![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে কোনো দাবী নেই-
রাস্তা কামড়ে থাকা নিখিল বিপ্লব, আগুনে হরতাল, বিদ্রোহের প্রেমিক অথবা প্রেমিকের বিদ্রোহ;
মাধবীলতা, বনলতা সেন; প্রেমিকা, পতিতা অথবা পতিতা প্রেমিকা;
আমার কাছে কারো কোনো পাওনা নেই
কোনো মাটির পতাকা আমার কাছে আবেদনময়ী নয়,
আমি ভাতের ফেনের কাছে ঋণী হয়ে বাচি।
রেলস্টেশনের অশীতিপর ঝুনা মিয়ার গল্পের আগুনে আমি মাঘ পোহাই,
অধিকারের লোভে আমার চিরন্তন অসহযোগ।
আমার কাছে কেউ কেউ কিছু গল্প জমা রেখেছিলো,
আমি তাদের সবার অনুভূতির আড়তদার!
©somewhere in net ltd.