![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাহাদের বাড়া ভাতে দিয়েছিলে ছাই
আমার দেশ পত্রিকা নিষিদ্ধ চাই।
গনহত্যার অভিযোগ আছে , প্রত্যক্ষদর্শী সাক্ষী নাই
তবু আমরা কাদের মোল্লার ফাঁসি চাই !
বিরুদ্ধবাদী সব করে দাও নিষিদ্ধ নইলে তাদের মগের মুলুক কেম্নে হবে সিদ্ধ. ?
প্রমাণ করতে ব্যর্থ তিনি আলবদর
খোজ রাখি না , ফাঁসিই চাই যেমন
পারি জোরজবর !
৭১এর অব্যাবহিত পরে
মোল্লা কাদের ঢাবিতেই পড়ে !!! ক্যামনে এরূপ ঘোগ বড় হয়
খোদ বাঘেরই ঘরে?
তাও আবার শহীদুল্লাহ হলে !
রাঘোববোয়াল দিব্যি ছিলো
কোন সে মামুর বলে ?
এসব প্রশ্নে কাদের পিত্ত কেনো ইবা জ্বলে? ??
নাম ছিলো না দালাল তেইশ হাজারে
তবু তারা দিব্যি দালাল বেনিয়াদের
বাজারে !
----
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
মামুণ বলেছেন: তু ইইইই্ইইইইইইইই্ রাজাকার ।
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: কেউ রাত কানা আর কেউ দিন কানা, আর আপনার মতো কিছু আছে সর্বদাই কানা । ওদেরকে বলে কোন লাভ নাই, ওরা নব্য রাজাকার ।
৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২
আরিফ১৯৭৮০০৭ বলেছেন: এই কবিতা লিফলেট আকারে শাহবাগীদের জ্ঞাতার্থে শাহবাগের আকাশে বাতাসে ছাড়া হোক।
জয় শাহবাগী।
৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
সড়সড়সড় বলেছেন: এম আর সুমন বলেছেন: এগুলা কি সত্য? সত্যিই কি কাদের মোল্লা রাজাকার না? এটা কিভাবে সম্ভব? দেশের সবাই ই তো বলছে যে তুই রাজাকার , তুই রাজাকার।
৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬
২০১৩ বলেছেন: বাংলাদেশে এমন ভোদাই পাবলিকের দেশ, দেশের ১৬ কোটি মানুষ যদি দাবী করে সুর্য আজ পশ্চিম দিকে উঠেছে সেটা কি সত্যি হবে নাকি মিথ্যা হবে? এই সহজ বিষয়টা কারো বুঝে আসেনা, সত্য কেউ না বললেও সত্য আবার মিথ্যা কোটি লোকে দাবী করলেও মিথ্যা।
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
এম আর সুমন বলেছেন: এগুলা কি সত্য? সত্যিই কি কাদের মোল্লা রাজাকার না? এটা কিভাবে সম্ভব? দেশের সবাই ই তো বলছে যে তুই রাজাকার , তুই রাজাকার।