![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকের অবহেলাগুলো, দুঃখগুলো, অশ্রুগুলো; সব তুলে রাখলাম।
সব অনাদর এড়িয়ে যাওয়া, অযত্নে পাশ কাটিয়ে যাওয়া; সব জমা রাখলাম।
অগুনতি ভিজে যাওয়া রাত- চোখ দিয়ে গড়িয়ে পড়া নীরব আর্তনাদ আর ভাষাহীন আর্তনাদ- আজ আবার আমাকে মরুভূমি বুকটাকে সাজিয়ে নিতে বাধ্য করেছে।
আর এখানেই আমি রেখাটা টেনে দিলাম। Border-less পৃথিবীর স্বপ্ন দেখতে থাকা হৃদয় আজ নিজেকেই একটা গন্ডির ভিতর আবদ্ধ করে নিলো।
না চাইতেই তাই আর পাচ্ছ না কিছুই; আর যাচ্ছি না আমি তোমার কাছে। আর আসছি না আমি দুঃখ কিনতে; দাম দিয়ে অবহেলা কিনতে আর আসছি না আমি! তোমার খেলাটা তুমি খেলে নিও অন্য কারো সাথে;
আমার প্রয়োজন তোমার ফুরিয়ে গেছে।
সবকিছু বিদ্রোহ করা শুরু করেছে, বুঝছ- আত্নমর্যাদা, আত্নাভিমান, পরিচয়, পরিচিতি; কেউ এই ব্যাপারটা মেনে নিতে পারছে না। সৃষ্টিকর্তার আলোয় স্বাধীন এই হৃদয়ের এতোটা অসহায় আত্নসমর্পন কেউ
ভাবতেই পারে নি।
হৃদয়টা আর পারছে না যে, কি করবো বলো! তোমার যে চোখগুলোর একটি চাহনির জন্য আমি কলিজাটা বের করে দিতে পারি অবলীলায়- সেই চোখগুলোর দিকে আর তাকাবো না কোনোদিন- এ কি আমার
সহ্য হয় বলো!
তোমাকে ভালোবেসেই তোমার থেকে আমি বিদায় নিলাম!
©somewhere in net ltd.