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.