![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরীক্ষায় দুর্নীতি, এসএমএস এ উত্তর, প্রশ্নপত্র ফাঁস প্রতিটি সরকারি নিয়োগ পরীক্ষার পর এগুলো এখন নিয়মত খবর।এসব খবর ছাপিয়ে সোনালী ব্যাংক এর নিয়োগ পরীক্ষার পর ফেসবুকে আলচনার মূল বিষয় হল প্রশ্নের উত্তরের ক্রম অর্থাৎ sequence. পরীক্ষার খাতায় বলা ছিল উত্তর পত্রে ক্রম maintain করতে হবে। কিন্তু অধিকাংশ পরীক্ষার্থী ক্রম maintain করতে ব্যর্থ হয়েছেন কারন অধিকাংশ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা শুরু হতে দারি হয়। সবাই তাই প্রশ্ন পাওয়ার পর দ্রুত লেখা শুরু করেন। তাই অনেকে বলছেন যে যারা ক্রম maintain করেননি তাদের খাতা বাতিল হবে।আবার অনেকে বলেছেন যে প্রশ্ন ক্রম বলতে বুঝনো হয়েছে যে ১ নং এর a,b,c,d এক সাথে ২ নং এর a,b,c,d এক সাথে লিখতে বলা হয়েছে। আর্থাৎ ২ এর আগে ৩ অথবা ৪ এর আগে ৫ লেখা যাবে।বিষয় টা নিয়ে খুব confusion এ আছি। কোন ব্লগার ভাইয়ের কাছে কি এর কোন সঠিক উত্তর জানা আছে?
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৭
জীবনইসলাম বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৮
নীলমেঘ আমি বলেছেন: ক্রমানুসারে দেয়া নিয়ে সমস্যা হবে না নিশ্চিত থাকেন।